লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক; ২য় খান ব্রাদাস্

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৭ কোটি ৭০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৩২ লাখ।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ১৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৪ কোটি ৭৬ লাখ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১৩ কোটি ১৭ লাখ, অ্যাডভেন্ট ফার্মার ১১ কোটি ৮৯ লাখ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১১ কোটি ৫৬ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৭২ লাখ, জে এম আই হসপিটাল রিকুইসিটের ১০ কোটি ২২ লাখ ও ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. ফু-ওয়াং সিরামিক
  2. খান ব্রাদার্স
  3. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  4. রূপালি লাইফ ইন্সুরেন্স
  5. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  6. অ্যাডভেন্ট ফার্মা
  7. প্রাইম ইসলামী লাইফ
  8. সিমটেক্স ইন্ডাস্ট্রি
  9. জেএমআই হসপিটাল রিকুইসিট
  10. ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস।

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৪৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৭০ কোটি ৩৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৬টির আর দর অপরিবর্তিত আছে ১৬৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, রূপালি লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল রিকুইসিট ও ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ঋণমান ‘বিবিবি’ ও ‘এসটি-৪’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ঋণমান এসেছে ‘বিবিবি’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৪’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

কনফিডেন্স সিমেন্টের ঋণমান ‘এএ৩’ ও ‘এসটি-২’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ৩’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্টান্ডার্ড ব্যাংকের ঋণমান ‘এএ+’ ও ‘এসটি-২’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউরো অঞ্চলের মূল্যস্ফীতি কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরো অঞ্চলের মূল্যস্ফীতির হার কমছে। জুনে ইউরো মুদ্রা ব্যবহারকারী ২০টি দেশের মূল্যস্ফীতির বার্ষিক হার ছিল ৫.৫ শতাংশ। গত মে মাসে এই হার ছিল ৬.১ শতাংশ। মূলত জ্বালানির মূল্য অনেকটা কমার কারণে জুনে মূল্যস্ফীতির হার কমেছে।

দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, জ্বালানি ও খাদ্য ছাড়া অন্যান্য পণ্যের দামের ভিত্তিতে যে কোর মূল্যস্ফীতির হিসাব করা হয়, তার হার জুনে কিছুটা বেড়েছে। জুনে ইউরোপীয় অঞ্চলের কোর মূল্যস্ফীতি ছিল ৫.৪ শতাংশ, মে মাসে যা ছিল ৫.৩ শতাংশ।

কোর মূল্যস্ফীতির হার বৃদ্ধি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) জন্য কিছুটা ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তাঁরা বলেছেন, মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রার মধ্যে আসার আগ পর্যন্ত তাঁরা নীতি সুদহার বাড়িয়ে যাবেন।
তবে কোর মূল্যস্ফীতির হার বাড়ার কারণে ইসিবিকে হয়তো কিছুটা বেশি হারে নীতি সুদহার বাড়াতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যানবিষয়ক সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যানুসারে, জুনে ইউরোপে জ্বালানির মূল্য ৫.৬ শতাংশ কমেছে, মে মাসে যা ছিল ১.৮ শতাংশ। এ ছাড়া জুনে খাদ্য, অ্যালকোহল ও তামাকের মূল্যবৃদ্ধির হার কমেছে। মে মাসে এ হার ছিল ১২.৫, জুনে তা কিছুটা কমে দাঁড়িয়েছে ১১.৭।

স্টকমার্কেটবিডি.কম///

কয়লা নিয়ে পায়রা বন্দরে আরও এক বিদেশি জাহাজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পায়রা বন্দরে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি বিদেশি জাহাজ। রবিবার (২ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। বর্তমানে পানামার পতাকাবাহী জাহাজটি ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ।

ইনার অ্যাংকোরেজে পৌঁছানোর পর লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে। গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। এর আগে ৫ জুন কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম////

জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। গত ২৫ জুন কোম্পানিটি ন্যাশনাল গ্রিডে যুক্ত হয়েছে এবং ব্যাক ফিড পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলোর মধ্যে ইউনিক মেঘনাঘাট পাওয়ার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, স্ট্রাট্রেজিক ফিন্যান্স, নেবার্স পাওয়ার ইনভেস্টমেন্ট মেঘনাঘাট বি.ভি এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট সফলভাবে জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

নতুন বাজেট কার্যকর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে এবারের বাজেট কার্যকর হচ্ছে শনিবার (১ জুলাই) থেকে। গত ২৬ জুন ২০২৩-২৪ অর্থবছরের এই বাজেট পাস হয়। এবার বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন।
এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে পাস হয়।

এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ১০ সংসদ সদস্য মোট ৫০২টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ খাতে দুটি মঞ্জুরি দাবিতে আনা ছাঁটাই প্রস্তাবের ওপর বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

২৫ জুন সংসদে অর্থ বিল ২০২৩ পাসের মাধ্যমে বাজেটের আর্থিক ও কর প্রস্তাব সংক্রান্ত বিধিবিধান অনুমোদন করা হয়। আর ১ জুন নতুন ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটে সার্বিক ঘাটতি দাঁড়াবে দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। এ ঘাটতি মেটাতে ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫০ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/