পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৭৮ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামী ২৬ ডিসেম্বর থেকে ৭৮ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, ৩য় দফায় গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, ৪র্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, ৫ম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ৭ম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ৮ম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ৯ম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট এবং ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর, ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর আর ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর আর ২৫ দফার ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর হতে ১২ নভেম্বর, ২৭ দফায় ১৪ নভেম্বর হতে ২৬ নভেম্বর, ২৮ দফায় ২৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর, ২৯ দফায় ১১ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর, ৩০ দফায় ২৭ ডিসেম্বর হতে ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি, ৩২ দফায় ২৮ জানুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি, ৩৩ দফায় ১১ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি ও ৩৪ দফায় ২৬ ফেব্রুয়ারি ১২ মার্চ, ৩৫ দফায় ১৩ মার্চ হতে ২৫ মার্চ, ৩৬ দফায় ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল ও ৩৭ দফায় ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল, ৩৮ দফায় ২৮ এপ্রিল থেকে ১১ মে, ৩৯ দফায় ১২ মে থেকে ২৭ মে, ৪০ দফায় ২৮ মে থেকে ১০ জুন, ৪১ দফায় ১১ জুন থেকে ২৫ জুন, ৪২ দফায় ২৭ জুন ১১ জুলাই, ৪৩ দফায় ১২ জুলাই থেকে ২৬ জুলাই, ৪৪ দফায় ২৭ জুলাই থেকে ১০ আগষ্ট, ৪৫ দফায় ১১ আগষ্ট থেকে ২৫ আগষ্ট, ৪৬ দফায় আগামী ২৬ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর, ৪৭ দফায় আগামী ১০ সেপ্টেম্বর ২৫ সেপ্টেম্বর, ৪৮ দফায় ২৬ সেপ্টমে্বর হতে ৯ অক্টোবর, ৪৯ দফায় ১০ অক্টোবর হতে ২২ অক্টোবর, ৫০ দফায় ২৩ অক্টোবর হতে ৭ নভেম্বর, ৫১ দফায় ৮ নভেম্বর হতে ২৩ নভেম্বর, ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর, ৫৪ দফায় ২৪ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি, ৫৫ দফায় ৮ জানুয়ারি হতে ২২ জানুয়ারি, ৫৬ দফায় ২৩ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি, ৫৭ দফায় ৭ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি, ৫৮ দফায় ২২ ফেব্রুয়ারি ৮ মার্চ, ৫৯ দফায় ৯ মার্চ থেকে ২৩ মার্চ, ৬০ দফায় ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল, ৬১ দফায় ৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল, ৬২ দফায় ২৩ এপ্রিল থেকে ৭ মে, ৬৩ দফায় ৮ মে থেকে ২২ মে, ৬৪ দফায় ২৩ মে থেকে ৬ জুন, ৬৫ দফায় ৭ জুন থেকে ২১ জুন, ৬৬ দফায় ২২ জুন থেকে ৬ জুলাই , ৬৭ দফায় ৭ জুলাই থেকে ২১ জুলাই, ৬৮ দফায় ২৪ জুলাই থেকে ৭ আগস্ট, ৬৯ দফায় ৮ আগস্ট থেকে ২২ আগষ্ট আর ৭০ দফায় ২৩ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর, ৭১ দফায় ৭ সেপ্টেম্বর ২১ সেপ্টেম্বর, ৭২ দফায় ২২ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর,৭৩ দফায় ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, ৭৪ দফায় ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর, ৭৫ দফায় ৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর, ৭৭ দফায় ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ও ৭৮ দফায় আগামী ২৬ ডিসেম্বর থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/বি

ভিসা জটিলতা দূর করতে ভারতের প্রতি আহ্বান খাদ্যমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। কারণ তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বার্থহীনভাবে সহযোগিতা করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের এই অকৃত্রিম বন্ধুত্ব অটুট থাকবে। এ সময় তিনি ভিসা সংক্রান্ত জটিলতা দূর করে দুদেশের জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সংস্কৃতির বিনিময় ও বাণিজ্য ভারসাম্য আনার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর একটি হোটেলে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, তাদের প্রেতাত্মা স্বাধীনতা বিরোধীরা এখনো চক্রান্ত করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র চলছে। হয়তো বা চলতেই থাকবে। আমাদের সজাগ থেকে এদেরকে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আমাদের এখনো মনে আছে, ভারত সরকারের নির্দেশে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার কীভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল। এটি অকল্পনীয় ও অতুলনীয় ছিল।

মহান মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের পরপরই বঙ্গবন্ধু ভারতের সেনা সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নিতে বলেছিলেন। অথচ যৌথ বাহিনীর সমন্বয়ে যে দেশ স্বাধীন হয়, এতো সহজে তারা সেনা তুলে নিয়ে যায় না। কিন্তু ভারত সরকার বঙ্গবন্ধুর আহ্বানে সেনা প্রত্যাহার করেছিল।

স্টকমার্কেটবিডি.কম////

আগামী বছরই ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বছরই বাংলাদেশে দূতাবাস স্থাপনের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ভোরে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস জানায়, আর্জেন্টিনারসমবর্তী দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে বৃহস্পতিবার ভোরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের চিঠি পৌঁছেছে। উল্লেখ্য ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস আর্জেন্টিনায় বাংলাদেশের স্বার্থ দেখভাল করে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট ওই চিঠিটি পঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

ফিফা বিশ্বকাপ-২০২২ এর শিরোপা জয়ে আর্জেন্টিনার রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তার জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস জানায়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক বন্ধনের ৫০ বছর পূর্তিতে ঢাকাতে দূতাবাস স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৩ সালেই ঢাকাতে আর্জেন্টাইন দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ অভিমত প্রকাশ করেন।

স্টকমার্কেটবিডি.কম////

স্টক ডিলার ও ব্রোকারের অনুমোদন পেল এমকেএম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এমকেএম সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলারে অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এমকেএম সিকিউরিটিজ লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৭১।

গত ২৮ জুন এই কোম্পানিটিকে এই স্টক ব্রোকারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

এমকেএম সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি MKM.

স্টকমার্কেটবিডি.কম/বি

মুন্নু সিরামিকসের ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় এই পরিচালকের হাতে কোম্পানিটির মোট ১ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৭৭ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিকস; ২য় সী পার্লস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সী পার্লস রিসোর্ট লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকার।

মুন্নু এগ্রো লিমিটেড ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  বসুন্ধরা পেপার মিলসের ৬ কোটি ৬২ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৬কোটি, জেনেক্স ইনফোসিসের ৪ কোটি ৫৩ লাখ, এডিএন টেলিকমের ৪ কোটি ৫১ লাখ, ওরিয়ন ফার্মার ৪ কোটি ৪২ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৬ লাখ ও বাংলাদেশ শিপিং করপােরেশন লিমিটেডের ৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. মুন্নু সিরামিকস
  2. সী পার্লস রিসোর্ট
  3. মুন্নু এগ্রো
  4. বসুন্ধরা পেপার মিলস
  5. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  6. জেনেক্স ইনফোসিস
  7. এডিএন টেলিকম
  8. ওরিয়ন ফার্মা
  9. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  10. বাংলাদেশ শিপিং করপােরেশন লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২০২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২২৭ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০১টির, আর দর অপরিবর্তিত আছে ১৫৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, সী পার্লস রিসোর্ট, মুন্নু এগ্রো, বসুন্ধরা পেপার মিলস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও বাংলাদেশ শিপিং করপােরেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ২৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ ছাড়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) গ্রাহকদের ঋণ পরিশোধে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের বিপরীতে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে যে কিস্তি পরিশোধের কথা ছিল, ডিসেম্বরের মধ্যে তার অন্তত অর্ধেক পরিশোধ করা হলে, গ্রাহককে খেলাপি ঘোষণা করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিভিন্ন কারণে সম্প্রতি ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি ঋণগ্রহীতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নগদ প্রবাহ কমে গেছে। এ অবস্থায় ঋণের কিস্তি পরিশোধের সময়সূচি অনেকক্ষেত্রে মেনে চলা যাচ্ছে না।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকের ঋণ পরিশোধ সহজ করতে এবং ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব কমাতে কেন্দ্রীয় এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে সব মেয়াদি ঋণ, লিজ বা বিনিয়োগ হিসাব চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অশ্রেণিকৃত অবস্থায় ছিল, সে সব ঋণ হিসাবের ক্ষেত্রে অক্টোবর-ডিসেম্বরের মধ্যে পরিশোধযোগ্য কিস্তির অন্তত অর্ধেক ডিসেম্বরের শেষ দিনের মধ্যে পরিশোধ করা, গ্রহীতার হিসাবকে নতুন করে শ্রেণিকরণ করা যাবে না।

অপরিশোধিত কিস্তির বাকি অংশ ঋণের পূর্বনির্ধারিত মেয়াদ শেষ হওয়ার ১ বছরের মধ্যে সমকিস্তিতে শোধ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

৯ মাসে ১৭৫৬ কোটি ডলারের পোশাক নিয়েছে ইইউ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে ‘ইউরোস্ট্যাট’। ইউরোপীয় এই পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর অর্থাৎ ৯ মাসে বাংলাদেশ থেকে ১৭৫৬ কোটি ডলারের পোশাক নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের একই সময়ের তুলনায় উল্লেখিত সময়কালে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৪৩.২১% বেড়ে ১৭.৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যেখানে বিশ্ব থেকে তাদের আমদানি ২৭.৮৭% বৃদ্ধি পেয়েছে।

আগের মতোই বাংলাদেশ ২২.৫৬% শেয়ার নিয়ে ইউরোপে পোশাক আমদানিতে দ্বিতীয় বৃহত্তম উৎস এবং চীন ২৯.০৪% শেয়ার নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। ইইউ ২০২২ সালের প্রথম ৯ মাসে চীন থেকে ২২.৫৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যেখানে বছরওয়ারী প্রবৃদ্ধি ছিল ২৫.১৯%।

তৃতীয় বৃহত্তম পোশাক আমদানির উৎস তুরস্ক থেকে ইইউ’র আমদানি ৯.১৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৪.৮৬%। অন্যদিকে, ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বেড়েছে ১৫.৮৫%।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দশ পোশাক সরবরাহকারীর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। পরিসংখ্যান অনুযায়ী, ওই ৯ মাসে প্রবৃদ্ধিসহ অন্যান্য দেশগুলো হল কম্বোডিয়া ৪১.০৮%, ইন্দোনেশিয়া ৩৩.৪৬% ও পাকিস্তান ৩০.৭৬%।

স্টকমার্কেটবিডি.কম/