সোমবার বিদ্যুতের নতুন দাম ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীকাল সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে।

তবে গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না। আজ রবিবার এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)-এর বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে ১৩ অক্টোবর বিইআরসি আদেশ নম্বর- ২০২২/১৯ পুনর্বিবেচনা-সংক্রান্ত কমিশন আদেশ আগামী ২১ নভেম্বর সোমবার দুপুর ১২টায় কমিশন কর্তৃক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

অর্থনীতি মন্দায় টাকা জমানোর পরামর্শ জেফ বেজোসের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আমেরিকাসহ সারা বিশ্বেই অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল। অ্যামাজনের প্রতিষ্ঠাতা, ধনকুবের জেফ বেজোস মনে করছেন, দরজায় কড়া নাড়ছে আর্থিক মন্দা। তাই আমেরিকাবাসীর উদ্দেশে তার পরামর্শ, “আসন্ন ছুটির মৌসুমে টিভি, ফ্রিজ কিংবা দামি কোনও কিছু কেনার পরিকল্পনা করে থাকলে, আপাতত তা স্থগিত রাখুন। হাতে পয়সাকড়ি জমিয়ে রাখুন।”

আমেরিকার সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে বেজোসের দাবি, অর্থনীতি যে খাতে বইছে, তাতে সব কিছু ঠিক বলে মনে হচ্ছে না। অর্থনীতির ক্রমাবনতির উদাহরণ হিসাবে বেজোস সামনে রাখছেন, সাম্প্রতিক কালে বড় সংস্থাগুলো থেকে ব্যাপক হারে ছাঁটাইয়ের বিষয়টিকে।
বিপদের বিষয়টিকে মাথায় রেখেই সকলের জন্য বেজোসের পরামর্শ, হাতে কিছু পয়সা রাখুন। পরিস্থিতির দিকে নজর রাখুন। তারপর বড় কিছু কেনার কথা ভাববেন। বিপদের দিনে এই সঞ্চয় কাজে লেগে যাবে বলে দাবি তাঁর।

স্বভাবতই বেজোসের মতো সফল শিল্পপতির এই পরামর্শে চিন্তা পড়েছেন অনেকেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এমনিতেই অর্থনৈতিক মন্দা চলছে সারা বিশ্বে। জলবায়ু পরিবর্তন এই সঙ্কটকে আরও ঘনীভূত করেছে। তার আগে এসেছে কোভিডের একের পর এক তরঙ্গ। এই প্রসঙ্গে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন বেজোসও। জানিয়েছেন, তার মোট সম্পদের অর্ধেক তিনি প্রান্তিক মানুষদের জন্য দান করবেন। সূত্র: সিএনএন

স্টকমার্কেটবিডি.কম////

ঘটনার জন্য মূল দায়ী বাংলাদেশ ব্যাংক : পিপলসের আমানতকারীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকা পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) কোম্পানির আমানতকারীর মধ্যে অনেকে জমা টাকা ফেরত না পাওয়ায় চিকিৎসা করাতে পারছেন না। অনেকে অর্থকষ্টে ভুগে ইতিমধ্যে মারাও গেছেন। এ অবস্থায় আমানতকারীরা জানতে চেয়েছেন, আমানতের টাকা ফেরত পেতে আর কত অপেক্ষা করতে হবে।

গতকাল শনিবার রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে আর্থিক প্রতিষ্ঠানটির আমানতকারীরা এসব কথা বলেন। একই সঙ্গে দ্রুত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান তাঁরা।

আমানতকারীরা বলেন, বাংলাদেশ ব্যাংক পিপলস লিজিংকে সঠিকভাবে নজরদারি ও তদারক না করায় প্রশান্ত কুমার হালদারসহ লুটপাটকারীরা তাঁদের অর্থ আত্মসাৎ করেছেন। তাই এ ঘটনার জন্য মূল দায়ী বাংলাদেশ ব্যাংক।

সংবাদ সম্মেলনে আদালতের পক্ষ থেকে নিযুক্ত পিপলস লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান হাসান শাহেদ ফেরদৌস বলেন, পিপলস লিজিং যে ঋণ দিয়েছিল, তা থেকে ইতিমধ্যে ৯০ কোটি টাকা আদায় হয়েছে। আগামী বছরের মধ্যে প্রায় ৩০০ কোটি টাকা আদায় হতে পারে। এর মাধ্যমে অন্তত এক হাজার গ্রাহকের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিপলস লিজিংয়ের আমানতকারীদের কাউন্সিলের প্রধান সমন্বয়কারী মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রানা ঘোষ, সমন্বয়ক সামিয়া বিনতে মাহবুব প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম////

‘আগামী বছর ভারত থেকে জ্বালানি তেল আমদানি করা হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায়। আশা করছি, আগামী বছর তা শুরু করা যাবে। ’

আজ রবিবার (২০ নভেম্বর) গণভবনে আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) প্রকল্পের লক্ষ্য ভারত থেকে বাংলাদেশে তেলপণ্য রপ্তানি করা। শেখ হাসিনা আরো বলেন, করোনাকালে বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের সীমান্তলাইনের বিভিন্ন অংশে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্ডার হাটগুলো আবার চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম////

সমতা লেদার কমপ্লেক্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডর বাৎসরিক বোর্ড সভা আগামী ২৪ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর হাজারিবাগে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় সী পার্লস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সী পার্লস রিসোর্ট লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫ লাখ টাকার।

নাভানা ফার্মা লিমিটেড ১৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৩৭ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ১৪ কোটি ৯৯ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ১৪ কোটি ৫৬ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১৪ কোটি ১৩ লাখ, সাপোর্টের ১২ কোটি ৪২ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ২২ লাখ ও আমরা টেকনোলজিসের ৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ওরিয়ন ফার্মা
  2. সী পার্লস রিসোর্ট
  3. নাভানা ফার্মা
  4. পদ্মা লাইফ ইন্স্যুরেন্স
  5. ইষ্টার্ণ হাউজিং
  6. বসুন্ধরা পেপার মিলস
  7. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  8. সাপোর্ট
  9. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  10. আমরা টেকনোলজিস লিমিটেড।

ডিএসইতে ৪২২ ও সিএসইতে ৯ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৮০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৮৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৫২ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৮টির, আর দর অপরিবর্তিত আছে ২২০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, সী পার্লস রিসোর্ট, নাভানা ফার্মা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, সাপোর্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও আমরা টেকনোলজিস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৮.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৪৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৫৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ও সী পার্লস রিসোর্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

এমবি ফার্মার বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এমবি ফার্মা লিমিটেডর বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুন্নু এগ্রোর ঝণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু এগ্রো এন্ড মেশিনারিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং বিডি লিমিটেড। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ৩’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ওয়াসো।

স্টকমার্কেটবিডি.কম/বি