স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি ভোক্তা পর্যায়ের খুচরা বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে।
আজ রবিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে গণশুনানিতে কমিশনের সদস্যদের সামনে এ প্রস্তাব তুলে ধরা হয়।
বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির প্রতি কিলোওয়াট ঘণ্টার গড় মূল্য ৭ টাকা ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ২৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
মূল্য বৃদ্ধির ফলে বিদ্যমান সরকারি ভর্তুকি অপরিবর্তিত থাকবে কি না, তাও কমিশনের বিবেচনাধীন রয়েছে।
কমিটি আরও প্রস্তাব করেছে যে কমিশন মেট্রোরেল কর্তৃপক্ষকে বিশেষ ভোক্তা হিসেবে বিবেচনা করে হ্রাসকৃত মূল্যে বিদ্যুৎ দেবে।
এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার জন্য ট্রান্সমিশন চার্জ ১২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।
স্টকমার্কেটবিডি.কম////