লোকসানে স্ট্যান্টার্ড সিরামিকস; সম্পদের বেহাল দশা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি স্ট্যান্টার্ড সিরামিকস লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটি মুনাফা থেকে বড় ধরণের লোকসান দিকে যাচ্ছে। অন্যদিকে কোম্পানিটির সম্পদের পরিমাণ চলতি বছর কমতে কমতে বেহাল দশা দাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৩৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে মাত্র ২.৩৩ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৬.৬৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

ফারইষ্ট নিটিংয়ের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের প্রতিষ্ঠান ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এম

মতিন স্পিনিংয়ের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

হাক্কানী পাল্পের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ শিল্প খাতের প্রতিষ্ঠান হাক্কানী পাল্প এন্ড পেপারস মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি১’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এম

সায়হাম কটনের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সায়হাম কটন মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ১’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এম

এশিয়া ইন্সুরেন্সের বোর্ড সভা ৯ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ৯ এপ্রিল বেলা ১:৪৫টায় রাজধানীর বাংলামোটরে বিমাটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী বিমাটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনভয় টেক্সটাইলের স্পিনিং ইউনিটের বর্ধিত অংশের উৎপাদন শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের কারখানায় স্পিনিংয়ের বর্ধিত অংশের উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, গতকাল শনিবার হতে এই ইউনিটের উৎপাদন শুরু করে কোম্পানিটি। এখন থেকে স্পিনিং ইউনিট কারখানায় প্রতিবছর ৪২০০ মেট্রিকটন সুতা উৎপাদন সম্ভব হবে।

গত বছর ১৫ জুলাই কারখানার স্পিনিং ইউনিটকে বর্ধিত করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড।

আগামী ১৬ আগষ্ট মঙ্গলবার হতে এই উৎপাদন শুরু করবে কোম্পানিটি। স্পিনিং মিলে প্রথম ধাপে এই কারখানায় প্রতিদিন ৩০ মেট্রিকটন সুতা তৈরি করবে। পুরো উৎপাদন কার্যক্রম শুরু হলে প্রতিদিন ৫০ মে.টন সুতা আসবে।

এর আগে ২০১৬ সালের শেষদিকে কারখানায় স্পিনিং ইউনিটটির শতভাগ উৎপাদন কার্যক্রম শুরু করে এনভয় টেক্সটাইল।

ময়মনসিং জেলায় ভালুকায় অবস্থিত কারখানায় তৈরি এই স্পিনিং ইউনিটের সুতা কোম্পানিটি নিজেদের ডেনিমসে ব্যবহার করবে বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ