স্টকমার্কেটবিডি ডেস্ক :
সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩৮ লাখ টাকার।
মুন্নু সিরামিকস লিমিটেড ৪৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মার ৩৬ কোটি ৫৪ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৩৫ কোটি ৯ লাখ, জেনেক্স ইনফোসিসের ৩২ কোটি ২২ লাখ, সী পার্লসের ২৮ কোটি ১৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৪ কোটি ২৯ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৪৮ লাখ ও এডিএন টেলিকমের ১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস