স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট পাঁচ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার। ঈদের ছুটি শেষে ২৪ এপ্রিল লেনদেন শুরু হবে উভয় স্টক এক্সচেঞ্জে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঈদের ছুটির পর আগামী ২৪ এপ্রিল থেকে শেয়ারবাজারে লেনদেন যথারীতি সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত চলবে। পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে অফিস সময় সকাল ৯টা থেবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে।
ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ২৯ রোজার হিসাব ধরে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটিসহ আগামী বুধবার থেকে ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে। টানা পাঁচ দিন বন্ধের পর আগামী ২৪ এপ্রিল শেয়ারবাজারে লেনদেন চালু হবে।
তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে যদি ৩০ রোজা পালিত হয়। সে হিসাবে ছুটি আরো এক দিন বাড়বে। সে ক্ষেত্রে আগামী ২৫ এপ্রিল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে।
স্টকমার্কেটবিডি.কম////