মার্চে মোবাইল সার্ভিসে রেকর্ড লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিকাশ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) মার্চ মাসে রেকর্ড ১.০৮ লাখ কোটি টাকা লেনদেন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে ১.০৮ লাখ কোটি টাকার লেনদেন করেছেন গ্রাহকেরা। দেশে এমএফএস চালু হওয়ার পর একমাসে এর চেয়ে বেশি লেনদেন হয়নি। এর আগে গতবছরের এপ্রিলে ১.০৭ লাখ কোটি টাকার লেনদেন হয়েছিল এই মাধ্যমে। মার্চের আগে সেটিই ছিল রেকর্ড লেনদেন। এ পর্যন্ত তিনবার মাসিক লেনদেন লাখ কোটি টাকার বেশি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চে ইয়ার-অন-ইয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ২২% বা ১৯ হাজার কোটি টাকার বেশি।

মার্চে গ্রাহকেরা ৩৪,৩০৮ কোটি টাকা ক্যাশ ইন এবং ৩০,৯৪০ কোটি টাকা ক্যাশ আউট করেছেন। দু’খাতেই এটি রেকর্ড। এছাড়া প্রথমবারের মতো ব্যক্তিভেদে ব্যালেন্স ট্রান্সফার ৩০ হাজার কোটি টাকা পার করেছে। সেইসঙ্গে স্যালারি ডিস্ট্রিবিউশন, বিল পেমেন্টসহ সবক্ষেত্রেই লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় এ বছর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

শীতলপুর স্টিলের মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রামের ঋণখেলাপিদের তালিকায় নতুন যুক্ত হয়েছে শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ২৩৪ কোটি খেলাপি ঋণ আদায়ের দাবিতে ওয়ান ব্যাংকের মামলার প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

গতকাল মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের দেয়া আদেশ সূত্রে জানা গেছে, ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখার আবেদনের প্রেক্ষিতে শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, নির্বাহী পরিচালক জানে আলম, পরিচালক মোহাম্মদ হোসেন ও মাহবুব আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আদেশের কপি পুলিশের ইমিগ্রেশন শাখার এসপি বরাবর পাঠানো হয়েছে।

আদালতের নথিপত্রে দেখা গেছে, ২৩৪ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৭২৭ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে ওয়ান ব্যাংক চট্টগ্রাম আগ্রাবাদ শাখা ২০২৩ সালের ১৩ এপ্রিল মামলা দায়ের করে। ঋণের বিপরীতে বিবাদীদের বন্ধকী সম্পত্তির পরিমাণ খুবই কম।

স্টকমার্কেটবিডি.কম//

১১৭৯ কোটি টাকার ৯ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষি খাতে সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানির ৬টি এবং ১২,৫০০ মেট্রিক টন চিনি আমদানির ১টি প্রস্তাবসহ মোট ৯ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

বুধবার (১৭ মে ২০২৩) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

অতিরিক্ত সচিব বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভা হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৪টি, শিল্প মন্ত্রণালয়ের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং ভূমি মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব ছিল। কমিটির অনুমোদিত ১০টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১৩৮ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ১ হাজার ৪০ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৩৮০ টাকা এবং বৈদেশিক ঋণ ২ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম//

২৩ দিন বন্ধ পর রামপালে বিদ্যুৎ উৎপাদন শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কয়লা সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর আবারও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) রাত ৯টা ১০ মিনিটে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। এখান থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে কয়লা সংকটের কারণে গত ২৪ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ ছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পর এই কেন্দ্রে উৎপাদন শুরু হলো।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, মঙ্গলবার রাত ৯টায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্টের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন হয়েছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা এনএলডিসি’র চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন ক্রমান্বয়ে বাড়ানো হবে।

স্টকমার্কেটবিডি.কম//

মাইক্রোবাস আমদানিতে সম্পূর্ণ শুল্কছাড় দাবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে গণপরিবহনের তীব্র সংকট রয়েছে। ১২ থেকে ১৫ আসনের মাইক্রোবাস কিছুটা হলেও এ সংকট মিটিয়ে আসছিল। কিন্তু উচ্চহারে শুল্ক–কর আরোপের কারণে এখন মাইক্রোবাসের আমদানি কমে যাচ্ছে।

এসব কথা তুলে ধরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। বর্তমানে মাইক্রোবাসের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে, যা দুই বছর আগে ছিল ৩০ শতাংশ।

বারভিডা যাত্রী পরিবহনে ব্যবহৃত এই যানের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের যে দাবি তুলেছে তার সপক্ষে যুক্তি হিসেবে বলেছে, মার্কিন ডলারের সংকটের কারণে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি অনানুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। আমদানিনীতির শর্ত পূরণ করে ঋণপত্র (এলসি) খুলতে গেলে ব্যাংকগুলো ব্যবসায়িদের অসহযোগিতা করছে। সে জন্য মাইক্রোবাসের ওপর থেকে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা দরকার।

বারভিডা বলেছে, ডলার–সংকট ও ব্যাংকগুলোর অসহযোগিতার কারণে সব ধরনের গাড়ি আমদানির স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এতে আধুনিক গণপরিবহন প্রতিষ্ঠার পথে অন্তরায় তৈরি হচ্ছে। এই অবস্থায় সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হলে মাইক্রোবাস আমদানি বাড়বে এবং এনবিআরের রাজস্ব সংগ্রহ বাড়বে।

সংগঠনটি জানায়, ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ ও লাখের বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা রিকন্ডিশন্ড গাড়ি খাত থেকে সরকার প্রতিবছর ৪ হাজার কোটি টাকার রাজস্ব পায়।

স্টকমার্কেটবিডি.কম//

মার্কিন কোম্পানি থেকে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কিন কোম্পানির কাছ থেকে ১২ হাজার টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার সরকারি ক্রয় কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

সভা শেষে সাংবাদিকরা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সাঈদ মাহবুব খানের কাছে জানতে চান, মার্কিন কোম্পানির কাছ থেকে চিনি কেনার সিদ্ধান্তের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনার ব্যত্যয় হলো কি না? জবাবে তিনি বলেন, ‘এটা তো আমি মন্তব্য করার এখতিয়ার রাখি না। কী পাস হলো, আমি শুধু সেটা জানালাম।’

এ বিষয়ে সভায় কোনো আলোচনা হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি যুক্তরাষ্ট্রের অ্যাকেনটুয়েট টেকনোলজি ইনক থেকে স্থানীয় ওএমসি লিমিটেডের মাধ্যমে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

ঢাকা সফর করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়ার এমডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ নিক হুয়াং সম্প্রতি ঢাকায় আসেন। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু’দিনের সফরে নিক হুয়াং ব্যাংকের ক্লায়েন্ট এবং স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর এ সফরের উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যতম দ্রুতবর্ধমানশীল বাজারটি কাছ থেকে পরিদর্শন করা। সফরজুড়ে তিনি পর্যবেক্ষণ করেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড কীভাবে দেশীয় বাজারকে ডিজিটালি রূপান্তরিত করছে, নতুন উদ্ভাবন ঘটাচ্ছে, টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করছে এবং ক্লায়েন্টদের সেরা মানের অভিজ্ঞতা দিতে কাজ করছে।

নিক হুয়াং চলতি বছরের মার্চে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া রিজিয়নের ক্লায়েন্ট কভারেজ, করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের (সিসিআইবি) প্রধান হিসেবে নিযুক্ত হন। ব্যাংকিং খাতে ৩৪ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন নিক হুয়াংয়ের এশিয়া ও উত্তর আমেরিকায় কাজের অভিজ্ঞতা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

দিনশেষে লেনদেনের বিএসসি; ২য় ইন্ট্রাকো রিফুয়েলিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি ৬৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডরর শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫২ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালি লাইফ ইন্সুরেন্সের ২২ কোটি ৫০ লাখ, অগ্নি সিস্টেমসের ১৯ কোটি ৬৭ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৭ কোটি ১২ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ১৬ কোটি ৫৬ লাখ, জেমিনী সী ফুডের ১৬ কোটি ৫৪ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১৬ কোটি ২৩ লাখ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. বাংলাদেশ শিপিং
  2. ইন্ট্রাকো রিফুয়েলিং
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. রূপালি লাইফ ইন্সুরেন্স
  5. অগ্নি সিস্টেমস
  6. প্যারামাউন্ট টেক্সটাইল
  7. ইউনিক হোটেল
  8. জেমিনী সী ফুড
  9. ইস্টার্ন হাউজিং
  10. চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সূচকের মিশ্র অবস্থায় কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৮১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭১১ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৪ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৬টির, আর দর অপরিবর্তিত আছে ১৮৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, রূপালি লাইফ ইন্সুরেন্স, অগ্নি সিস্টেমস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনিক হোটেল এন্ড রিসোর্টে, জেমিনী সী ফুড, ইস্টার্ন হাউজিং ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৩.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫০৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//