লিন্ডে বাংলাদেশের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১২ মার্চ বেলা সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

সামিট আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা চায় এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ৫০ বছরপূর্তি উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩। এ উদ্যোগকে কার্যকর করতে স্থানীয় গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।

শনিবার (৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে সংবাদপত্র ও টেলিভিশনের সম্পাদক এবং প্রধান নির্বাহীদের নিয়ে মধ্যাহ্নভোজ সভায় গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ বিজনেস সামিট কেবল এফবিসিসিআইয়ের একার আয়োজন নয়, এ আয়োজনের অংশীদার দেশের সবাই। সবার সহযোগিতা বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা ব্যতীত এত বড় আয়োজন সফল করা সম্ভব হবে না।

এফবিসিসিআই সভাপতি বলেন, ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্তমান বোর্ড এই সামিটের যাত্রা শুরু করল। পরবর্তী বোর্ড প্রতি ২ বছর পরপর, কিংবা সম্ভব হলে প্রতি বছর সামিটের আয়োজন অব্যাহত রাখবে বলে আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ বিজনেস সামিট আয়োজনের লক্ষ্য দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। বাংলাদেশে উৎপাদিত সেরা পণ্যগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে সামিটের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘‌বেস্ট অব বাংলাদেশ এক্সপো ২০২৩’।

সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, পরিচালক আমজাদ হোসেন, কাজী এরতেজা হাসান, শমী কায়সার, এফবিসিসিআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিইও এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা।

স্টকমার্কেটবিডি.কম////

প্রবৃদ্ধির লক্ষ্য ৫ শতাংশ রাখল চীন

স্টকমার্কটবিডি ডেস্ক :

চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশ রাখার লক্ষ্য নির্ধারণ করেছে চীন। আজ রোববার দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনের উদ্বোধনী দিনে এক প্রতিবেদনে এ লক্ষ্যমাত্রার কথা জানানো হয়। এই লক্ষ্যমাত্রার মাধ্যমে দেশটি এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারি পরিবর্তন বাস্তবায়নে প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

আজ কুয়াশাচ্ছন্ন দিনে বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারের পশ্চিম পাশে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে জড়ো হওয়া ২ হাজার ৯৪৮ প্রতিনিধিকে নিয়ে এনপিসির এ অধিবেশন শুরু হয়। খবর রয়টার্সের।

গত বছর দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে মাত্র ৩ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি। তিন বছরের কভিড-১৯ বিধিনিষেধ, আবাসন খাতে সংকট, বেসরকারি উদ্যোক্তাদের ওপর ব্যাপক চাপ এবং চীনা রপ্তানি পণ্যের চাহিদা কমতে থাকায় এত কম প্রবৃদ্ধি হয়।

বিদায়ী প্রধানমন্ত্রী লি কুছিয়াং ওই প্রতিবেদনে অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা বলেছেন। তিনি চলতি বছর চীনের শহরগুলোতে ১২ মিলিয়ন চাকরি সৃষ্টির লক্ষ্য ঠিক করেছেন। গত বছর এটি ছিল ১১ মিলিয়ন। এ ছাড়া আবাসন খাতে ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

এবার সরকারের বাজেট ঘাটতিও জিডিপির ৩ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি। গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ২ দশমিক ৮ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

বিদ্যুৎ খাতে ঋণসীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে ঋণ বিতরণের ক্ষেত্রে একক গ্রাহক হিসেবে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে বেঁধে দেওয়া ঋণ সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত নভেম্বরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে পাঁচ বছরের জন্য এ সুবিধা দেওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে একটি সার্কুলার পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনকারী কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক কর্তৃক ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎ খাতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানি খাতে এ অর্থ ব্যায় করা যাবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারার শর্তাংশে উল্লিখিত ২৫ শতাংশের ঊর্ধ্বসীমার স্থলে ঊর্ধ্বসীমা কত হবে, তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একক গ্রাহক হিসেবে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক মূলধনের ২৫ শতাংশের (ফান্ডেড ও নন-ফান্ডেড মিলিয়ে) বেশি ঋণ দিতে পারবে না। ২০২২ সালের জানুয়ারি এ হার নির্ধারণ করা হয়, যা এর আগে ৩৫ শতাংশ ছিল। অন্যদিকে ফান্ডেড ঋণের বেলায় তা মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২৫ শতাংশের পুরোটাই ফান্ডেড ঋণ দেওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম////

দুই মাসে ৩ দফা বাড়ল বিদ্যুতের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত দুই মাসের ব্যবধানে দেশে বিদ্যুতের দাম বাড়ানো হলো তিন দফা। এর মধ্যে জানুয়ারিতে দুই দফা এবং ফেব্রুয়ারির শেষ দিন আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। অর্থাৎ এক মাসের ব্যবধানে আবারও বাড়ল বিদ্যুতের দাম।

সরকারের এক নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধির এ ঘোষণা দেওয়া হয়। এবার ভোক্তাপর্যায়ে ইউনিট প্রতি ৫ শতাংশ বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। চলতি মার্চ মাসের বিল থেকেই কার্যকর করা হবে নতুন এই খচুরা মূল্য।

এর আগে জানুয়ারি মাসে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। যা জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলে দুই ভাগে কার্যকর করা হয়। সর্বশেষ গত ৩০ জানুয়ারি সরকারের এক প্রজ্ঞাপনে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয়।

চলতি বছর বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। বিগত ১৪ বছরে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ১২ বার। অপরদিকে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় ১৩ বার।

স্টকমার্কেটবিডি.কম////

বিশ্ববাজারে কমেছে চাল ও ভোজ্য তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্ববাজারে গত ফেব্রুয়ারিতে কমেছে খাদ্যপণ্যের দাম। এর ফলে টানা ১১ মাস নিম্নমুখী রয়েছে এ বাজার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, ফেব্রুয়ারিতে খাদ্য সূচক ছিল ১২৯.৮ পয়েন্ট, যা জানুয়ারির চেয়ে ০.৬ শতাংশ কম। এমনকি গত মার্চের সর্বোচ্চ দাম থেকে ১৮.৭ শতাংশ কম। বিশ্ববাজারে গত মাসে চাল, দুগ্ধপণ্য, ভোজ্য তেলসহ বেশ কিছু পণ্যের দাম কমলেও বেড়েছে চিনি ও গমের দাম।

এফএও জানায়, যুক্তরাষ্ট্রে খরা নিয়ে উদ্বেগ এবং অস্ট্রেলিয়া থেকে সরবরাহের ব্যাপক চাহিদা থাকায় গত মাসে গমের দাম বেড়েছে। এর বিপরীতে চালের দাম কমেছে ১ শতাংশ। এশিয়ার রপ্তানিকারক দেশগুলোর বাণিজ্যিক কর্মকাণ্ড কমার পাশাপাশি ডলারের বিপরীতে দেশগুলোর মুদ্রার দরপতন ঘটায় চালের দাম কিছুটা কমেছে।

এফএও জানায়, গত মাসে ভোজ্য তেলের দামও কমেছে ৩.২ শতাংশ। পাম তেল, সয়াবিন, সানফ্লাওয়ার, রেপসিডসহ প্রায় সব ভোজ্য তেলের দাম নিম্নমুখী। ফেব্রুয়ারিতে দুগ্ধপণ্যের দামও জানুয়ারির তুলনায় কমেছে ২.৭ শতাংশ। এর বিপরীতে গত মাসে চিনির দাম বেড়েছে ৬.৯ শতাংশ, যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।

স্টকমার্কেটবিডি.কম/////

লক্ষ টাকার ঘরভর্তি পণ্য ফ্রি দিচ্ছে মার্সেল

মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭-এর আওতায় ‘গ্র্যান্ড হাউজফুল অফার’ ডিক্লারেশন প্রোগ্রামে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭ শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। ক্যাম্পেইনের আওতায় ‘গ্র্যান্ড হাউজফুল অফারে’ মার্সেল ফ্রিজ, টিভি, এসি ও ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচারে ঘরভর্তি বিভিন্ন পণ্য ফ্রি। রয়েছে নিশ্চিত উপহার।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চলছে মার্সেলের। ক্যাম্পেইনের প্রতি সিজনেই চমকপ্রদ সব সুবিধা দিয়ে ক্রেতাদের কাছ থেকে প্রতিষ্ঠানটি বিপুল সাড়া পেয়েছে। এরই প্রেক্ষিতে সিজন ১৭-এ ‘গ্র্যান্ড হাউজফুল অফার’ শুরু করেছে মার্সেল। চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া এ সুবিধা থাকছে ৩০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত।

সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭’ এর ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইভা রিজওয়ানা নিলু, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইনচার্জ ড. মো. সাখাওয়াৎ হোসেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান, ডিএমডি নজরুল ইসলাম সরকার ও এমদাদুল হক সরকার, ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম////

সন্ধ্যায় এস.এস. স্টিলের বোর্ড সভা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এস.এস. স্টিল লিমিটেডের চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ রবিবার আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাড্ডাতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই বোর্ড সভা দুটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই দুই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সোনালী আঁশের বোর্ড সভার দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আগামী ৭ মার্চ আহবান এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে ৩১ জানুয়ারি বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

জমি বিক্রি করে ঋণ পরিশোধের সিদ্ধান্ত

স্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিকিউ বলপেন লিমিটেড চট্টগ্রামে অবস্থিত কোম্পানির জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এই জমি বিক্রি করে কোম্পানির ঋণ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি চট্টগ্রাম জেলা সদরে আগ্রাবাদ এলাকায় অবস্থিত ৭.৬৭ কাঠা জমি বিক্রি করবে। এ জমির দর পড়বে ৩ কোটি ৪৫ লাখ টাকার উপরে। এই টাকা হতে ১.০৬ কোটি টাকা সাউথইষ্ট ব্যাংককের ঋণ পরিশোধ করতে হবে।

কোম্পানিটির এই সব জমি বিক্রি করে ব্যবসা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় খরচ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি