ডিএসই’র ৬১তম এজিএম অনুষ্ঠিত

ডিএসই’র ৬১তম বার্ষিক সাধারণ সভা মাল্টিপারপাস হল, ডিএসই টাওয়ার নিকুজ্ঞ, ঢাকায় অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান৷ এ সময় অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন৷

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিঃ এর ৬১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ডিএসই টাওয়ার নিকুজ্ঞে মাল্টিপারপাস হলে এই এজিএমটি অনুষ্ঠিত হয়৷

ডিএসই’র মহাব্যস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস-এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান৷ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভার শুরুতেই ডিএসই’র সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান ও পরিচালক হাবিবুল্লাহ বাহারসহ ডিএসই’র শেয়ারহোল্ডার কোম্পানির প্রতিনিধি, কোম্পানির চেয়ারম্যান, সাবেক পরিচালক এবং শেয়ারহোল্ডার/ট্রেকহোল্ডার প্রতিনিধিবৃন্দের আপনজন যাঁরা ইন্তেকাল করেছেন তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ডিএসই’র ৬১তম বার্ষিক সাধারণ সভায় ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন৷ স্বাগত বক্তব্যে তিনি বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট এবং আর্থ-সামাজিক বিরূপ অবস্থার মধ্যে সকলের মানসিক ও শারীরিক সুস্থতা কামনা করে স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন৷ একই সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাত্রিতে পাষাণ ঘাতকের গুলিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের প্রাণ হারানো সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন৷

তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে শহীদ চার জাতীয় নেতাকে এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো অসংখ্য মা-বোনদের প্রতি যাদের আত্মদানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

তিনি আরও স্মরন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে সংশ্লিষ্ট সকল সাবেক প্রেসিডেন্ট/চেয়ারম্যান ও পরিচালকবৃন্দকে যাদের অবদানে ডিএসই আজ এই পর্যায়ে এসেছে। তিনি শ্রদ্ধার সাথে স্মরন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট ও সম্মানিত পরিচালক মরহুম মোঃ রকিবুর রহমানকে, শেয়ারবাজার উন্নয়নে যার অবদান অনস্বীকার্য। স্মরন করেন মরহুম হাবিবুল্লাহ বাহারকে, যিনি শেয়ারবাজার উন্নয়নে বর্তমান পরিচালনা পর্ষদের সাথে কাজ করেছেন। এছাড়াও স্মরন করেন শেয়ারহোল্ডার প্রতিনিধি, ডিএসই’র সাবেক কাউন্সিলরসহ শেয়ারহোল্ডারদের আপনজন যারা মৃত্যুবরণ করেন এবং তাদের বিদেহি আত্বার মাগফেরাত কামনা করেন।

স্টকমার্কেটবিডি/////

আপাতত জ্বালানি তেলের দাম কমানোর সম্ভাবনা নেই: বিপিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজেল বিক্রি করে বিপিসি এখনো প্রতি লিটারে ২-৩ টাকা লোকসান করছে বলে সংস্থাটির চেয়ারম্যান এ বি এম আজাদ জানিয়েছেন।

আজ মঙ্গলবার বিপিসিতে (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় এক প্রশ্নের জবাবে বিপিসি চেয়ারম্যান বলেন, ‘ডিজেল বিক্রি করে এখনো ২-৩ টাকা লস করছে বিপিসি। তবে পেট্রোল অকটেন বিক্রি করে লাভে আছে।’ এ কারণে জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোনো সম্ভাবনা নেই,’ যোগ করেন তিনি।

তিনি জানান, গত নভেম্বর মাসে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে মোট ৪৩ কোটি টাকা লোকসান করেছে। এর মধ্যে ডিজেল বিক্রিতে লোকসান হয়েছে ২৩৩ কোটি টাকা। ডিজেল ছাড়া অন্য তেল বিক্রি হয়ে লাভের অংশ এসেছে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/////

বুধবার বেলা ১১টায় মেট্রোরেলের উদ্বোধন: ওবায়দুল কাদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করবেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন কনকোর্স লেভেলে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, উত্তরা থেকে আগারওগাঁও পর্যন্ত আসতে সময় লাগবে ১০ মিনিট, ভাড়া পড়বে ৬০ টাকা।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/////

বাংলাদেশে তুরস্কের বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে তুরস্কের বৃহত্তর বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার তুরস্কের বিদায়ি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, আমি বাংলাদেশে বৃহত্তর পরিসরে আরো বিনিয়োগের আহ্বান জানাই।

প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য তুরস্ক সরকারের প্রতি অনুরোধ জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে তার দেশের ব্যবসায়ীরা আরো বেশি বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন।

তিনি বলেন, দুটি তুর্কি কম্পানি এ বছর অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তুরস্কের রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী পরবর্তী বাংলাদেশ-তুরস্ক জয়েন্ট ইকোনমিক গ্রুপের বৈঠক দ্রুত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যেখানে সহযোগিতা বাণিজ্য, ব্যবসা ও অন্যান্য বিষয়ে আলোচনা হবে। কমিশনের আগের বৈঠকটি ২০১৯ সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/////

ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ৮০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৯তম কমিশন সভায় এ বন্ড অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করবে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপােরেশ পিএলসি ।

এই বন্ডটিকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তভূক্ত করার নির্দেশ দেওয়া হযেছে।।

স্টকমার্কেটবিডি/////

স্যোসাল ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডকে ৬০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৯তম কমিশন সভায় এ বন্ড অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করবে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপােরেশ পিএলসি । এছাড়া লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।

এই বন্ডটিকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তভূক্ত করার নির্দেশ দেওয়া হযেছে।।

স্টকমার্কেটবিডি/////

পূবালী ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডকে ৭০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৯তম কমিশন সভায় এ বন্ড অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করবে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপােরেশ পিএলসি । এছাড়া লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।

এই বন্ডটিকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তভূক্ত করার নির্দেশ দেওয়া হযেছে।।

স্টকমার্কেটবিডি/////

লভ্যাংশ কমায় জিবিবি পাওয়ারের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী বুধবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানটি সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ পরিবর্তন: এজিএম কাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে। এই ঘোষিত লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ বোনাস লভ্যাংশটিকে বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে বলে জানায় কোম্পানি।

বিএসইসির নির্দেশনা মেনেই পূর্বের ঘোষিত ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ জুন ২০২২ সালের লভ্যাংশ ঘোষণা করে।

আগামীকাল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের নিকট হতে এই নতুন ঘোষিত লভ্যাংশটির অনুমোদন নিবে কোম্পানিটির।

এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছিল গত ৪ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম