বিএমএসএল ন্যাশনাল হাউজিং ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বে-মেয়াদি ফান্ড বিএমএসএল ন্যাশনাল হাউজিং গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮৬২ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যাক্তা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২.৫ কোটি টাকা প্রদান করেছে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড” এবং ‘ব্রাক ব্যাংক লিমিটেড’।

স্টকমার্কেটবিডি.কম////

মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বাড়ানোর সিদ্ধান্ত বিএসইসির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮৬২ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কমিশন আজকের সভায় মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারবাজারের বিনিয়োগ সীমা পুননির্ধারণ করেছে। বর্তমান সীমা শতকরা ষাট ভাগ (৬০ শতাংশ) থেকে বাড়িয়ে আশি ভাগ (৮০ শতাংশ) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

অ্যালায়েন্স ক্যাপিটালের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ২৮ মার্চ বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, খন্দকার আসাদুল ইসলাম তার ব্যবস্থাপনাধীন মিউচুয়াল ফান্ড থেকে বেআইনিভাবে ৪৫ কোটি ৭ লাখ টাকা সম্পদ ব্যবস্থাপনা কম্পানিটির ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন। পরবর্তী সময়ে এ অর্থ নগদ উত্তোলন কিংবা অজ্ঞাত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে। ২০২১ সালের ১ জুলাই থেকে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এ অর্থ স্থানান্তরের ঘটনা ঘটেছে। মিউচুয়াল ফান্ডের এ অর্থ বিনিয়োগকারীদের টাকা এবং খন্দকার আসাদুল ইসলাম সেটি পাচার করেছেন।

এ বিষয়ে কমিশনের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে সম্পদ ব্যবস্থাপকের কাছ থেকে অর্থ পাচারের বিষয়ে ব্যাখ্যা ও পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। কিন্তু তদন্ত কমিটি এ বিষয়ে খন্দকার আসাদুল ইসলামের কাছ থেকে কোনো সহায়তা পায়নি।

মোহাম্মদ সিদ্দিকুর রহমান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের আর্থিক কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য। তার স্বাক্ষরিত চিঠিতে খন্দকার আসাদুল ইসলামের বিস্তারিত তথ্য ও তার ধানমন্ডি বাসার ঠিকানা দেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ঋণ বিতরণের শর্ত শিথিল হলো এসএমই খাতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক আগে ব্যাংকগুলোকে চলতি বছরে তাদের বিতরণ করা মোট ঋণের ২৫ শতাংশ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট মাঝারি (এসএমই) খাতে বিতরণ করতে বলেছিল। পাশাপাশি কোন খাতে কত ঋণ দিতে হবে, সেটিও নির্ধারণ করে দিয়েছিল। এখন বাংলাদেশ ব্যাংক বলছে, উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে ঋণ দেওয়ার বিদ্যমান হার শিথিল করা যাবে। এই সুযোগ ২০২৪ সালের জুন পর্যন্ত বলবৎ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে ছাড় দেওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, করোনা-পরবর্তীকালে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্যান্য খাতের পাশাপাশি ব্যবসা খাতেও ঋণের চাহিদা অপেক্ষাকৃত বেশি বলে পরিলক্ষিত হচ্ছে। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী যেকোনো খাতে ঋণ দিতে পারবে।

এছাড়া প্রাক্-অর্থায়নের আওতায় আগের দেওয়া নির্দেশনা অনুযায়ী ৬০ শতাংশ মেয়াদি ঋণ খাতে ও ৪০ শতাংশ চলতি মূলধন খাতে বিনিয়োগ করতে হবে। এ সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেয়াদি ঋণে ৬ মাসে ঋণ পরিশোধে বিরতিসহ ৫ বছর মেয়াদ দিতে হবে। এই ঋণে সুদসহ কিস্তি আদায় করতে হবে তিন মাস পর থেকে। চলতি মূলধনের দেওয়া ঋণ এক বছর পর সুদসহ কিস্তি আদায় করতে হবে।

জাতীয় শিল্পনীতিতে বলা হয়েছে, ২০২৪ সালে ঋণের ২৫ শতাংশ দিতে হবে এসএমই খাতে। মূলত এই লক্ষ্য অর্জন করতেই কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনাটি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালে সিএমএসএমই খাতে যে ঋণ বিতরণ করা হবে, তার ৪০ শতাংশ উৎপাদনশীল খাতে, ২৫ শতাংশ সেবা খাতে ও ৩৫ শতাংশ ব্যবসা খাতে যাবে। এই নীতিতেই ছাড় দিল বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম////

দেশে পণ্যের বিক্রি বাড়লে দামও বাড়ে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দেশে উৎসবকেন্দ্রিক বা কোনো পণ্যের বিক্রি, চাহিদা বাড়লে একই সময় পণ্যটির দামও বাড়তে থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ দেশের নামিদামি ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়ে ভোক্তার পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, ভোক্তার অভিযানে কোনো দোকানে ভেজাল বা নকল পণ্য এবং অতিরিক্ত বা অযৌক্তিক দামে কোনো পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ভোক্তা আইনে মামলা করা হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ভোক্তার স্বার্থে প্রতিদিন সারাদেশের বিভিন্ন মার্কেটে, নামিদামি ব্র্যান্ড, নকল ও লাগেজ পার্টি অনুসন্ধানে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন তিনি।

সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা ভোক্তাদের ঈদ কেনাকাটায় সহনীয় মূল্য ও গুণমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম////

রাশিয়া থেকে তেল কেনা আরও বাড়াবে ভারত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাশিয়া থেকে আরও তেল কেনার উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি রসনেফটের চুক্তি হয়েছে। খবর ইকোনমিক টাইমসের

এই চুক্তির বদৌলতে ভারত শুধু রাশিয়া থেকে তেল কেনা বাড়াবে তা-ই নয়; বরং সেই সঙ্গে দেশটি থেকে তারা বিভিন্ন মানের তেল কিনবে।

সম্প্রতি রনসেফটের প্রধান নির্বাহী আইগর সেচিনের ভারত সফরের সময় এ চুক্তি সই হয়। তবে চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।

রেনসেফট এক বিবৃতিতে বলেছে, ‘জ্বালানির খাতের সামগ্রিক সরবরাহব্যবস্থায় রনসেফটের সঙ্গে ভারতীয় কোম্পানিগুলোর কাজের পরিসর কতটা বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে আছে ডলারের বিপরীতে নিজেদের মুদ্রায় ব্যবসার সম্ভাবনা অনুসন্ধান।’

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক গত মঙ্গলবার বলেছেন, গত বছর রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা বেড়েছে ২২ গুণ। তবে ভারত ঠিক কী পরিমাণ তেল কিনেছে, তা খোলাসা করেননি তিনি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ভারতের মতো আমদানিকারীদের জন্য তেলের দাম কমিয়ে দেয় রাশিয়া। পশ্চিমাদের চোখ রাঙানি সত্ত্বেও সেই সুবিধা নিতে পিছপা হয়নি নয়াদিল্লি। ফলে রাশিয়া থেকে জ্বালানির আমদানি বাড়াতে থাকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। এখন ইরাক, সৌদি আরবের মতো দেশকে ছাপিয়ে ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, ভারতের আমদানি করা মোট তেলে রাশিয়ার অংশীদারি এক-পঞ্চমাংশের বেশি। ইউরো অঞ্চলের দেশগুলো অবশ্য আগের চেয়ে রাশিয়ার তেলের আমদানি কিছুটা কমিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ইজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।

দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে গতকাল বুধবার সকাল ১০:৩০ মিনিটে কোম্পানির এই বিশেষ সাধারণ সভা (ইজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বিএটি বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম মইন উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে কোম্পানির আর্টিকেল অফ এসোসিয়েশনের  অনুচ্ছেদ ৭৭ সংশোধন অর্থাৎ কোম্পানির পরিচালনা পর্ষদের মোট পরিচালকের সংখ্যা পাঁচজনের কম নয় বা পনেরো জনের অধিক নয় যা কিনা বিশেষ সিদ্ধান্ত হিসাবে অনুমোদিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক আফতাব উল ইসলাম এফসিএ, অ-নির্বাহী পরিচালক স্টুয়ার্ট কিড, অ-নির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, স্বতন্ত্র পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, অ-নির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, অ-নির্বাহী পরিচালক আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম, অর্থ পরিচালক আমান মুস্তাফিজ ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান এফসিএস।

২০২২ সালে কোম্পানিটি মূল্য সংযোজন কর বা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসাবে জাতীয় কোষাগারে ২৯ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব প্রদান করে, যা বিএটি বাংলাদেশকে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে জেমিনী সী ফুড; ২য় ইউনিক হোটেল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৭ কোটি ৭৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৯ লাখ।

ইস্টার্ন হাউজিং লিমিটেড ৩৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেনেক্স ইনফোসিসের ৩৪ কোটি ৪৯ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৮ কোটি ৫৪ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৮ কোটি ৪৭ লাখ, আমরা নেটওয়ার্কয়ের ১৭ কোটি ২৩ লাখ, এডিএন টেলিকমের ১৬ কোটি ৮৪ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৩ কোটি ১৬ লাখ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেমিনী সী ফুড
  2. ইউনিক হোটেল
  3. ইস্টার্ন হাউজিং
  4. জেনেক্স ইনফোসিস
  5. বাংলাদেশ শিপিং
  6. সি পার্ল বিচ রিসোর্ট
  7. আমরা নেটওয়ার্ক
  8. এডিএন টেলিকম
  9. রূপালি লাইফ ইন্সুরেন্স
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দুই এক্সচেঞ্জেই সূচকের সাথে কয়েকগুণ বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কয়েকগুণ বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কিছুটা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২০৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪৫ বেড়ে অবস্থান করছে ২২০৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকা।গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮২ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৫টির, আর দর অপরিবর্তিত আছে ১৯৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেমিনী সী ফুড, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, আমরা নেটওয়ার্ক, এডিএন টেলিকম, রূপালি লাইফ ইন্সুরেন্স ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৬ কোটি ১১ লাখ টাকা।গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ১৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//