চেক ডিজঅনার মামলা নিয়ে হাইকোর্টের রায় আপিলে স্থগিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণ আদায়ের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না- এই মর্মে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৩ নভেম্বর হাইকোর্ট এক রায়ে ঘোষণা দেয়, এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না। এতে আরও বলা হয়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য শুধু ২০০৩ সালের অর্থঋণ আইনের বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে।

বর্তমানে আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধ থাকবে।
ঋণ আদায়ের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে বেসরকারি ব্র্যাক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে এ রায় দেন হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ। ওইদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি হাইকোর্টের রায়ের আলোকে নির্দেশনা জারি করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দেন আদালত। এছাড়াও সব প্রকার ঋণের বিপরীতে ইন্স্যুরেন্স কাভারেজ দিতে কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

এপেক্স ফুটওয়্যারের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কােম্পানিটির উদ্যোক্তা পরিচালক সৈয়দ মন্জুর এলাহী ৩৮ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

তিনি এই ঘোষণার ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এন

লেনদেনের শীর্ষে বসুন্ধরা পেপার; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৮৭ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিস লিমিটেড ১৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ই-জেনারেশনের ১৮ কোটি ৫৫ লাখ, আমরা নেটওয়ার্কসের ১৬ কোটি ৩৩ লাখ, এ্যাডভেন্ট ফার্মার ১৬ কোটি ১১ লাখ, বাংলাদেশ শিপিং করপােরেশনের ১৫ কোটি ৯৯ লাখ , ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৫৪ লাখ, নাভানা ফার্মার লিমিটেডের ১৪ কোটি ৫ লাখ ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের ১১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বসুন্ধরা পেপার মিলস
  2. ওরিয়ন ফার্মা
  3. জেনেক্স ইনফোসিস
  4. ই-জেনারেশন
  5. আমরা নেটওয়ার্কস
  6. এ্যাডভেন্ট ফার্মা
  7. বাংলাদেশ শিপিং করপােরেশন
  8. ওরিয়ন ইনফিউশন
  9. নাভানা ফার্মা
  10. ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

শেষ কার্যদিবস বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৯ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩টির, আর দর অপরিবর্তিত আছে ২৩৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, ই-জেনারেশন, আমরা নেটটওয়ার্কস, এ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ শিপিং করপােরেশন, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪১৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেঙ্গল উইন্ডসর ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের ট্রাষ্ট্রি সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন জিরো কূপন বন্ডের ট্রাষ্ট্রি আগামী ১২ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তটায় রাজধানীর পল্টনে নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী চলতি বছরের ৬ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এ বোর্ড সভায় ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ফান্ডটি।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে এই ফান্ডটি ইউনিট হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/////

জুট স্পিনার্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্র জানা গেছে, গত ২৭ নভেম্বর শেয়ারের দর ছিল ১৯৭ টাকা এবং গতকাল ৩০ নভেম্বর এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ টাকার বেশি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে জুট স্পিনার্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিদ্যুতের দামের বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামের বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীতে ডিপিডিসি’র আওতাভুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এ কথা জানান ।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫-৬ বছরে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বড় অংশ আন্ডারগ্রাউন্ড হবে। তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ বাড়াতে ব্রুনাই, কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।

এর আগে গত ২১ নভেম্বর এক অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, জেনারেশন পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

নসরুল হামিদ আরও বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব গ্রাহক পর্যায়ে কতটা পড়বে তা যাচাই-বাছাই করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে।

এছাড়া ওইদিন বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণাও দেয় বিইআরসি। সংস্থাটি জানায়, বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ১৯.৯২ শতাংশ বাড়ানো হয়েছে। ইউনিটপ্রতি বিদ্যুতের গড় দাম ছিল ৫ টাকা ১৭ পয়সা, যা বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। ডিসেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে। তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল থাকবে বলে জানায় বিইআরসি।

এর আগে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের ওপর গত ১৮ মে গণশুনানি হয়। তাতে বিভিন্ন পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে ১৩ অক্টোবর কমিশন বিদ্যুতের দাম না বাড়িয়ে আগের পর্যায়েই বহাল রাখে।

স্টকমার্কেটবিডি.কম/////

রিজার্ভ আরো কমে নেমেছে ৩৩.৮৬ বিলিয়ন ডলারে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমেছে। বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৭১ মিলিয়ন ডলার বিক্রি করায় রিজার্ভ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমদানি বিল পরিশোধ করতে ব্যাংকগুলোকে এই ডলার দেওয়া হয়েছে। বিক্রির আগে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার।

চলতি বছরের জুলাইয়ের পর থেকে বাজারে ডলারের ঘাটতি মোকাবিলা করতে কেন্দ্রীয় ব্যাংক ৬ বিলিয়ন ডলার বিক্রি করেছে ব্যাংকগুলোর কাছে।

রপ্তানি আয় ও রেমিট্যান্সের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় দেশের বাজারে এ ঘাটতি তৈরি হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/////