ম্যারিকো বাংলাদেশের ২৩তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ম্যারিকো’র বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান সৌগত গুপ্তা।

সভায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকর; বোর্ড সদস্যবৃন্দ; ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস পারভীন মাহমুদ (অডিট কমিটির চেয়ারম্যান); জাকির আহমেদ খান (নমিনেশন ও রেমুনারেশন কমিটির চেয়ারম্যান); এবং শীলা আর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান সৌগত গুপ্তা বোর্ড অব ডিরেক্টরস, শেয়ারহোল্ডারস, রেগুলেটরি স্টেকহোল্ডারস এবং অন্যান্য কর্মকর্তাদের এজিএম-এ স্বাগত জানান। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চ্যুয়ালি এতে অংশ নেন, যেখানে সর্বসম্মতিক্রমে নোটিশ অনুযায়ী সকল প্রস্তাবিত এজেন্ডা পাশ করা হয়।

এজিএম-এর প্রধান এজেন্ডা ছিল; ডিরেক্টর ও অডিটরের প্রতিবেদনসহ ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত বছরের অডিটেড আর্থিক বিবৃতি গ্রহণ, পরিচালনা পরিষদের সুপারিশকৃত ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত বছরের লভ্যাংশের অনুমোদন, পরিচালকদের পুনঃনির্বাচন ও স্ট্যাচুটরি অডিটর ও কমপ্লায়েন্স অডিটর নিয়োগ এবং সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের অনুমোদন প্রদান।

এজিএম চলাকালে, পূর্বঘোষিত ও প্রদানকৃত ৭৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ হিসাবে ঘোষণা করা হয়। এর আগে, ২০২৩ অর্থবছরের মধ্যবর্তী-ত্রৈমাসিক অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ছিল ৪৫০ শতাংশ এবং অপর ত্রৈমাসিক অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ছিল ৩০০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////

আল-হাজ্ব টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত ও শিল্প খাতের কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ জুলাই এ শেয়ারের দর ছিল ১৭৫.৭০ টাকা এবং গতকাল রবিবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২০৬.৯০ টাকা।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় আল-হাজ্ব টেক্সটাইল মিলর্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

নাভানা ফার্মাসিউটিক্যালসের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ৫ বছর মেয়াদী ১৫০ কোটি টাকার Unsecured, Coupon bearing, 60% Conversion Feature সমৃদ্ধ বন্ড ইস্যু এবং আইপিও তহবিল ব্যবহারের আংশিক পরিবর্তনের অনুমোদন প্রদান করা হয়। শেয়ারহোল্ডারগন কোম্পানির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উন্নয়নের অগ্রযাত্রায় কোম্পানির প্রতি পূর্ণ সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মোঃ জোনায়দ শফিক ও অন্যান্য পরিচালকবৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম////

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৯২ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামীকাল ১ আগষ্ট থেকে ৯২ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০১৮ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, ৩য় দফায় গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, ৪র্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, ৫ম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ৭ম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ৮ম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ৯ম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ও ২০১৯ সালের ১০ম দফায় থেকে ৩০ দফায় এই লেনদেন বন্ধ রাখা হয়।

৩০ দফায় ২০২০ সালের ২৭ ডিসেম্বর হতে ২০২১ সালের ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি। একই বছরের ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত লেনদেন বন্ধ রাখা হয়।

আর ৫৪ দফায় ২০২১ সালের ২৪ ডিসেম্বর হতে ২০২২ সালের ৭ জানুয়ারি থেকে ৭৮ দফায় ২১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ৭৯ দফায় ১০ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি, ৮০ দফায় ২৫ জানুয়ারি হতে ৭ ফেব্রুয়ারি এবং ৮১ দফায় ৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি, ৮২ দফায় ২৬ ফেব্রুয়ারি হতে ১২ মার্চ, ৮৩ দফায় ১৩ মার্চ হতে ২৭ মার্চ, ৮৪ দফায় ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল, ৮৫ দফায় ১২ এপ্রিল হতে ২৬ এপ্রিল, ৮৬ দফায় ২৭ এপ্রিল থেকে ১১ মে, ৮৭ দফায় ১৪ মে থেকে ২৭ মে, ৮৮ দফায় ২৮ মে থেকে ১২ জুন, ৮৯ দফায় ১৩ জুন থেকে ২৬ জুন , ৯০ দফায় ২ জুলাই থেকে ১৬ জুলাই, ৯১ দফায় ১৬ জুলাই থেকে ৩১ জুলাই এবং পরবর্তী ৯২ দফায় ১ আগষ্ট থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম////

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আবেদনের সময় বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদনের সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  বাংলাদেশ ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আবেদনপত্র দাখিলের সময়সীমা আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রকাশনা) সাঈদা খানমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদনের লক্ষ্যে সকল আবেদনকারীর পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনা করে এই সময় বাড়ানো হলো।

আবেদনের ক্ষেত্রে আগের বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২০ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তিতে প্রকাশের মাধ্যমে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আবেদন নেওয়া হবে অনলাইনে। অনলাইনে আবেদন জমা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আলাদা একটা পাতা খুলেছে। সেখানে গিয়ে আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। আবেদন ফি বাবদ বাংলাদেশ ব্যাংককে অফেরতযোগ্য পাঁচ লাখ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম মূলধন লাগবে ১২৫ কোটি টাকা। প্রচলিত ধারার ব্যাংক করতে প্রয়োজন হয় ৫০০ কোটি টাকা। ডিজিটাল ব্যাংকের প্রত্যেক উদ্যোক্তাকে কমপক্ষে ৫০ লাখ টাকা মূলধন জোগান দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ব্যাংক স্থাপনে উদ্যোক্তাদের অর্ধেককে হতে হবে প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং, উদীয়মান প্রযুক্তি, সাইবার আইন ও বিধিবিধান বিষয়ে শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন। বাকি অর্ধেককে হতে হবে ব্যাংকিং, ই-কমার্স এবং ব্যাংকিং আইন ও বিধিবিধান বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন। ডিজিটাল ব্যাংককে কোম্পানি আইন অনুযায়ী প্রচলিত ব্যাংকের মতো সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ন্যূনতম নগদ জমা (সিআরআর) ও বিধিবদ্ধ জমা (এসএলআর) বজায় রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আসবে সেপ্টেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) পারমাণবিক জ্বালানি সেপ্টেম্বরে দেশে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রী ও রোসাটমের ডিজির বৈঠকের বিষয়াদি লিখাচেভের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আরএনপিপির কাজ শত বাধা অতিক্রম করে এগিয়েছে এবং এই কেন্দ্রের জন্য পরমাণু জ্বালানি সেপ্টেম্বরে বাংলাদেশে পৌঁছবে।’

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইহসানুল করিম বলেন, রোসাটম ডিজি প্রধানমন্ত্রীকে আরএনপিপির সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করাসহ প্রকল্পটি নিয়ে আলোচনা করেন।

তারা আরএনপিপির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নিয়েও কথা বলেন। প্রধানমন্ত্রী কভিড-১৯ মহামারি এবং বৈশ্বিক সংকট সত্ত্বেও আরএনপিপির কাজ এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি প্রযুক্তি ও আর্থিক সহায়তার জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

মহান মুক্তিযুদ্ধে এবং যুদ্ধপরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করে শেখ হাসিনা ভবিষ্যতেও রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, অ্যাম্বাসাডর অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসেন এবং রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল; ২য় ওয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪২ কোটি ৮৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৮ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ২৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ২৫ কোটি ৯ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ৮৬ লাখ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১৯ কোটি ৫৯ লাখ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১৮ কোটি ৪১ লাখ, জনতা ইন্সুরেন্সের ১৬ কোটি ৬০ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ কোটি ৯৫ লাখ ও মেট্রো স্পিনিং লিমিটেডের ১৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. জে এম আই হসপিটাল
  2. ফু-ওয়াং ফুডস
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. কন্টিনেন্টাল ইন্সুরেন্স
  5. খান ব্রাদার্স
  6. ক্রিস্টাল ইন্সুরেন্স
  7. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  8. জনতা ইন্সুরেন্স
  9. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  10. মেট্রো স্পিনিং লিমিটেড।

ডিএসইতে ৬৬৫ ও সিএসইতে ১০ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব গুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩২৪ পয়েন্টে।আর ডিএসই শরীয়াহ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৫৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬২৬ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৩টির আর দর অপরিবর্তিত আছে ১৭৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, ফু-ওয়াং ফুডস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও মেট্রো স্পিনিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৮৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৬৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ৮১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৩ বার পেছাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে আবারও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করার জন্য সিআইডি আজ পর্যন্ত মোট ৭৩ বার সময় নিয়েছে।

সেখান থেকে অন্তত ৮১ বিলিয়ন মার্কিন ডলার ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। এরপর যেখান থেকে ওই ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে ব্যয় হয়। ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা। এ পর্যন্ত, বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে পেরেছে। গত বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ৬৬ মিলিয়ন ডলার চুরির তহবিল উদ্ধারের জন্য মার্কিন আদালতে রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করে।

স্টকমার্কেটবিডি.কম////