পণ্য মূল্য বাড়ানো অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে যথেষ্ট পরিমাণে নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকার পরও পণ্য মজুত করে মূল্য বাড়ানো অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সম্প্রতি সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রীর ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট’ এবং কাতারে ‘ইকনোমিক ফোরামে’ অংশগ্রহণ সম্পর্কিত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে শুরুতে তিনি সফর নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোক তো থাকে সুযোগসন্ধানী। যুদ্ধের কারণে কিন্তু সবকিছুর দাম বেড়ে গেছে; পরিবহন ব্যয় বেড়ে গেছে, পণ্যের দাম বেড়ে গেছে। নিষেধাজ্ঞার কারণে কানাডা থেকে আমরা ২’শ ডলারের গম ৬’শ ডলারে কিনেছি। ৮’শ ডলারের জাহাজ ভাড়া আমাদের প্রায় ৪ হাজার ডলার দিয়ে আনতে হয়েছে।’

‘এটা ঠিক যারা নির্দিষ্ট আয়ের লোক তাদের ওপর চাপ পড়ে। এক্ষেত্রে অন্যান্য দেশ যেসব পদক্ষেপ নিয়েছে, আমরা কিন্তু সেসব অনুসরণ করে একটা পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘পাশাপাশি আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় ১ কোটি মানুষকে আমরা খাবার সাহায্য দেবো। তাছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিস যাতে স্বল্প মূল্যে কিনতে পারে সেজন্য টিসিবির মাধ্যমে কার্ডের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবো। সেখানে বেশি দামে কিনে ভর্তুকি দিচ্ছি। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমরা কিন্তু এ কাজটি করেছি।’

অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য উৎপাদন বাড়ানোর কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘পর্যাপ্ত পরিমাণে থাকার সত্ত্বেও যখন দাম বাড়ে, কিছু লোক (মজুতদার) ইচ্ছা করে দাম বাড়ায়- তখনই আমাদের কিছু বিকল্প পদক্ষেপ নিতে হয়।’

স্টকমার্কেটবিডি.কম///

ছেঁড়া-ফাটা নোট গ্রহণে সব ব্যাংকে নোটিশ টাঙানোর নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের তফসিলি ব্যাংকের সকল শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণে পুনরায় তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ছেঁড়া-ফাটা নোট নেওয়ার নোটিশ সব ব্যাংকে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) শাখা থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে।

ডিসিএম শাখার পরিচালকের স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালে এসংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল।

নির্দেশনায় আরো বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের প্রত্যেক শাখায় আবশ্যিকভাবে কাউন্টারের সামনে বা জনসাধারণ সহজে দেখতে পায়, এমন স্থানে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত নোটিশ অবিলম্বে স্থাপন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

পশুর ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা যাবে না এবং এ ধরনের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা, মানি এস্কর্ট, জালনোট শনাক্তকরণ, সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় তিনি এই কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুবাহী কোনো ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা যাবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনদুর্ভোগ এড়াতে হাটের চৌহদ্দির বাইরে কোনো গরু রাখা যাবে না। রাস্তায় গরু রাখা যাবে না। আগামী ২৫ জুনের আগে হাটে গরু উঠানো যাবে না।

ইজারাদারদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ট্রাক থেকে কোথাও গরু নামাতে বাধ্য করা যাবে না। হাটে নেওয়ার জন্য গরু নিয়ে টানাটানি করা যাবে না। ব্যবসায়ীকে তাদের পছন্দমতো হাটে গরু নিয়ে যেতে দিবে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

আন্তর্জাতিক বাজারে জামদানি নিয়ে কাজ করছে বিজিএমইএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে ভালো দাম পেতে দেশীয় হেরিটেজ ম্যাটেরিয়ালের (জামদানি) ফ্যাশন আইটেম তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি ও বৈশ্বিক পোশাক বাজারের ১২ শতাংশ দখলের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বিজিএমইএ।

এ পরিকল্পনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতায় ১৬০ জন শিক্ষার্থী, তাঁতি ও জামদানি করিগরকে প্রশিক্ষণ দিয়েছে সংগঠনটি।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, ‘প্রশিক্ষণ নেওয়া এই ১৬০ জন পোশাকে স্থানীয় মোটিফসহ নতুন নকশা তৈরি করতে পারবে। আমরা আশা করছি, দেশীয় পোশাক নির্মাতারা জামদানি কাপড় দিয়ে উচ্চমানের পোশাক উৎপাদন শুরু করবে।’

আজ বুধবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম///

বেসিক ব্যাংকের বাচ্চুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসিক ব্যাংক কেলেঙ্কারির প্রধান হোতা ও সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (২১ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমি যতদূর জানি, আবদুল হাই বাচ্চু দেশেই আছেন। তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন এবং তাকে যাতে কাঠগড়ায় দাঁড়াতে হয় ও বিচারের মুখোমুখি করতে পারি, সেজন্য বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবদুল হাই বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

স্টকমার্কেটবিডি.কম///

আমের ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশুও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রথমবারের মতো কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদ উপলক্ষে উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে রেলওয়ে এ বিশেষ উদ্যোগ নিয়েছে।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আসিম কুমার তালুকদার বলেন, ‘গত কয়েক বছর ধরেই ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে গরু-ছাগলসহ কোরবানির পশু রাজধানী ঢাকাতে পরিবহন করা হচ্ছে। এবারও উত্তরবঙ্গের কোরবানির পশু ঢাকায় পরিবহনের উদ্যোগ নিয়েছে পশ্চিম রেলওয়ে।’

আম পরিবহন ট্রেনের ৬টি বগির মধ্যে ৩টি পশু পরিবহনের জন্য এবং ৩টি আম পরিবহনের জন্য নিয়োজিত হবে। তবে এ বছর আমের ভরা মৌসুম হওয়ায় আম পরিবহনে নিয়োজিত ট্রেনে করেই পশু পরিবহন করা হবে বলে জানান তিনি।

পশ্চিম রেলের জিএম বলেন, ‘আগামি বৃহস্পতি ও শুক্রবার অথবা শুক্রবার ও শনিবার দুদিন কোরবানির পশু ও আম একসঙ্গে পরিবহন করবে রেলওয়ে। এজন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আম পরিবহন ট্রেনের ৬টি বগির মধ্যে ৩টি পশু পরিবহনের জন্য এবং ৩টি আম পরিবহনের জন্য নিয়োজিত হবে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম///

আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজের নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

এর আগে রাজধানীর বনানী থানার মানিলন্ডারিং আইনে করা মামলায় আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ ও মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশগমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইমের পরিদর্শক মো. মনিরুজ্জামান।

চলতি বছরের মে মাসে বনানী থানায় মানিলন্ডারিং আইনের ৪(২)/৪(৪)/৪(৩) ধারায় মামলা করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ ও মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশগমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে বিচারক আজ তা মঞ্জুর করেন।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে জেমিনী সী; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ১৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৮ লাখ।

মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিংয়ের ১১ কোটি ৮১ লাখ, ইয়াকিন পলিমারের ১১ কোটি ৭৩ লাখ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১১ কোটি ৩৮ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৩২ লাখ, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ১৯ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ১০ কোটি ১৩ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

সিটি জেনারেল ইন্সুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদী ঋণমান এসেছে ‘সিপিএএ+’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও আবাসন শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু