রবিবার শেয়ারবাজার বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে আগামীকাল রবিবার দেশের উভয় শেয়ারবাজার বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, আগামীকাল ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সারা দেশে সরকারি ছুটি রয়েছে।

এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ৩ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। পরেরদিন সোমবার থেকে যথারীতি শেয়ারবাজারে লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

আংশিক আদায়েও দেখানো যাবে পুরো ঋণের সুদ আয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলতি বছরও ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একজন ঋণগ্রহীতা যে পরিমাণ কিস্তি পরিশোধ করার কথা, তার আংশিক দিয়েও নিয়মিত থাকার সুযোগ পাচ্ছেন। এখন ব্যাংকগুলোকে এ রকম সুবিধা পাওয়া পুরো ঋণের বিপরীতে সুদ আয় খাতে স্থানান্তরের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক। অবশ্য সুবিধা পাওয়া সিএমএসএমই ঋণের বিপরীতে ১ শতাংশ এবং অন্য ক্ষেত্রে ২ শতাংশ সাধারণ সঞ্চিতি বা জেনারেল প্রভিশন হিসেবে আলাদা রাখতে হবে।

গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

করোনার কারণে ২০২০ সালে ১ টাকা পরিশোধ না করেও ঋণ নিয়মিত রাখার সুযোগ ছিল। আর ২০২১ সালে যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা, তার ১৫ শতাংশ দিলে আর খেলাপি হয়নি। চলতি বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এ-সংক্রান্ত সুবিধা দেওয়া হয়েছে।

এবারের নির্দেশনায় বলা হয়েছে, বৃহৎ শিল্পের মেয়াদি ঋণে প্রদেয় কিস্তির ৫০ শতাংশ জুনে, সেপ্টেম্বরে ৬০ এবং ডিসেম্বরে ৫০ শতাংশ পরিশোধ করলে আর খেলাপি হবে না। সিএমএসএমই ও কৃষি খাতে জুন প্রান্তিকে প্রদেয় কিস্তির ২৫ শতাংশ, সেপ্টেম্বরে ৩০ এবং ডিসেম্বরে ৪০ শতাংশ পরিশোধ করলে নিয়মিত থাকবে।

গতকালের সার্কুলারে বলা হয়েছে, সুবিধা পাওয়া ঋণের সম্ভাব্য আদায় ঝুঁকি বিশ্নেষণ করে ২০২২ সালে আরোপিত সুদ বিদ্যমান বিধান অনুযায়ী আয় খাতে স্থানান্তর করা যাবে। তবে ২০১৯ সালে ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে বিশেষ সুবিধায় পুনঃতপশিল এবং ২০১৫ সালে পুনর্গঠন করা ঋণের বিপরীতে আরোপিত সুদ নগদ আদায় ছাড়া আয় দেখানো যাবে না। আর সুবিধা পাওয়া ঋণে অতিরিক্ত ২ শতাংশ জেনারেল প্রভিশন রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৬২ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৪৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৪.৩৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৯ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক হতে পারবেন না সচিবরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের কোনো সচিব বা তার সমমর্যাদার কোনো কর্মকর্তা এখন থেকে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক হতে পারবেন না। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে পরিচালক নিয়োগের যে নীতিমালা করেছে, সেখানে সরকারের সচিব ও সমমর্যাদার কাউকে নিয়োগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বৃহস্পতিবার এ নীতিমালা প্রকাশ করেছে।

নীতিমালায় বলা হয়েছে, ‘আপাতত বলবৎ কোনো আইন/অধ্যাদেশ/আদেশ/বিধিতে ভিন্নরূপে নির্দিষ্টকৃত না থাকলে কর্মরত কোনো সচিব বা সমগ্রেডভুক্ত কোনো কর্মকর্তা চেয়ারম্যান বা পরিচালক পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।’ তবে বর্তমানে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকলেও সরকারের কর্মরত কোনো সচিব রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক নেই।

তবে বর্তমানে যাঁরা রাষ্ট্রমালিকানাধীন বিভিন্ন ব্যাংকে চেয়ারম্যান, পরিচালক নিযুক্ত রয়েছেন, তাঁদের বিষয়েও নির্দেশনা রয়েছে নতুন এ নীতিমালায়। নীতিমালায় বলা হয়েছে, বিদ্যমান চেয়ারম্যান/পরিচালকেরা তাঁদের অবশিষ্ট মেয়াদে এমনভাবে দায়িত্ব পালন করবেন, যেন তাঁরা এ নীতিমালার আওতায় নিযুক্ত হয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের নতুন এ নীতিমালায় বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নীতি-নির্দেশনা প্রণয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম সুচারুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের ক্ষেত্রে এ নীতিমালা করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। আর পরিচালক নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

ইআরএফের নতুন সভাপতি রেফায়েত, সম্পাদক কাশেম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর জ্যেষ্ঠ প্রতিবেদক রেফায়েত উল্লাহ। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। তাঁরা বিদায়ী সভাপতি শারমিন রিনভী ও এস এম রাশিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শওকত মাহমুদ ফল ঘোষণা করেন।

নির্বাচনে ইআরএফের ২২৯ ভোটারের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন। যথাযথভাবে দিতে না পারায় একটি ভোট বাতিল হয়েছে। রেফায়েত উল্লাহ ৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য বিজনেস ইনসাইডারের সম্পাদক সাজ্জাদুর রহমান পেয়েছেন ৫১ ভোট।

১০৪ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির বাণিজ্য সম্পাদক সালাউদ্দিন বাবলু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনীতি কুমার বিশ্বাস পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ১১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নয়াদিগন্ত–এর সাংবাদিক আশরাফুল ইসলাম পেয়েছেন ৫৮ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি অবজারভার–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান (১৪২ ভোট) ও অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠ–এর নিজস্ব প্রতিবেদক রহিম শেখ (১১১ ভোট) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া চার সদস্য পদে ইআরএফের জ্যেষ্ঠ সদস্য বদিউল আলম, দ্য বিজনেস পোস্ট–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মাদ সাইফুল ইসলাম ও শেয়ারবাজার নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহ আলম নুর নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার। তিনি পেয়েছেন ১৫৭ ভোট।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। নির্বাচন অনুষ্ঠানের আগে ২০২০-২২ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন সদস্য করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠে। সিদ্ধান্ত হয়, নতুন কমিটি এসে তা পর্যালোচনা করবে।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিকস; ২য় ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৩৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৮৪ কোটি ৬৫ লাখ টাকার।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  বসুন্ধরা পেপার মিলসের ৫৩ কোটি ৯ লাখ, জেনেক্স ইনফোসিসের ৪৯ কোটি ৮৫ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৪০ কোটি ৭৫ লাখ, ওরিয়ন ফার্মার ৩৯ কোটি ৬৯ লাখ, এ্যাডভেন্ট ফার্মার ৩৭ কোটি ৬৩ লাখ, এপেক্স ফুডসের ৩২ কোটি ৯৭ লাখ ও জেমিনী সী ফুডসের ৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসই’র মূলধন কমেছে ২৬০০ কোটি কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২৬০০ কোটি টাকা কমেছে। এই সপ্তাহে সেখানে লেনদেন ও সূচকেরও পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮১ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৫৫ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩১.৫৪ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৩৩৬ কোটি ২৪ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৯১ কোটি ১২ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৩১.৫৪ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৩.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৯৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৬.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৫৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৫টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৯টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭২৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৬০ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২৬০০ কোটি টাকা বা ০.১৩ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///