ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন শহীদুল ইসলাম ও কাওসার আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন মোঃ শহীদুল ইসলাম এবং কাওসার আহমেদ ৷ মোঃ শহীদুল ইসলাম পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কাওসার আহমেদ জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবি ও জাতীয় মানবাধিরকার কমিশনের সদস্য।

আজ (১৩ জুন) স্বতন্ত্র পরিচালক হিসেবে ডিএসইর ১০৫৭তম পরিচালনা পর্ষদ সভায় যোগদান করেন তারা। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ২৮ মে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে তাঁদের নিয়োগ অনুমোদন দেন৷

পরিচালনা পর্ষদের সভায় নতুন দুজন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ৩৪ বছরের ব্যাংকিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ শহীদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি নেয়া ও প্রধানমন্ত্রী গোল্ড ম্যাডেল প্রাপ্ত আইনবিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব কাওসার আহমেদ৷

নতুন এ দুজন পরিচালক নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসইর পরিচালনা পর্ষদ৷ ডিএসইর পরিচালনা পর্ষদের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷

স্টকমার্কেটবিডি.কম///

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে বিক্রিত টিকিট এবার ফেরত নেওয়া হবে না।

দুই ধাপে বিক্রি হবে ট্রেনের টিকিট।

পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।
রেলওয়ে সূত্র জানা গেছে, ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন ২৬ জুনের টিকিট, ১৭ জুন ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন ২৮ জুনের টিকিট পাওয়া যাবে।

ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন।

সেই হিসাবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট পাওয়া যেতে পারে।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশে ২০,৯৮৮ জন বিদেশি কাজ করছেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বর্তমানে বিশ্বের ১১৫টি দেশের ২০,৯৮৮ জন বিদেশি নাগরিক ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন। এর মধ্যে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি চীনের নাগরিক। দ্বিতীয় অবস্থানে আছে ভারতীয়রা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ জাতীয় সংসদে এ তথ্য জানান। নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা শিল্পকারখানা, উন্নয়ন প্রকল্প, এনজিও, আইএনজিও এবং বিভিন্ন সংস্থায় কাজ করছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশিদের মধ্যে ৬ হাজার ৭৫ জন চীনা, ৫ হাজার ৮৭৬ জন ভারতীয়, ২ হাজার ৪৬৮ জন রুশ, ১ হাজার ২৪৬ জন শ্রীলঙ্কান, ৯২৪ জন দক্ষিণা কোরিয়ান, ৫৫৭ জন জাপানি, ৪১৬ জন পাকিস্তানি, ৪৬০ জন ফিলিপিনো, ৩৯৯ জন থাই, ৩৭৮ জন বেলারুশিয়ান, ২৬৯ জন কাজাখ, ১৬৮ জন আমেরিকান, ১৩৯ জন কোরিয়ান, ১২৩ জন মালয়েশিয়ান, ১০৮ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম///

দেশে রান্নার জন্য জ্বালানির সহজলভ্যতা কমেছে: বিবিএস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে বাংলাদেশে রান্নার জন্য পরিচ্ছন্ন শক্তির সহজলভ্যতা ২৮ শতাংশে নেমে এসেছে; যা এর আগের বছর ছিল ২৯.৩%। অথচ সরকার ২০৩০ সালের মধ্যে ৩৫% সহজলভ্যতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (১৩ জুন) ঢাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২২’ শিরোনামের প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

২০১৯ সালে এর পরিমাণ ছিল ২৬.৩% এ; যা ২০২১ সালে আরও বেড়ে দাঁড়ায় ২৯.৩ শতাংশে। কিন্তু গত বছর তা কমে ২৮% এ নেমে এসেছে।

এর আগে ২০২১ সালের জ্বালানি অগ্রগতি প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রান্নার জন্য পরিষ্কার জ্বালানির সহজলভ্যতার দিক দিয়ে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে। প্রতিবেদনে আরো বলা হয়, ১২৯.৩৩ মিলিয়ন মানুষ অর্থাৎ জনসংখ্যার মোট ৭৭% এর বাড়িতে রান্নার জন্য পরিষ্কার জ্বালানি এবং প্রযুক্তির সহজলভ্যতা ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯২% গ্রামীণ পরিবার রান্না এবং গরম করার জন্য কাঠ, কয়লা, গবাদি পশুর গোবরের মতো জ্বালানির উপর নির্ভর করে। মূলত স্বল্প বা বিনা খরচের হওয়ায় জ্বালানির এসব উৎস মূলত দরিদ্ররাই ব্যবহার করে থাকেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী জনসংখ্যার ৬৬% এর রান্নার জন্য পরিষ্কার জ্বালানি ও প্রযুক্তির অ্যাক্সেস রয়েছে। এরমধ্যে রয়েছে বিদ্যুৎ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস, সৌর শক্তি এবং অ্যালকোহল-ফুয়েল চুলা।

স্টকমার্কেটবিডি.কম///

টিসিবির কার্ডে ৫ কেজি চাল যুক্ত হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী জুলাই মাস থেকে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে তেল, চিনি ও মশুর ডালের পাশাপাশি পাঁচ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতি লিটার সয়াবিন তেলে ১০টাকা হ্রাস করা হয়েছে যার সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছে বলে জানান মন্ত্রী।

আজ রাজধানীর তেজগাঁওয়ে জুন/২৩ মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে আমরা প্রতি মাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মশুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। আগামী মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে এখন অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে চাল দেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ সফিউল্লাহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে নাভানা ফার্মা; ২য় সি পার্ল বিচ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪২ কোটি ২০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৭১ লাখ।

মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২১ কোটি ১৫ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ৬৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৯ কোটি ৪৮ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৬ কোটি ২৬ লাখ, ইয়াকিন পলিমারের ১৫ কোটি ৪১ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১৫ কোটি ৩০ লাখ ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. নাভানা ফার্মা
  2. সি পার্ল বিচ রিসোর্ট
  3. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  4. ট্রাষ্ট ইসলামী লাইফ
  5. সোনালী লাইফ ইন্স্যুরেন্স
  6. বিএসসি
  7. রূপালী লাইফ ইন্সুরেন্স
  8. ইয়াকিন পলিমার
  9. ফারইস্ট ইসলামী লাইফ
  10. ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড।

দুই এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও অনেকটা কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ১৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৮১ কোটি ৪৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২১টির আর দর অপরিবর্তিত আছে ১৬৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – নাভানা ফার্মাসিউটিক্যালস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৯.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬২০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

এডিবি থেকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারি-পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে।

অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ মঙ্গলবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানিয়েছে।

মহামারি-পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে।

এডিবি বলেছে, দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উত্পাদনশীলতা উন্নত করতে এবং ছোট ব্যবসা, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন ব্যবসায়গুলোকে স্বল্প খরচে অর্থ পেতে সহায়তা করতে বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।

ঋণ বিষয়ে এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান জনব্যবস্থাপনা বিষয়ক অর্থনীতিবিদ আমিনুর রহমানের ভাষ্য, ‘এই ঋণ বাংলাদেশকে রাজস্ব বাড়াতে, সরকারি ব্যয় ও পাবলিক প্রকিউরমেন্টে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কার করতে এবং ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ব্যাংকিং খাত থেকে স্বল্প সুদে সাশ্রয়ী মূল্যের ঋণ পেতে সাহায্য করবে।’

‘এবিডির এই কর্মসূচিটি জেন্ডার, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাইজেশনের ওপর বেশি গুরুত্ব দেয়, যার মাধ্যমে সরকারের দরিদ্র ও দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার প্রচেষ্টাকে শক্তিশালী করতে সক্ষম করে।’

স্টকমার্কেটবিডি.কম////

প্যারামাউন্ট টেক্সটাইলের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হবে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

আগামীকাল বুধবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এম