২ লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৯৪ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এডিপির আওতায় প্রকল্প সংখ্যা হবে ১ হাজার ৩০৯টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১১৮টি, সমীক্ষা প্রকল্প ২২টি, কারিগরি সহায়তা প্রকল্প ৮০টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ৮৯টি।

প্রকল্পভিত্তিতে সর্বোচ্চ প্রায় ৯ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

এছাড়া, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে প্রায় ৯ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে প্রায় ৫ হাজার ৮৭০ কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে প্রায় ৫ হাজার ৪৯৯ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে এডিপিতে।

এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে প্রায় ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা, যা মোট এডিপির ২৮ দশমিক ৮৮ শতাংশ।

এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা, শিক্ষায় প্রায় ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা, স্বাস্থ্যখাতে প্রায় ১৮ হাজার ৮৮০ কোটি টাকা, কৃষিতে প্রায় ১০ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের জন্য প্রায় ১১ হাজার ৬৭৪ কোটি ২ লক্ষ টাকার এডিপিও আজ অনুমোদিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

পণ্যের দাম বেশি, মানুষ বাজারে গিয়ে কাঁদছে : শিল্প প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘সাধারণ মানুষ বাজারে গিয়ে কাঁদছে। কারণ পণ্যের দাম বেশি, কেনার মতো টাকা নেই। কিছু সিন্ডিকেট এই দাম বাড়াচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে।

কিন্তু বাজারগুলো কিছু সিন্ডিকেটের দখলে চলে যাওয়ার কারণে সাধারণ মানুষ ঠিকমতো বাজার করতে পারে না। ’
তিনি বলেন, ‘ব্যবসার নামে এখন লুটপাট চলছে। আমাদের দেশ সবদিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও বাজারে সবকিছুর দাম বেশি। শুধু বাজার সিন্ডিকেটের কারণে এটা হচ্ছে।

সংশ্লিষ্ট মন্ত্রীকে বলব সিন্ডিকেট ভাঙতে হবে। আর যদি এ সিন্ডিকেট ভাঙতে না পারি তাহলে আমাদের মতো লোকজনের মন্ত্রী থাকার দরকার নেই। ’

শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করতে ১ লাখ টাকা থেকে ঋণের সুবিধা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ১ লাখ টাকায় কোনো ব্যবসা করা যায় না। ’ এই খাতে বাজেট বাড়ানো প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের নিয়ে তাদের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা হয়।

স্টকমার্কেটবিডি.কম//

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও  লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষকর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬৭ পয়েন্ট কমেছে অবস্থান করছে ৬২৭২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৫৭ পয়েন্ট কমেছে অবস্থান করছে ১৩৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭২১ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়।এর মধ্যে ৮৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৬টির, আর দর অপরিবর্তিত আছে ১৯৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ওরিয়ন ইনফিউশন, জেমিনী সী ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, জেনেক্স ইনফোসিস ও এ্যাপেক্স ফুডস্‌ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও মেট্রো স্পিনিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

বাংলাদেশ শিপিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২:৩৫টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

  1. ইস্টার্ন হাউজিং
  2. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  3. ইন্ট্রাকো রিফুয়েলিং
  4. সি পার্ল বিচ রিসোর্ট
  5. ওরিয়ন ইনফিউশন
  6. জেমিনী সী ফুডস
  7. লাফার্জ হোলসিম
  8. ইউনিক হোটেল
  9. জেনেক্স ইনফোসিস
  10. এ্যাপেক্স ফুডস লিমিটেড।

লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি ৮৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫৯ লাখ।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ২৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২০ কোটি ৬৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৭৯ লাখ, জেমিনী সী ফুডসের ১৮ কোটি ৮৫ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১৮ কোটি ১৯ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ১৭ কোটি ৩ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৬ কোটি ৯১ লাখ ও এ্যাপেক্স ফুডস লিমিটেডের ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

বিকন ফার্মার সিএফও পদত্যাগ করলেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের সিএফও মো: আব্দুল হক সরদার, এফসিএস, এফসিএ পদত্যাগ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি এই কোম্পানিটির পরিচালনা বোর্ডেও একজন পরিচালক (অর্থ ও হিসাব) হিসাবেও দ্বায়িত্ব পালন করেছেন।

গত ৯ মে থেকে মো: আব্দুল হক সরদারের পদত্যাগটি গৃহীত হয় ও তা কার্যকর করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

বিএটিবিসি ৬০ কোটি টাকার মেশিনারিজ কিনবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান ট্যোবাকো লিমিটেডের পরিচালনা বোর্ড কারখানার জন্য ৬০ কোটি টাকা দিয়ে মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির কারখানার জন্য তিন ধরণের মেশিন কিনবে। এসব মেশিনের মোট দাম পড়বে ৬০ কোটি ৭০ লাখ টাকা।

ইউনাওয়ার ট্যোবাকো রিকোভারি (ডাব্লিউটিআর) মেশিনটির দাম পড়বে ১০ কোটি ৯০ লাখ টাকা। আর মেশিন ২০এস হাইং লিড মেকার এন্ড পেকার ও অনলাইনের ইউপিএসের দাম ধরা হয়েছে যথাক্রমে ২৭.৬০ ও ২২.২০ কোটি টাকা।

তবে কোন দেশ থেকে এসব মেশিন আমদানি করা হবে তা জানায়নি কোম্পানিটি। এসব মেশিন কিনতে নিজস্ব তহবিল ও ব্যাংক থেকে অর্থায়ন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

রাশিয়ার তেল কিনে ভারতের সাশ্রয় ৫০০ কোটি ডলার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত বছর রাশিয়া থেকে আগের বছরের তুলনায় দশগুণ বেশি তেল আমদানি করেছে ভারত। দেশটির রাষ্ট্রায়াত্ত ব্যাংক ‘ব্যাংক অব বরোদা’ সম্প্রতি এই তথ্য দিয়েছে।

রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনে ভারতের সাশ্রয় হয়েছে ৫০০ কোটি ডলার।

রাশিয়ার ইউক্রেন অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোর ওপর কয়েকশ’ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। ইউরোপে রুশ তেলের বাজার সংকুচিত হয়ে ওঠে। সেই সুযোগ নিয়ে ভারত ও চিন মস্কো থেকে তেল আমদানি বাড়াতে থাকে।

২০২১ সালে রাশিয়া থেকে মাত্র ২ শতাংশ ক্রুড তেল আমদানি করেছিল ভারত। ২০২২ সালে সেই পরিমাণ ২০ শতাংশে ঠেকেছে বলে জানিয়েছে ব্যাংক অব বরোদা।

গত অর্থ বছরে রুশ তেল আমদানি করে প্রতি টনে ৮৯ ডলার সাশ্রয় করেছে ভারত।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বৃহৎ শক্তিগুলোর চাপ উপেক্ষা করেই ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। এমনকি দিল্লি এখনও ইউক্রেন ইস্যুতে মস্কোর নিন্দা বা সমালোচনাও করেনি।
সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম//

রানার অটােমোবাইলস ২৬৫ কোটি টাকার বন্ড ছাড়াবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটােমোবাইলস পিএলসির পরিচালনা বোর্ড ২৬৫ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটির নাম দেওয়া হয়েছে রানার অটো ইন্টারন্যাশনাল সার্টিফাইড সাসটেইনেবিলিটি বন্ড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করতে হবে।

এটি একটি আনসিকিউর, রেডিমেবল, নন কনভার্টেবল ও গ্যারান্টেড বন্ড। বন্ডের পরিমাণ ২৫ মিলিয়ন ডলার বা ২৬৫ কোটি টাকা।

এই বন্ডের অর্থ কোম্পানিটি ৪ মেঘাওয়াটের এটি সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে।

বন্ডটির লিড এ্যারেঞ্জার হিসাবে রয়েছে গ্রীণ ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। আর ট্রাষ্টি হিসাবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

স্টকমার্কেটবিডি.কম/রিমা