মার্চে রেমিট্যান্স এসেছে ৭ মাসে সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্চ মাসে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত আগস্টে ২০৩ কোটি (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রমজানের পরিবারের খরচ ও ঈদের কেনাকাটার কারণে এই মাসে বেশি রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, মার্চ মাসে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। ফেব্রুয়ারি মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি এসেছে গত মাসে।

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার। এছাড়া আগের বছরের (২০২২ সারের) মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৮ দশ‌মিক ৪৯ শতাংশ বা ১৫ কো‌টি ৮০ লাখ ডলার। গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম///

‘আগামী বছর থেকে হজের খরচ আরো বৃদ্ধি পাবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরে ডলারের দাম ও বিমান ভাড়া, বাসা ভাড়া এবং মোয়াল্লেম ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছিল। কিন্তু আগামী বছরে হজের প্যাকেজ মূল্য আরো বাড়তে পারে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সৌদি আরবের হারাম শরীফের নিকটবর্তী বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেল ভাড়া নেওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে এবং অধিক পরিমাণ অর্থে হোটেল ভাড়া করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কারণে এ বছর হজ প্যাকেজকে হৃসকৃত প্যাকেজ হিসেবে ধরা যায়। সেই বিবেচনায় একই ধারাবাহিকতায় বলা যায় যে, আগামী বছরগুলোতে হজ প্যাকেজের মূল্য আরো বৃদ্ধি পাবে। কারণ ভেঙে ফেলা বাড়ি/হোটেলসমূহ আবার গড়ে তুলতে আরো ২ থেকে ৩ বছর লাগবে।

সব কিছু বিবেচনায় এবারের হজ প্যাকেজে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম//

বাংলাদেশ-ভারত বাণিজ্য রুপিতে করার উদ্যোগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ যাতে ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করতে পারে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সব ধরনের পর্যালোচনা করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, মার্কিন ডলারের পরিবর্তে রুপি ব্যবহার করে ভারত-বাংলাদেশ বাণিজ্য পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিছু দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে। সেগুলোর সমাধানের কাজ চলছে। ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে আশা করছি।

দুদেশের মধ্যে বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ভারতে ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল। এর বিপরীতে বাংলাদেশ ভারত থেকে পণ্য আমদানি করেছিল এক হাজার ৬১৯ কোটি ডলারের। ঘাটতির পরিমাণ এক হাজার ৪১৯ কোটি ডলার। ভারতের সঙ্গে বাংলাদেশের এত বড় অঙ্কের বাণিজ্যে রুপির ব্যবহার শুরু হবে।

নাম না প্রকাশের শর্তে বাংলাদেশ ব্যাংকের অন্য একটি দায়িত্বশীল সূত্র জানায়, ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করতে হলে ভারত ও বাংলাদেশের ব্যাংকের সঙ্গে রুপি ব্যবহারের জন্য পৃথক চুক্তিতে সই করতে হবে। এগুলো নিয়ে কাজ চলছে।

ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়ে দুদেশের ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন। দুই দেশের বাণিজ্যের পুরো চিত্র ইতোমধ্যে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি প্রস্তাব আকারে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

১২ কেজি এলপি গ্যাসের দাম ১১৭৮ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে। গত মাসে ১২ কেজির দাম ছিল এক হাজার ৪২২ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৭৮ টাকা। ফলে ১২ কেজিতে কমেছে ২৪৪ টাকা।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন। এ মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

স্টকমার্কেটবিডি.কম//

ফের খরচ কমানোর ঘোষণা গুগলের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আবারও খরচ কমানোর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। গুরত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে এআই সংক্রান্ত প্রজেক্টে এখন থেকে বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজনেস ইনসাইডারের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

গুগল তাদের অভ্যন্তরীণ কর্মীদের এক মেমোতে বলেছে, ‘আমরা আমাদের অফিসের পরিষেবাগুলোকে নতুন হাইব্রিড ওয়ার্ক-সপ্তাহের সঙ্গে সামঞ্জস্য করছি। ফলে ক্যাফে, মাইক্রোকিচেন এবং অন্যান্য সুবিধাগুলো কীভাবে এবং কখন ব্যবহার করা হচ্ছে তার সমন্বয় করা হবে। তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটি কম ব্যবহার করা হবে, সেটা বন্ধ করা হবে। সঙ্গে সঙ্গে বিকল্প ভাবা হবে।

এ মেমো প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাউথ প্ররাথ ও সার্স লিড প্রভাকর রাঘবন স্বাক্ষর করেন।

গুগল দাবি করেছে, এ ধরনের সিদ্ধান্ত তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশ, এবং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বিনিয়োগের সুযোগকে দাঁড় করিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৬৪০ টাকা নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

পরে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসলামি শরিয়াহ মতে, আটা, যব, কিসমিস, খেঁজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটির মাধ্যমে ফিতরা দেওয়া যায়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গম বা আটার মাধ্যমে ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১৫ (একশত পনের) টাকা দিতে হবে।

গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ৭৫ টাকা, আর সর্বোচ্চ ছিল ২ হাজার ৩১০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি ৯৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ।

ইস্টার্ন হাউজিং লিমিটেড ২৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ২৭ কোটি ৩৬ লাখ, ওরিয়ন ফার্মার ২৪ কোটি ২৭ লাখ, আমরা নেটওয়ার্কের ২২ কোটি ৮৭ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ২০ কোটি ২১ লাখ, রংপুর ডেইরি ফুডসের ১৯ কোটি ৩১ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৬ কোটি ২৪ লাখ ও এডিএন টেলিকম লিমিটেডের ১৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেনেক্স ইনফোসিস
  2. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  3. ইস্টার্ন হাউজিং
  4. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  5. ওরিয়ন ফার্মা
  6. আমরা নেটওয়ার্ক
  7. ইউনিক হোটেল
  8. রংপুর ডেইরি ফুডস
  9. সি পার্ল বিচ রিসোর্ট
  10. এডিএন টেলিকম লিমিটেড।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২১৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩৪ বেড়ে অবস্থান করছে ২২০৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৮৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৬টির, আর দর অপরিবর্তিত আছে ১৯৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, রংপুর ডেইরি ফুডস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও এডিএন টেলিকম লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৯.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩১৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৯৬ কোটি ১১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রংপুর ডেইরি ফুডস ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//