ডিএসই’র আইটি প্রধানকে বাধ্যতামূলক ছুটি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিরবচ্ছিন্ন লেনদেনে বাধাগ্রস্ত হওয়ার প্রতিষ্ঠানটির চীফ টেকনোলজি অফিসার (সিটিও) জিয়াউল আহসান কে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ অনুষ্ঠিত কমিশনের ৮৪৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সম্প্রতি বিভিন্ন সময়ে Dhaka Stock Exchange Limited এর নিরবচ্ছিন্ন লেনদেন বাধাগ্রস্ত হয় এবং পূর্বেও বিভিন্ন কমিটি DSE এর IT কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাই শেয়ারবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন তদন্ত কমিটি গঠন করেছে। অদ্যকার কমিশন সভায় সিদ্ধান্ত হয় যে, উক্ত তদন্ত সংক্রান্ত বিষয়মূহের সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত Dhaka Stock Exchange Limited এর Chief Technology Officer(CTO) কে বাধ্যতামূলকভাবে ছুটিতে প্রেরণ করা হল ।

এছাড়া, Dhaka Stock Exchange Limited এর বোর্ড অফ ডিরেক্টরদের অবিলম্বে সমস্যাগুলি সমাধান করার জন্য আইটি বিভাগকে দক্ষ মানবসম্পদ দিয়ে ঢেলে সাজানোসহ নতুন মানবসম্পদ নিয়োগ এর মাধ্যমে যুগোপযোগী IT FUNCTION গড়ে তুলতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হল।

স্টকমার্কেটবিডি.কম///

প্রাইম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৭৪.৬৫ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইউনিক হোটেল এন্ড রিসোর্টের লভ্যাংশ ঘোষণা

 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.২০ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৮৪.৭৩ টাকা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

তিতাসের প্রিপেইড মিটার রিচার্জ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেডেশন জনিত কারণে সোমবার দিবাগত রাত রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ সার্ভিস বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম///

একমি ল্যাবের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মিজানুর রহমান সিনহা নামে কোম্পানিটির এক উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ ১০ হাজার শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

ইষ্টার্ন লূব্রিকেন্টসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ন লূব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

একইদিন অনুষ্ঠিত আরেক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বসুন্ধরা পেপার; ২য় ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৮৪ লাখ টাকার।

ওরিয়ন ফার্মা লিমিটেড ৩৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  সী পার্লস রিসোর্টের ৩৩ কোটি ২৯ লাখ , কেডিএস এক্সেসরিজের ২৮ কোটি ৫৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৭ কোটি ৩৬ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংর ২৬ কোটি ৪৩ লাখ, জেনেক্স ইনফোসিসের ২৬ কোটি ৫ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ২৫ কোটি ৪২ লাখ ও সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেডের ২৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বসুন্ধরা পেপার মিলস
  2. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  3. ওরিয়ন ফার্মা
  4. সী পার্লস রিসোর্ট
  5. কেডিএস এক্সেসরিজ
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. আনোয়ার গ্যালভানাইজিং
  8. জেনেক্স ইনফোসিস
  9. ইষ্টার্ণ হাউজিং
  10. সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড।

দিনশেষে কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩০৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২২২৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৯ কোটি ২৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮২৬ কোটি ৫৯লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬টির, আর দর অপরিবর্তিত আছে ২৩২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বসুন্ধরা পেপার মিলস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ওরিয়ন ফার্মা, সী পার্লস রিসোর্ট, কেডিএস এক্সেসরিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস, ইষ্টার্ণ হাউজিং ও সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬২২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৪০ কোটি ৬৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওয়ান ব্যাংক ও নাভানা ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////