বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে চীন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স খাতে চীনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটে চীনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এর আগে বাণিজ্যমন্ত্রী বিজনেস সামিটে যোগদানকারী চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ঝাং শাওগাংয়ের সঙ্গে মতবিনিময় করেন। চীনা প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

এদিকে সামিটে চায়না কাউন্সিল পদ্মা প্রমােশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের সঙ্গে এফবিসিসিআইর একটি সমঝােতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর লক্ষ্য দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়ানাে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশের অর্থনীতি বিগত যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। সবকিছু জেনেশুনেই বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ করতে এগিয়ে আসছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই লাভজনক স্থান। দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। কয়েকটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশীয় প্রতিষ্ঠানসহ পৃথিবীর বিভিন্ন দেশ এখানে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। আরও বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা দিচ্ছে। বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করেছে। সামিটে অংশগ্রহণকারী চীনা প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসই’র পরিচালক খাজা গোলাম রসূলের মৃত্যু

স্টকমার্কটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ভাইস চেয়ারমান ও পরিচালক খাজা গোলাম রসূল ১২ মার্চ ২০২৩ তারিখ রাত ১২.৪০ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………….. রাজেউন)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷ তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন৷ তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন৷

তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷

খাজা গোলাম রসুল ১৯৫৬ সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন৷ তিনি ১৯৮০ সালে ডিএসই’র সদস্য পদ লাভ করেন৷ ডিএসই’র সদস্যপদ লাভের পর তিনি একজন সক্রিয় সদস্য, ব্রোকার ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন৷ মরহুম খাজা গোলাম রসূল পুঁজিবাজারের স্বনামধন্য ব্যক্তিত্ব৷ মরহুম খাজা গোলাম রসূল খাজা ইকুইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন৷ তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন৷ তিনি ২০০৫ থেকে ২০০৮ এবং ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে ডিএসই পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন৷ এছাড়াও তিনি ২০০০ থেকে ২০০১ সালে ডিএসই’র কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন৷ মরহুম খাজা গোলাম রসূল ১৩ ফেব্রুয়ারি ২০১৪ সালে ডিমিউচ্যুায়ালাইজড ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন৷

মরহুমের প্রথম নামাজের জানাযা ১২ই মার্চ রাত ৩:৩০ মিনিটে গুলশানের আজাদ মসজিদ এবং দ্বিতীয় নামাজের জানাযা সিরাজগঞ্জে এনায়েতপুরে অনুষ্ঠিত হওয়ার পর, এনায়েতপুর মাজার শরীফ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

গাইবান্ধায় ক্রেতার মৃত্যুতে ওয়ালটনের আর্থিক সহায়তা

রবিদাসের স্ত্রী শিউলী রাণীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিচ্ছেন স্থানীয় ব্যক্তিবর্গ এবং ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।

স্টকমার্কটবিডি প্রতিবেদক :

গাইবান্ধায় ক্রেতার মৃত্যুতে গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

বোনার পাড়া ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় একটি গ্যাস স্টোভ কিনে কয়েকটি কিস্তি পরিশোধ করার পর অসুস্থতাজনিত কারণে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন মুক্তিনগর ইউনিয়নের গ্রাম পুলিশ মতিরাম রবিদাস। এর প্রেক্ষিতে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় তার কিস্তি মওকুফ করে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলো ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ মার্চ, ২০২৩) সাঘাটার হাট ভরতখালি এলাকায় আনুষ্ঠানিকভাবে রবিদাসের স্ত্রী শিউলী রাণী রবিদাসের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লায়ন।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঘাটা থানার উপ পরিদর্শক শাহজাহান সিরাজ, স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান, ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার হাসানুজ্জামান, ক্রেডিট ম্যানেজার খন্দকার মাহমুদ রেজা এবং প্লাজা ম্যানেজার আল-মামুন।

জানা গেছে, মৃত ক্রেতার বাড়ি সাঘাটা উপজেলার ভরতখালি গ্রামে। তিনি ৪ নাম্বার ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ৭ ডিসেম্বর কলেজ রোডের বোনার পাড়া ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে একটি ডাবল বার্নার গ্লাস গ্যাস স্টোভ কেনেন রবিদাস।

এ অবস্থায় ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় মৃত গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। মৃত কিস্তি ক্রেতা রবিদাসের পরিবারকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা। এর থেকে কিস্তির অবশিষ্ট ২ হাজার ৩৭৪ টাকা পরিশোধের পর তারা পেয়েছেন নগদ ৪৭ হাজার ৬২৬ টাকা। ওয়ালটন প্লাজার কাছ থেকে এই সহায়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রবিদাসের পরিবার।

স্টকমার্কেটবিডি.কম////

পরিচালকেরা নিজেদের মালিক ভাবছেন : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

স্টকমার্কটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘নৈতিকতা ও সুশাসন ব্যাংকিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাংক খাতে এর কিছু ব্যত্যয় হচ্ছে। আমরা দেখেছি, কিছু ব্যাংকের পরিচালক নিজেদের ব্যাংকের মালিক মনে করছেন। আবার কিছু ব্যাংকার তাতে সহায়তাও করছেন। ব্যাংক পরিচালনায় পরিচালক ও ব্যবস্থাপকের ভূমিকা কী হবে, তা নির্দিষ্ট করা আছে।’

সামাজিক দায়বদ্ধতা খাতের তহবিলের (সিএসআর) অপব্যবহার হচ্ছে উল্লেখ করে গভর্নর বলেন, একটি ব্যাংক তাদের কর্মীদের বার্ষিক বনভোজনে সিএসআর তহবিলের অর্থ খরচ করেছে। আবার বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল আছে। ব্যাংক ব্যবসা করে, তার সিএসআর তহবিল থাকবে। বাংলাদেশ ব্যাংক তো কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নয়। তাই গভর্নর বলেন, স্বচ্ছতা, জবাবদিহি, তথ্য প্রকাশ ও নৈতিকতা বাংলাদেশের ব্যাংক খাতের জন্য জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটরিয়ামে শনিবার আয়োজিত ২১তম নুরুল মতিন স্মারক বক্তৃতা ‘এথিকস ইন ব্যাংকিং’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব কথা বলেন।

এবারের ২১তম আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক পরিচালক এ কে এম সাইফুল মজিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিআইবিএমের পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং পরামর্শ) আশরাফ আল মামুন।

স্টকমার্কেটবিডি.কম////

মনস্ফল পেপারের মার্জারের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি মনস্ফল পেপার মেনুফেকচারিং কোম্পানি লিমিটেড অন্য একটি কোম্পানির সাথে মার্জার করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানিটি পার্লস পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের সাথে এই মার্জার করবে। কোম্পানিটি শেয়ার বদলির মাধ্যমে এই মার্জার করা হবে বলে বোর্ড সভায় অনুমোদন করা হয়েছে।

মহামান্য হাইকোর্ট ও নিয়ন্ক্রক সংস্থা বাংলাদেশ সিকিউরুটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন স্বাপেক্ষে এই মার্জার করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

আইটিসির জমি ক্রয় ও ভবন নিমার্ণের সিদ্ধান্ত

স্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড রাজধানীতে জমি ক্রয় ও বহুতল ভবন নিমার্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

কোম্পানিটি ঢাকায় তেজগাঁ বাণিজ্যিক এলাকায় মোট ২০.০৬৫ কাঠা জমি কিনবে। এসব জমির দাম ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। যা কোম্পানির নিজস্ব ফান্ড থেকে ব্যয় করা হবে।

আর এই জমিতেই আইটিসি টাওয়ার নামে একটি অত্যাধুনিক ও বহুতল ভবন নির্মাণ করা হবে। আইটি অবকাঠামো ও ডেটা সেন্টারসহ এই ভবনটি নিমার্ণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৮০ কোটি টাকা।

এসব সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। আগামী ২৬ এপ্রিল ইজিএমটি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংক এশিয়ার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১৮ মার্চ বেলা ২টায় রাজধানীর কাওরান বাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ব্যাংকটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি