সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩৮ লাখ টাকার।

মুন্নু সিরামিকস লিমিটেড ৪৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ওরিয়ন ফার্মার ৩৬ কোটি ৫৪ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৩৫ কোটি ৯ লাখ, জেনেক্স ইনফোসিসের ৩২ কোটি ২২ লাখ, সী পার্লসের ২৮ কোটি ১৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৪ কোটি ২৯ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৪৮ লাখ ও এডিএন টেলিকমের ১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহের ব্যবধানে লেনদেন কমলেও সূচকের উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে। এই সপ্তাহে সেখানে লেনদেন কমলেও সূচকেরও উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭২ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮১ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৬.২২ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ২৬৮ কোটি ৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ২৪ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২২.২৭ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৯৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৯টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ৬০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৬০ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১২৪ কোটি টাকা বা ০.০২ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///

মেট্রোরেলে ১ম দিন আয় ২৭৪৮৭২ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রোরেল চালু হওয়ার প্রথম দিন তিন হাজার ৮৫৭ যাত্রী ভ্রমণের সুযোগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থে‌কে বেলা ১২টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটে টি‌কিট কে‌টে যাতায়াত করেন তারা।

এ থেকে মেট্রোরেলের আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা। মোট যাত্রীর মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন।

তারা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা। এ ছাড়া ৯৯ জন্য এমআরটি পাস ব্যবহার করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

এতে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। এই কার্ড থেকে ৯৯ যাত্রীর ভাড়া কাটা হয়েছে। আর দুজন যাত্রী র‍্যাপিড কার্ড ব্যবহার করেছেন। সেখান থেকে ১২০ টাকা ভাড়া পাওয়া গেছে।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও থেকে ২৫টি ও উত্তরা থেকে ২৫টি করে মোট ৫০টি ট্রিপ দেয় মেট্রো রেল।

শুরুর দিন অনেকেই বিদ্যুৎচালিত এই ট্রেনে যাতায়াতের চেষ্টা করলেও পারেননি। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হয়েছে তাদের।

স্টকমার্কেটবিডি.কম////

সিলভা ফার্মার আইপিও’র অর্থ ব্যবহারে আরো সময় চায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন শিল্প খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের সময় চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিওর অর্থ ব্যবহারের সময় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে।

২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডররা এই অনুমতি দেয়।

সূত্র জানায়, বৈশ্বিক করোনা পরিস্থিতি এবং চলমান রাশিয়া- ইউক্রেন সংকটে কোম্পানিটি যন্ত্রপাতি সময়মত আমদানি করতে পারেনি। এ কারেণে কোম্পানিটি আইপিওর অর্থ ব্যবহারের সময় বাড়ানো হয়েছে।

২০১৮ সালের ১১ জুন কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করার কথা ছিল।

৩০ জুন ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছিল ১ টাকা ৩ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৬ টাকা ৪৮ পয়সা দেখানো হয়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে ইম্পেরিয়াল ক্যাপিটাল, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এফএএম ডিজি বেঙ্গল টাইগার ফান্ডের অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফ ফান্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

আজ বৃহস্পতিবার ( ২৮ জুন) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৮৪৯তম কমিশন সভায় এই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

কমিশন সূত্রে জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা।

এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা হিসাবে ফ্রন্টিয়ার এসেস্ট ম্যানেজমেন্ট লিমিটেড ও ডন গ্লােবাল লিমিটেড রয়েছে।

আর ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে ফ্রন্টিয়ার এসেস্ট ম্যানেজমেন্ট লিমিটেড লিমিটেড ও ট্রাস্টি হিসাবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম//

এলবি মাল্টি এসেস্ট ইনকাম ফান্ডের অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এলবি মাল্টি এসেস্ট ইনকাম ইটিএফ ফান্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

আজ বৃহস্পতিবার ( ২৮ জুন) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৮৪৯তম কমিশন সভায় এই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

কমিশন সূত্রে জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা।

এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা হিসাবে লংকা বাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড রয়েছে। আর ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে লংকা বাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড ও ট্রাস্টি হিসাবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম//

পেছাতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে আসার কথা ছিল আগামী বছরের ডিসেম্বরে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পেতে ২০২৪ সালের মাঝামাঝি বা ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে।

আজ বৃহস্পতিবার প্রতিমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘সার্বিকভাবে কাজের অগ্রগতি খুবই সন্তোষজনক। করোনাকালীন সময়ে ২ বছরের মতো কাজে ব্যাঘাত ঘটেছে, তবে সেটা পুষিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আমেরিকার অবরোধের মুখে কাজের ব্যাঘাত ঘটবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কোনো ব্যাঘাত ঘটবে না।’

এই বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ২০০ মেগাওয়াটের প্রথম ইউনিটের কাজ ৮৭ শতাংশ শেষ হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই ইউনিটের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরে।

স্টকমার্কেটবিডি.কম////

২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে সয়াবিন তেলের চাহিদা মেটাতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুই কোটি নয় লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৯তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ওমানের জাদ আল রহীল ইন্টারন্যাশনাল থেকে কেনা হবে ১ কোটি ১০ লাখ লিটার তেল। এ সরকারকে ব্যয় করতে হবে ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা। প্রতি লিটারের জন্য খরচ পড়বে ১৫২ টাকা ৮৫ পয়সা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই তেল কেনা হবে।

এছাড়া দেশীয় প্রতিষ্ঠান সেনা এডিবল ওয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৪৪ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের জন্য সরকারের ব্যয় হবে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট খরচ হবে ৮১ কোটি ১৮ লাখ টাকা।

দেশীয় আরেক প্রতিষ্ঠান শাং শিন এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার ১৮৪ টাকা ৫০ টাকা দরে এতে সরকারের ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

দেশীয় এই দুই প্রতিষ্ঠানের কাছ থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতেই তেল কেনা হবে। এর আগে সরকার দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮৫ টাকা দরে সয়াবিন কিনেছিল। সেই হিসাবে আগের চেয়ে লিটারপ্রতি ৫০ পয়সা কম খরচ হবে এবার।

সয়াবিন কেনার প্রক্রিয়া বাস্তবায়ন হবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক।

স্টকমার্কেটবিডি.কম////

ড্রাগন সোয়েটার লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেড লভ্যাংশ ১০ শতাংশের কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানটি সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি