৩ মাসে বিমানের রিভিনিউ ১৫৬৩ কোটি টাকা: এমডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি (সিইও) মো. যাহিদ হোসেন বলেছেন, সরকারের অন্য ১০টি বাণিজ্যিক কোম্পানির মধ্যে লাভজনক হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে এমন দাবির প্রেক্ষিতে লাভ আর যাত্রী পরিবহণের পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, গত ৩ মাসে আমরা প্যাসেঞ্জার ক্যারি করেছি ৮ লাখ ৮ হাজারের চেয়ে কিছু বেশি। যেটা বিমানের ইতিহাসে কখনো হয়নি। আমরা যদি রেভিনিউ এর দিকে যাই, একই সময়ে (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) ৩ মাসে টিকিট সেল করে রেভিনিউ হয়েছে ১৫৬৩ কোটি টাকা। এর নিকটবর্তী অঙ্ক হলো ৯৬২ কোটি টাকা। বিমানের ইতিহাসে এটাও সর্বোচ্চ।

বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং অন্য মালিকানায় যাওয়ার ব্যাপারে তিনি বলেন, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সরকার যাকে ভালো মনে করবে তাকেই দেবে। এ বিষয়ে বিমানের পক্ষে আগ্রহ প্রকাশ করার কিছু নেই বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, আগামীতে আরও লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত হবে বিমান। দুদকে বিমানের যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তা তদন্ত করছেন দুদক কমকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম///

ভোজ্যতেলের আমদানি অর্ধেকে নামিয়ে আনা হবে: কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী তিন বছরে আমরা ভোজ্যতেলের আমদানি কমিয়ে আনবো। দেশে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করবো। এখন ভোজ্যতেলের ৯০ শতাংশই আমদানি করতে হয়। এ আমদানি আমরা ৪০-৫০ শতাংশে নামিয়ে আনতে চাই।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কৃষি সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

কৃষিমন্ত্রী বলেন, যে দেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার, সে দেশকে ভোজ্যতেল আমদানিতে দুই বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে। এটি বিস্ময়কর। ভোজ্যতেলের দাম বেড়ে গেলে রাজনীতিতেও তা প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, কোনোক্রমেই বাংলাদেশ বিদেশি সাহায্যের ওপর নির্ভশীল নয়, নির্ভরশীল থাকবেও না। দেশে চালের দাম অবশ্যই বেড়েছে। গমের দাম বেড়ে গেলে মানুষ চাল বেশি খায়। ফলে চালের দাম বাড়ে। এছাড়া রোহিঙ্গাদেরও দেশের চাল খাওয়াতে হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ- সব মিলিয়ে অর্থনীতিতে চাপ আছে। চালের দাম বাড়ায় খেটে খাওয়া মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু খাদ্য নিয়ে দেশে হাহাকার নেই। আগে এ সময়ে অনেক জায়গায় মঙ্গা হতো, কিন্তু গত ১৩ বছরে কোনো মানুষ না খেয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, কৃষকরা এখন শুধু দেশের জন্য খাদ্য উৎপাদন করেন না, বিদেশেও রপ্তানি করেন। যেসব পণ্য আগে আমদানি হতো, সেসব এখন দেশের কৃষকরাই উৎপাদন করেন।

স্টকমার্কেটবিডি.কম///

ক্রিপ্টোকারেন্সি লেনদেন ঠেকাতে তদারকি বাড়ানোর নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্রিপ্টোকারেন্সি তথা ভার্চুয়াল মুদ্রা বিনিময়, স্থানান্তর ও ট্রেড বেআইনি। অথচ কোনো কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির কেনাবেচা হচ্ছে। এ ধরনের লেনদেন ঠেকাতে ব্যাংকগুলোকে সতর্কতার পাশাপাশি তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

ক্রিপ্টোকারেন্সি তথা ভার্চুয়াল সম্পদ বা মুদ্রা বিনিময়, স্থানান্তর ও ট্রেড থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে গত ১৫ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়, যে কোনো ভার্চুয়াল সম্পদ বা মুদ্রার বিনিময়, স্থানান্তর, ট্রেডে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেই। নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের লেনদেন করলে তা হবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। নির্দেশনার কপি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাশাপাশি সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), আর্থিক প্রতিষ্ঠানসহ সব পক্ষকে অবহিত করা হয়।

বিষয়টি স্মরণ করিয়ে গতকালের সার্কুলারে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রা লেনদেন, বিনিময় স্থানান্তর বা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসা ও এ সংক্রান্ত যে কোনো কার্যক্রমে সহায়তা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন বিদেশি ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডারের (ভিএএসপি) ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বাংলাদেশে কার্যরত কোনো কোনো তপশিলি ব্যাংকের গ্রাহক অ্যাকাউন্ট ব্যবহার করে ভার্চুয়াল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি বা বৈদেশিক মুদ্রার লেনদেন, কেনাবেচা, পুনঃবিক্রয়, ব্যক্তি থেকে ব্যক্তি বিনিময় স্থানান্তর বা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছে। নির্দেশনায় অবিলম্বে এ ধরনের লেনদেন বন্ধের পাশাপাশি এ বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বনের জন্য তদারকি বাড়াতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

আরও দুই রুটে চালু হলো নগর পরিবহন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাস রুট রেশনালাইজেশনে (পুনর্বিন্যাস) নতুন আরও দুটি পথে চালু হলো নগর পরিবহনের বাস। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার (রুট ২২) এবং ঘাটারচর থেকে কদমতলীর (রুট ২৬) পথে নগর পরিবহনের মোট ১০০টি বাস চলাচল শুরু হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এই বাস সেবা রাজধানীর বছিলা থেকে উদ্বোধন করেন।

গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ৫০টি সবুজ রঙের বাস দিয়ে ঢাকা নগর পরিবহন চালু হয়। ৩০টি বাস দেয় বিআরটিসি। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সসিলভার। আজ চালু হওয়া ১০০টি বাসের ৫০টি বিআরটিসির। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠানের।

বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৯টি ক্লাস্টার (৯টি ভিন্ন ভিন্ন রঙের), ২২টি কোম্পানি ও ৪২টি রুটের প্রস্তাবনা দেওয়া হয়। এর মধ্যে সবুজ ক্লাস্টারে বর্তমানে চলমান মোট ৫৪টি রুটকে সমন্বয় করে ৮টি রুটে পরিণত করা হয়, যাদের রুট নম্বর ২১ থেকে ২৮। এর মধ্যে ২১ নম্বর রুটটি বর্তমানে পাইলট রুট হিসেবে চলছে।

এরই অংশ হিসেবে ২২ নম্বর রুটে অভি মটরর্সের ৫০টি নতুন বাস এবং ২৬ নম্বর রুটে ২০১৯ সালের পর রেজিস্ট্রেশনকৃত বিআরটিসির দ্বিতল ৫০টি বাস সেবা চালুর উদ্বোধন করা হলো। ইতোমধ্যে প্রায় ৭০টি যাত্রী ছাউনি (বাস স্টপেজ) তৈরি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৫৩.৫৪ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি চলতি বছরের জানুয়ারি-আগস্টে গত বছরের তুলনায় ৫৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অফিসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত বছরের একই সময়ে যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ৬৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এখনও যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক আমদানির উৎস।

চলতি বছরের জানুয়ারি-আগস্টে যুক্তরাষ্ট্র মোট ৬৯ দশমিক ২৭ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। আগের বছরের তুলনায় দেশটি এ বছর ৩৭ দশমিক ৩৫ শতাংশ বেশি পোশাক আমদানি করেছে।

২০২২ সালের প্রথম ৮ মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে ১৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৩৭ দশমিক ১৭ শতাংশ বেশি।

একই সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্র ১২ দশমিক ৮০ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরে ৩৩ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করা শীর্ষ অন্যান্য দেশের মধ্যে ভারতের রপ্তানি বেড়েছে ৫৬ দশমিক ৯ শতাংশ, ইন্দোনেশিয়ার ৫৬ দশমিক ৪৮ শতাংশ, কম্বোডিয়ার ৫১ দশমিক ৬৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার বেড়েছে ৪২ দশমিক ৯৬ শতাংশ এবং পাকিস্তানের বেড়েছে ৪২ দশমিক ১৬ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

এনসিসি ব্যাংকের ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সাহেলা হোসেন নামে এই উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এস্ক্যোয়ার নিট কম্পোজিটের বোর্ড সভা ৩০ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্ক্যোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে ইষ্টার্ণ হাউজিং; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইষ্টার্ণ হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯২ কোটি ৫৯ লাখ টাকার।

বেক্সিমকো লিমিটেড ৯২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ৫৭ কোটি ৯৬ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৪৮ কোটি ৬১ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৩৩ কোটি ২৩ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩২ কোটি ৬৬ লাখ, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংর ৩২ কোটি ৫৪ লাখ, ইন্দো বাংলা ফার্মার ৩০ কোটি ৫৪ লাখ ও মুনস্ফল পেপারের ২৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. ইষ্টার্ণ হাউজিং
  2. ওরিয়ন ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. সী পার্লস রিসোর্ট এন্ড স্পা
  5. ওরিয়ন ইনফিউশন
  6. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  7. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  8. পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং
  9. ইন্দো বাংলা ফার্মা
  10. মুনস্ফল পেপার লিমিটেড।

দিনশেষে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪৯৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪১০ কোটি ৯২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৯৪ কোটি ১১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৩টির, আর দর অপরিবর্তিত আছে ১৭৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইষ্টার্ণ হাউজিং, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং, ইন্দো বাংলা ফার্মা ও মুনস্ফল পেপার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১১০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ২৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সী পার্লস রিসোর্ট এন্ড স্পা ও ইন্দো বাংলা ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////