আপাতত জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ নেই : কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই আপাতত তেলের দাম কমানোর সুযোগ নেই। তবে শুধু কৃষকের স্বার্থে সারের দাম আর বাড়াবে না সরকার। কোনো মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায়, সে জন্য সরকার সব সময় চেষ্টা করছে।

আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর এলাকার মথুরা গ্রামে স্বর্ণা জাতের নমুনা ধান কাটা পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা বলেন।

সারের ওপর সরকার ভর্তুকি দিচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এ দেশের ৭০ শতাংশ মানুষ এখনো কৃষির সঙ্গে জড়িত। এখন থেকে কৃষির আয় বাড়াতে হবে। যাতে করে কৃষকেরা বা এর সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের জীবন মান আরও উন্নত করতে পারেন। সেই লক্ষ্যে সরকার কাজ করছে, সারের ওপর ভর্তুকি দিচ্ছে। কৃষির বিভিন্ন খাতে সরকারের সহযোগিতার কারণে সব ধরনের সবজির উৎপাদন তুলনামূলক বেড়েছে।

আজ সকাল ১০টার দিকে মথুরা এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন। এরপর তিনি চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন।

স্টকমার্কেটবিডি.কম////

এয়ার ইন্ডিয়াকে ১২ কোটি ডলার জরিমানা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা টিকিটের টাকা ফেরত পাননি। তাই টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়াকে জরিমানা করলো মার্কিন পরিবহন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা।

‘ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন’ জানিয়েছে, এয়ার ইন্ডিয়াকে বাতিল হওয়া বিমানের টিকিটের দাম বাবদ ১২ কোটি ১৫ লাখ ডলার এবং জরিমানা হিসেবে দিতে হবে ১৪ লাখ ডলার।

সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, মহামারী চলাকালীন ফ্লাইট বাতিলের ঘটনায় এই জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, ফ্লাইট বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত পান। কিন্তু অভিযোগ, এয়ার ইন্ডিয়া ফ্লাইট বাতিল ঘোষণা করলেও সেই ফ্লাইটের যাত্রীদের টাকা ফেরত দেয়নি অথবা বিলম্ব করেছে। যদিও এই ঘটনা যে সময়ের তখন এয়ার ইন্ডিয়া সরকারের হাতে ছিল। এখন টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে।

মার্কিন পরিবহন সচিব জানিয়েছেন, একটি ফ্লাইট যখন বাতিল হয়, যাত্রীরা খুবই হয়রানির মধ্যে পড়েন। তাই তাদের যত দ্রুত সম্ভব টিকিটের দাম ফিরিয়ে দেওয়া জরুরি। কিন্তু তা না হলে আমেরিকার যাত্রীদের তরফ থেকে আমাদের পদক্ষেপ করতে হয়। যাতে যাত্রীরা দ্রুত টিকিটের টাকা ফেরত পান।

শুধু এয়ার ইন্ডিয়া নয়, এমন অভিযোগে জরিমানা করা হয়েছে আরও পাঁচটি এয়ারলাইন্সকে। সেগুলো হচ্ছে- ফ্রন্টিয়ার, টিএপি পর্তুগাল, অ্যারো মেক্সিকো, ইআই এআই এবং আভিয়ানকা।

সূত্র: আনন্দবাজার।

স্টকমার্কেটবিডি.কম////

ব্যক্তির সংজ্ঞা স্পষ্ট করে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আয়কর আইনে ‘পারসন’ বা ব্যক্তি বলতে শুধু স্বাভাবিক ব্যক্তি নয়, এর পাশাপাশি ফার্ম, ব্যক্তি সংঘ বা সমিতি, হিন্দু অবিভক্ত পরিবার, ট্রাস্ট, প্রভিডেন্ড ফান্ড বা এমন কোনো তহবিল, স্থানীয় কর্তৃপক্ষ, কোনো সত্তা এবং কৃত্রিম ব্যক্তি সত্তাকেও বোঝাবে। এ বিষয়ে এনবিআরের ব্যাখ্যা সংযুক্ত করে গতকাল সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতের ওপর সুদ বা মুনাফা বণ্টনের ক্ষেত্রে উৎসে কর কর্তন নিয়ে ব্যাংকগুলোর বিভ্রান্তি নিরসনে এটি জারি করা হয়েছে।

এনবিআরের স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যক্তি সংঘ বলতে অনিবন্ধিত ক্লাব বা সমিতিকে বোঝাবে।

অবিভক্ত হিন্দু পরিবার বলতে পরিবারের সমান অংশীদারি সদস্যদের মধ্যে বয়োজেষ্ঠ্য ব্যক্তি সাধারণত কর্তা হিসেবে গণ্য হন। এ ক্ষেত্রে যতদিন ওই পরিবার অবিভক্ত থাকবে, ততদিন ওই পরিবারকে একক সত্তা বিবেচনা করা যাবে। তা ছাড়া তহবিল বলতে নিবন্ধিত বা অনিবন্ধিত প্রভিডেন্ড, গ্র্যাচুয়িটি ফান্ড ইত্যাদি বোঝাবে। স্থানীয় কর্তৃপক্ষ বলতে ইউনিয়ন, পৌরসভা, জেলা পরিষদ, বন্দরের ট্রাস্টি বোর্ড ইত্যাদি বোঝাবে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, যে কোনো ধরনের আমানতের ওপর সুদ বা মুনাফা বণ্টনে কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ উৎসে কর কর্তন করার এবং কোম্পানির বাইরে অন্যদের ক্ষেত্রে ১০ শতাংশ কর কর্তনের বিধান আছে। তবে প্রভিডেন্ড বা গ্র্যাচুয়িটি বা পেনশন ফান্ডের ক্ষেত্রে এ হার ৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশ-ভারতের বাণিজ্য বেড়েছে দ্বিগুণেরও বেশি : প্রণয় ভার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, গত পাঁচ বছরে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোতে ভারত এশিয়ায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হয়ে উঠেছে।

মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশন এ তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে হাই কমিশনার এসব কথা বলেন।

ভারতীয় হাই কমিশনার তার বক্তৃতায় দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

তিনি সীমান্তে উন্নত যোগাযোগ এবং বাণিজ্য অবকাঠামোর গুরুত্বের ওপর জোর দেন। যা ভারত ও বাংলাদেশ উভয়েরই দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উদ্ভূত অর্থনৈতিক অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা করবে।

এই প্রেক্ষাপটে তিনি অন্যান্য স্থলবন্দরে অবকাঠামোগত উন্নতির মাধ্যমে আইসিপি পেট্রাপোল-বেনাপোলের ওপর চাপ কমানো এবং বিধিনিষেধহীন বন্দরের সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা স্থলবন্দরে বিনিয়োগকে উৎসাহিত করবে।

হাই কমিশনার সড়ক, রেলপথ, অভ্যন্তরীণ নৌ-পথ ও কোস্টাল শিপিংয়ের মাধ্যমে এই উপ-অঞ্চলের বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

প্রণয় ভার্মা কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টের (সেপা) গুরুত্বের ওপর জোর দেন যা উভয়পক্ষই আলোচনায় সম্মত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম////

রানার অটোর নতুন এমডি ও সিইও সুবীর কুমার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা বোর্ড সুবীর কুমার চৌধুরীকে কোম্পানিটির এমডি ও সিইও হিসেবে নিয়োগ দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২১ ডিসেম্বর থেকে সুবীর কুমার চৌধুরী কোম্পানিটির নতুন এমডি ও সিইও হিসাবে দ্বায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

ফুয়াং সিরামিকসের বোর্ড সভার দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড বোর্ড সভা দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো জানা যায়, এই বোর্ড সভাটি আগামী ১৭ নভেম্বর আহবান করা হয়েছে।

আজ ১৫ নভেম্বর (মঙ্গলবার) হওয়ার কথা থাকলেও অনিবার্যকারণ বশত সভাটি স্থগিত করা হয়েছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন শুরু আগামীকাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল বুধবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “GIB” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ১১১৫৩ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

পৃথিবীতে মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়ালো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পৃথিবীতে মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে। জনসংখ্যা বিবেচনায় পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে পৃথিবীর মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়ায়।

পরিসংখ্যা বিষয়ক ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, দুপুর ৩টার দিকে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ৮০০ কোটি ৮ হাজার জন। ১৬ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৯২৩ জনসংখ্যা নিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টমে। তালিকায় শীর্ষে আছে চীন। সেখানে মোট জনসংখ্যা ১৪৫ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৬০ জন।

চীনের পর যথাক্রমে রয়েছে ভারত (১৪১ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ১২০), যুক্তরাষ্ট্র (৩৩ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ৩৭১), ইন্দোনেশিয়া (২৮ কোটি ৫ লাখ ৩৭ হাজার ১৪৮), পাকিস্তান (২৩ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৪০০), নাইজেরিয়া (২১ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৭৬৭) ও ব্রাজিল (২১ কোটি ৬১ লাখ ৯১ হাজার ৭৭৪)। এ ছাড়াও, নবম ও দশম অবস্থঅনে রয়েছে রাশিয়া (১৪ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৪২৬) ও মেক্সিকো (১৩ কোটি ২২ লাখ ১৬ হাজার ৯৭৪)।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৩ লাখ টাকার।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ৩৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  নাভানা ফার্মার ৩০ কোটি ৫২ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ২৪ কোটি ১৫ লাখ, কেডিএস এক্সেসরিজের ১৬ কোটি ৩৩ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১৪ কোটি ৫৭ লাখ , সাপোর্টের ১৪ কোটি ৮ লাখ, সী পার্লস রিসোর্টের ১৩ কোটি ৮৬ লাখ ও ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

রহিমা ফুডের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২৩ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় নারায়নগঞ্জে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি