ই-ভ্যালির জালিয়াতি মামলার অভিযোগ শুনানি ২২ জানুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-ভ্যালির বিরুদ্ধে করা জালিয়াতির মামলার অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী বছরের ২২ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ রবিবার দুপুরে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা।

এদিন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত ছিল। আকাশের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।

এই মামলার আসামিরা হলেন ই-কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, তার স্ত্রী ও ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ওরফে আকাশ।

গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/////

এমারাল্ড অয়েলের পরিশোধিত মূলধন বাড়বে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড জাপানি প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশের বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

গতকাল অনুষ্ঠিত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্য অনুসারে, এমারাল্ড অয়েলের বোর্ডে আসা মিনোরি বাংলাদেশের বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।

এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে চলতি বছরের ২৭ ডিসেম্বর সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩০ টাকা ১০ পয়সা ও ৪৬ টাকা ৬০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

ভাইকে শেয়ার দিবেন জেনেক্সের পরিচালক

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের একজন পরিচালক তার ভাইকে শেয়ার হস্থান্তর করবেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

চৌধুরী ফজলে ইমাম নামে কোম্পানির এই পরিচালক ১৮ লাখ শেয়ার তার ভাই কোম্পানিটির শেয়ারহোল্ডার চৌধুরী ফজলে আলমকে উপহারস্বরূপ প্রদান করবেন। তার নিকট কোম্পানির মোট ১,৩৫,১৪,৪১৭ টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর শেষ হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় নাভানা ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নাভানা ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৮ লাখ টাকার।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  স্কয়ার ফার্মার ১৭ কোটি ৯৪ লাখ, আমরা নেটএয়াকর্সের ১৫ কোটি ৪ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১৩ কোটি ৫৫ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৯৯ লাখ, সী পালর্স রিসোর্টের ১০ কোটি ৭৫ লাখ, ওরিয়ন ফার্মার ৯ কোটি ৮৬ লাখ ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের ৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

দিনশেষে বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৩২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩২৩ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪১টির, আর দর অপরিবর্তিত আছে ২১৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মা, বসুন্ধরা পেপার মিলস, স্কয়ার ফার্মা, আমরা নেটএয়াকর্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সী পালর্স রিসোর্ট, ওরিয়ন ফার্মা ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৩.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ২২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিজিআইসি ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেনেক্স ইনফোসিস
  2. নাভানা ফার্মা
  3. বসুন্ধরা পেপার মিলস
  4. স্কয়ার ফার্মা
  5. আমরা নেটএয়াকর্স
  6. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  7. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  8. সী পালর্স রিসোর্ট
  9. ওরিয়ন ফার্মা
  10. ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ করার প্রস্তাব স্থগিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আপাতত ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ হচ্ছে না। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে দুই নদীর নামে বিভাগ করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এল সরকার।

আজ  রবিবার অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই দুটি বিভাগ অনুমোদনের প্রস্তাব আলোচ্যসূচিতে থাকলেও তা স্থগিত করা হয়েছে। সরকারের দুজন মন্ত্রী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিকারের সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে নতুন বিভাগ করার দুটি প্রস্তাব স্থগিত রাখা হয়েছে। এটা এখন অগ্রাধিকারমূলক বিষয় নয়। কারণ, এখন সারা পৃথিবীতে সংকট চলছে। এখন একেকটি বিভাগ করতে গেলে এক হাজার কোটি টাকার বেশি খরচ হবে। তাই এখন এটি স্থগিত রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব অনুষ্ঠিত আজকের নিকারের সভার আলোচ্যসূচিতে নতুন দুটি বিভাগ অনুমোদনের প্রস্তাব ওঠার কথা ছিল। প্রস্তাব অনুযায়ী বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ বিভাগ হওয়ার আলোচনা ছিল।

নতুন করে ‘পদ্মা’ নামে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো নিয়ে একটি এবং ‘মেঘনা’ নামে বৃহত্তর কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে আরেকটি নতুন বিভাগ হবে—এমন ঘোষণা আগেই দিয়েছেন সরকারের নীতিনির্ধারকেরা।

এখন নতুন বিভাগ করার জন্য আনুষ্ঠানিক যে প্রক্রিয়া, সেটি স্থগিত করা হলো। অর্থাৎ, আপাতত নতুন দুই বিভাগ হচ্ছে না।

স্টকমার্কেটবিডি.কম/

কর অব্যাহতি প্রথা বাতিল করা উচিত: পরিকল্পনামন্ত্রী 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বৃহত্তর স্বার্থে কর অব্যাহতি প্রথা বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘কর অব্যাহতি প্রথার কারণে দেশ বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তবে দেশে কেন কর অব্যাহতি প্রথা বাড়ছে, তা আমার কাছে সম্পূর্ণ অজানা। রাজস্ব আয় প্রত্যাশিত মাত্রায় না বাড়লে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। এ জন্য দেশের বৃহত্তর স্বার্থে কর অব্যাহতি প্রথা এখনই বাতিল করা উচিত।’

গতকাল শনিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়কর আইন নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন এম এ মান্নান। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) সেমিনারটির আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্নেহাশীষ বড়ুয়া।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, করদাতার সংখ্যা বাড়াতে হলে রাজস্ব বোর্ড ও করদাতাদের মধ্যে থাকা প্রাচীর ধ্বংস করতে হবে। পাশাপাশি সেকেলে কর আইন সংস্কার নিয়ে আলোচনা করতে হবে। এ ছাড়া অর্থনৈতিক সংকট মোকাবিলায় সংলাপের ওপর জোর দিয়ে তিনি বলেন, সংলাপের মাধ্যমে অর্থনৈতিক বাধাগুলো অতিক্রম করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপদেষ্টা এম এস সিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজুর রহমান খান, আইবিএফবির সভাপতি ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

জাতীয় গ্রিডে যুক্ত হলো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের জাতীয় গ্রিডে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) নতুন বিদ্যুৎকেন্দ্রের ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

গতকাল শনিবার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।

চলতি বছরের জুনের শেষের দিকে এপিএসসিএল নতুন চারশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ইস্ট) থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

স্টকমার্কেটবিডি.কম/

এসোসিয়েটেড অক্সিজেনের ১ম প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪৯ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৮৫ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ১৮.৫৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/