ভারতে ব্যান্ডউইথ রফতানি করা হচ্ছে : সংসদে মোস্তাফা জব্বার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতিবেশী দেশ ভারতে ব্যান্ডউইথ রফতানি করা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনে মঙ্গলবারের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরো জানান, প্রতিবেশী দেশ ভারতে ব্যান্ডউইথ রফতানি বিষয়টির সত্যতা রয়েছে। ভারতের সঙ্গে আইপি ট্রানজিট লিজ প্রদান সংক্রান্ত একটি চুক্তি ২০১৫ সালের ৬ জুন স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী দেশটির পূর্বাঞ্চলের প্রদেশগুলোর জন্য প্রাথমিক অবস্থায় ১০ জিবিপিএস ব্যান্ডউইথ বাংলাদেশ হতে লিজ দেওয়া হয়। বিএসসিসিএল বর্তমানে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বিএসএনএলকে ত্রিপুরায় ২০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি করছে।

স্টকমার্কেটবিডি.কম;;;

১১ শতাংশ কর্মী ছাঁটাই করবে দারাজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চীনের আলিবাবা গ্রুপের মালিকানাধীন ই–কমার্স কোম্পানি দারাজের ১১ শতাংশ কর্মী কমানো হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। দারাজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ার্ক মিকেলসন তাঁর কোম্পানির কর্মীদের কাছে লেখা এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন। দারাজের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে।

দারাজ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালে কার্যক্রম চালায়।

করাচি থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চিঠিতে মিকেলসন বলেছেন যে ‘বাজারের বর্তমান বাস্তবতা’ বিবেচনায় নিয়ে এ ব্যাপারে প্রস্তুত থাকতে কর্মীর সংখ্যা কমানো হবে। তিনি বাজারের বর্তমান অবস্থাকে সংকটপূর্ণ হিসেবে বর্ণনা করেন।

ইউক্রেন যুদ্ধ, সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়া, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, কর বৃদ্ধি এবং দারাজের বাজারগুলোতে সরকারি ভর্তুকি প্রত্যাহারের মতো বিষয়গুলোকে বাজার পরিস্থিতি খারাপ হওয়ার কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানে দারাজ সবচেয়ে বড় ই–কমার্স সাইট। সেখানে ২০১২ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। তবে আলিবাবা এটি কিনে নেয় ২০১৮ সালে। পাকিস্তানের এক লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের পণ্য দারাজের প্ল্যাটফর্মে বিক্রি করা হয়।

দারাজ ২০২১ সালে জানিয়েছিল যে তাদের ১০ হাজার কর্মী রয়েছেন, যাঁরা ৫০ কোটি গ্রাহকের জন্য কাজ করেন। গত দুই বছরে কোম্পানিটি পাকিস্তান ও বাংলাদেশে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

তবে বাংলাদেশে দারাজ কর্মীর সংখ্যা কমাবে কি না, সে ব্যাপারে কিছু বলা হয়নি।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মাকসুদা বেগম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাকসুদা বেগম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়ার আগে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক ছিলেন।

মঙ্গলবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাইদা খানম।

মাকসুদা বেগম ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এনসিবি মনিটরিং সেল, সিবিএসপি সেল, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মাকসুদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (ওইই) থেকে ডিগ্রি অর্জন করেন।

তিনি বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ-২ ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক।

স্টকমার্কেটবিডি.কম////

বৈদেশিক বাজেট সহায়তা কমছে : সংসদে অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত অর্থবছরের (২০২১-২২) তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক বাজেট সহায়তা কমছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, গত অর্থবছরে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সরকার ৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা পেয়েছে।

আর চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ দশমিক ২৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

২০২১-২২ অর্থ-বছরে তিন লাখ ১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় : সংসদে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনবিআর গত ২০২১-২২ অর্থ-বছরে আগের অর্থ-বছর থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে মঙ্গলবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৩৯ হাজার ৯৪৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৪ লাখ টাকার।

শাইন পুকুর সিরামিক্স ৩৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩৪ কোটি ৯ লাখ, ওরিয়ন ফার্মার ৩১ কোটি ৫৬ লাখ, পার্লস স্পা এন্ড রিসোর্টের ২৭ কোটি ৭১ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১৯ কোটি ৭৯ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ১৪ কোটি ৫৫ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৪ কোটি ২০ লাখ ও জেমিনী সী ফুডসের ১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিন শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৮৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৩৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ১৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৮০ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪১টির, আর দর অপরিবর্তিত আছে ১৬৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, শাইন পুকুর সিরামিক্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মা, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, আমরা নেটওয়ার্কস ও জেমিনী সী ফুডস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৪০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শাইন পুকুর সিরামিক্স ও সী পার্লস স্পা এন্ড রিসোর্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেনেক্স ইনফোসিস
  2. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  3. শাইন পুকুর সিরামিক্স
  4. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  5. ওরিয়ন ফার্মা
  6. সী পার্লস স্পা এন্ড রিসোর্ট
  7. ইস্টার্ন হাউজিং
  8. বসুন্ধরা পেপার মিলস
  9. আমরা নেটওয়ার্কস
  10. জেমিনী সী ফুডস লিমিটেড।

জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৮.৫৭ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেশিরভাগ খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকায় টানা পঞ্চম মাসে মূল্যস্ফীতি কমে জানুয়ারিতে ৮ দশমিক ৫৭ শতাংশে এসে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।

গত বছরের আগস্টে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল, যা ছিল গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

স্টকমার্কেটবিডি.কম////

শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল মিলে আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

তিনি বলেন, ‘শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল মিল নামের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এরইমধ্যে ৮ ইউনিট কাজ শুরু করেছে। আরও চারটি ইউনিটসহ ল্যাডার প্রস্তুত রয়েছে। এগুলোও রওয়ানা হতে পারে।’

আগুনে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভেতরে অনেকে কাজ করছিল বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এ