দেশে যথেষ্ট পরিমাণে নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকার পরও পণ্য মজুত করে মূল্য বাড়ানো অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সম্প্রতি সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রীর ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট’ এবং কাতারে ‘ইকনোমিক ফোরামে’ অংশগ্রহণ সম্পর্কিত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে শুরুতে তিনি সফর নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোক তো থাকে সুযোগসন্ধানী। যুদ্ধের কারণে কিন্তু সবকিছুর দাম বেড়ে গেছে; পরিবহন ব্যয় বেড়ে গেছে, পণ্যের দাম বেড়ে গেছে। নিষেধাজ্ঞার কারণে কানাডা থেকে আমরা ২’শ ডলারের গম ৬’শ ডলারে কিনেছি। ৮’শ ডলারের জাহাজ ভাড়া আমাদের প্রায় ৪ হাজার ডলার দিয়ে আনতে হয়েছে।’
‘এটা ঠিক যারা নির্দিষ্ট আয়ের লোক তাদের ওপর চাপ পড়ে। এক্ষেত্রে অন্যান্য দেশ যেসব পদক্ষেপ নিয়েছে, আমরা কিন্তু সেসব অনুসরণ করে একটা পদক্ষেপ নিয়েছি।’
তিনি বলেন, ‘পাশাপাশি আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় ১ কোটি মানুষকে আমরা খাবার সাহায্য দেবো। তাছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিস যাতে স্বল্প মূল্যে কিনতে পারে সেজন্য টিসিবির মাধ্যমে কার্ডের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবো। সেখানে বেশি দামে কিনে ভর্তুকি দিচ্ছি। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমরা কিন্তু এ কাজটি করেছি।’
অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য উৎপাদন বাড়ানোর কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘পর্যাপ্ত পরিমাণে থাকার সত্ত্বেও যখন দাম বাড়ে, কিছু লোক (মজুতদার) ইচ্ছা করে দাম বাড়ায়- তখনই আমাদের কিছু বিকল্প পদক্ষেপ নিতে হয়।’
স্টকমার্কেটবিডি.কম///