ইন্ট্রাকো রি ফুয়েলিংয়ের ঝণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি শিল্প খাতের কোম্পানি ইন্ট্রাকো রি ফুয়েলিং লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডাব্লিউসিআরসিএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ২’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ডাব্লিউসিআরসিএল।

স্টকমার্কেটবিডি.কম///

ইভেন্স টেক্সটাইলের ঝণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র ও পোশাক শিল্প খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডাব্লিউসিআরসিএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি১’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ডাব্লিউসিআরসিএল।

স্টকমার্কেটবিডি.কম///

ইউরোপের দেশগুলোতে কমে আসছে মূল্যস্ফীতি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জ্বালানিসংকট কমে আসায় ২০২৩ সালে প্রত্যাশার চেয়েও ভালো প্রবৃদ্ধি করবে একক মুদ্রা অঞ্চল ইউরোজোন। চাঙ্গা হচ্ছে অর্থনীতি। গতকাল সোমবার ইউরোপীয় কমিশন জানায়, অল্পের জন্য মন্দা থেকে বেঁচে যাবে ২০ দেশের এ অঞ্চল। ২০২৩ সালে জিডিপি প্রবৃদ্ধি আশা করা হচ্ছে ০.৯ শতাংশ। এর আগে প্রত্যাশা করা হয়েছিল ০.৩ শতাংশ। ২০২৪ সালে প্রবৃদ্ধি আরো বেড়ে হবে ১.৫ শতাংশ।

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করলে এ অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে কমিয়ে দেয় দেশটি। এতে জ্বালানির দাম বেড়ে যায় এবং এই সংকটে ইউরোপ মন্দায় পড়বে—এমন আশঙ্কা করেছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু জ্বালানি সাশ্রয় ও মজুদ বাড়িয়ে সংকট কমাতে পেরেছে ইউরোজোন। সে কারণেই ২০২৩ সালে প্রবৃদ্ধিতেই থাকবে অঞ্চলটি। এর পাশাপাশি সার্বিক মূল্যস্ফীতিও কমে আসছে।

কমিশন এক বিবৃতিতে জানায়, জ্বালানি উৎস বৈচিত্র্য আনার পাশাপাশি ব্যবহার কমায় এ মৌসুমে গ্যাসের মজুদ অন্যান্য বছরের গড় মজুদের চেয়ে বেশি। ফলে গ্যাসের পাইকারি দামও কমেছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ বছর মূল্যস্ফীতি থাকবে ৫.৬ শতাংশ, যেখানে গত অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল রেকর্ড ১০.৬ শতাংশ। মূল্যস্ফীতি কমিয়ে আনতে গত বছর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকসহ অন্য সমপর্যায়ের ব্যাংকগুলো কয়েক দফা সুদের হার বাড়ায়। তবে কমিশন সতর্ক করে দিয়ে বলেছে, অর্থনৈতিক প্রতিকূলতা এখনো যথেষ্ট শক্তিশালী।

এর আগে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে আলোচনায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রধান ক্রিস্টিন লাগার্দে বলেন, ‘প্রাথমিক যে আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে এ বছর ভালো করবে ইউরোজোনের অর্থনীতি। মন্দা এড়িয়ে প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে এ অঞ্চল।’ সূত্র : এএফপি

স্টকমার্কেটবিডি.কম/////

ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আইবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা বিষয়টি গণমাধ্যমকেকে নিশ্চিত করেছেন।

ব্যাংকের মালিকানা পরিবর্তনের পর ২০১৭ সালের জুন মাসে মো. সাহাবুদ্দিনকে আইবিবিএলের পরিচালক করা হয়।

পরে তিনি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আইবিবিএলের পরিচালনা পর্ষদে চট্টগ্রামের জেএমসি বিল্ডার্সের পক্ষে প্রতিনিধিত্ব করেন মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি ব্যাংকটি থেকে পদত্যাগ করেন।

স্টকমার্কেটবিডি.কম////

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৫ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.৫৭ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিডি থাই ফুডের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা বোর্ড।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১৬ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৫৯ টাকা। যা ২০২২ সালের ৩০ জুন ছিল ১৪.১২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

লোকসান করেও প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড বড় ধরণের লোকসান করেও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১০.৭০ টাকা। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভি) দাঁড়িয়েছে ৬৭.১৩ টাকা।

আগামী ২৮ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ