সিঙ্গারের ১৭২বছর পূর্তিতে উরাধুরাFriday-তে ৭২% পর্যন্ত ডিসকাউন্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিঙ্গারের ১৭২বছর পূর্তি উপলক্ষে ৩, ৪ এবং ৫ই আগস্ট singerbd.comতে চলবে ৩ দিনব্যাপী স্পেশাল Uradhura Friday।

এই Uradhura ক্যাম্পেইনে অনলাইন অর্ডারে Singerbd.com- এ থাকবে সর্বোচ্চ ৭২% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও গ্রাহকরা টিভিতে উপভোগ করতে পারবে সর্বোচ্চ ১১,০০০ টাকা পর্যন্ত স্পেশাল ক্যাশ ডিসকাউন্ট এবং রেফ্রিজারেটরে থাকছে সর্বোচ্চ ১৯% পর্যন্ত ডিসকাউন্ট।

পাশাপাশি গ্রাহকরা ওয়াশিং মেশিন ,মাইক্রোওয়েভওভেন, সু্ইংমেশিন, স্মলহোম এপ্লায়েন্স সহ বিভিন্ন সিঙ্গার পণ্যে লুফেনিতে পারবেন আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট।

আরও থাকছে অনলাইন অর্ডারে নির্দিষ্ট মডেলে ফ্রী হোমডেলিভারি, ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্ট সুবিধা এবং ১২ মাসে সহজ কিস্তিতে ক্রয়ের সুযোগ।

৩, ৪ এবং ৫ই আগস্ট তারিখে singerbd.com ভিজিটকরুন এবং উরাধুরা friday এর সঙ্গে সিঙ্গারের ১৭২ বছর Anniversary স্পেশাল উৎসবের অংশগ্রহন।

স্টকমার্কেটবিডি.কম/////

সানলাইফ ইন্স্যুরেন্সের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমেটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। বিমা সূত্রে এই তথ্য জানা যায়।

বুধবার (২ আগস্ট) অনুষ্ঠিত গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে । এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

এফবিসিসিআইতে নতুন সভাপতি মাহবুবুল আলম

এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এফবিসিসিআই)’ আসলো নতুন নেতৃত্ব। ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির ২০২৩-২৫ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল আলম। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে সংগঠনটির নবনির্বাচিত ৮০ পরিচালকের ভোটে মাহবুবুল আলম সভাপতি নির্বাচিত হন।

এ ছাড়া সংগঠনের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিন হেলালী। আর নির্বাচিত ছয় সহসভাপতি হলেন- খায়রুল হুদা চপল, আনোয়ার সাদাত সরকার, জোসদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হাসান রনি ও মনির হোসেন।

গত ৩১ জুলাই এফবিসিসিআই’র ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন সংগঠনটির ২৩টি পরিচালক পদে ভোট হয়। বাকি পদগুলোতে ভোটের প্রয়োজন হয়নি। আর নবনির্বাচিত ৮০ জন পরিচালকের ভোটে বুধবার সংগঠনটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয় সহ-সভাপতি নির্বাচিত হলেন।

উল্লেখ্য, এর আগে গত ২০ জুন রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এফবিসিসিআই’র বর্তমান ও সাবেক সভাপতিরা মাহবুবুল আলমকে সংগঠনটির পরবর্তী সভাপতি হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন।

স্টকমার্কেটবিডি.কম/////

সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উদ্বোধন হল দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেড। বুধবার (২ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বেক্সিমকো পাওয়ার নির্মিত দুইশ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ডিসেম্বর থেকে কেন্দ্রটির বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের সাড়ে ছয়শ একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুৎকেন্দ্র। তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।

তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন। নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টারসহ সব ধরনের যন্ত্র।

বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বিদ্যুৎকেন্দ্রটি রক্ষায় নির্মাণ করা হয়েছে বাঁধ ও চলাচলের জন্য সাত কিলোমিটার সড়ক। যার সুবিধা পাচ্ছেন স্থানীয়রা।

রংপুর সফরে এসে উত্তরের মানুষে জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি পূরনের অংশ হিসেবে এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে উৎপাদিত বিদ্যুৎ। এ কেন্দ্র থেকে দিনে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

প্রকল্পটি নিয়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেড এর চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটা রোডম্যাপ আছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, পরিবেশ রক্ষা নিয়ে। সরকার এটা নিয়ে অনেক কাজ করছে। বেক্সিমকো অনেক খাতে পাইওনিয়ার। আমরা মনে করি, এই রিনিউয়াবল এনার্জি সেক্টর ভবিষ্যৎ জ্বালানির জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই আমরা এখাতে বিনিয়োগের সিদ্ধান্ত নেই।

স্টকমার্কেটবিডি.কম/////

এসেনশিয়াল ড্রাগসে ৪৭৭ কোটি লোপাটের বিষয় জানাতে নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) ২০২০-২১ অর্থবছরের অডিট প্রতিবেদনে ৩২টি গুরুতর অনিয়মে সরকারি প্রায় ৪৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির ঘটনা দুদক বিধি অনুসারে অনুসন্ধান করতে পারবে।

অনুসন্ধান করে তা হাইকোর্টকে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা স্বতঃপ্রণোদিত রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে এসেনসিয়াল ড্রাগসের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট ড. কাজী আকতার হামিদ, মোতাহার হোসেন সাজু ও আবদুন নূর দুলাল। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট খুরশীদ আলম খান। সিনিয়র এডভোকেট ড. কাজী আকতার হামিদ আদালতের আদেশের বিষয়টি বাসস’কে জানান।

বিষয়টি নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর গত ১২ মার্চ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দিয়েছিলেন। এরপর দুদক অনুসন্ধান শুরু করে। গত ১১ মার্চ দৈনিক পত্রিকাটিতে ‘দুর্নীতির আখড়া এসেনশিয়াল ড্রাগস সরকারি অডিটে ৩২ অনিয়ম, ৪৭৭ কোটি টাকা লোপাট’ শীর্ষক শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, এ এক সরকারি অর্থ লুটপাটের স্বর্গরাজ্য। ক্যান্টিন বন্ধ। কিন্তু বিল তোলা হয়েছে ভর্তুকির। কাঁচামালের তুলনায় ওষুধের উৎপাদন কম দেখিয়ে করা হয়েছে তছরুপ। বিধি লঙ্ঘন করে টেন্ডার প্রদান। বিনা বিজ্ঞপ্তির মাধ্যমে এডহক ভিত্তিতে নিয়োগ বাণিজ্য এমন কোনো অনিয়ম নেই যা হয়নি এখানে। এটি দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ্স কোম্পানি লিমিটেডে (ইডিসিএল)। শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এটি।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সরকারি অডিটেই আর্থিক বড় দুর্নীতির চিত্র উঠে এসেছে। গত ২০২০-২০২১ অর্থবছরের অডিট প্রতিবেদনে ৩২টি গুরুতর অনিয়মে সরকারি ৪৭৭ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৩৭৮ টাকার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটিতে।

স্টকমার্কেটবিডি.কম/////

১২ কেজি এলপিজির দাম ১৪১ টাকা বেড়ে ১১৪০

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বুধবার বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি কেজি এলপিজির মূল্য ৮ টাকা ৯৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত জুলাই মাসের শুরুতে ৬ টাকা ২৭ পয়সা কমিয়ে ৮৩ টাকা ২১ পয়সা করা হয়েছিল। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়িয়েছিল ৯৯৯ টাকা।

প্রতি লিটার অটোগ্যাস জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা। অটোগ্যাসের মূল্য বাড়িয়ে প্রতি লিটারের দাম ৫২ টাকা ১৭ পয়সা করা হয়েছে।

বিইআরসির সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী, ১২ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৫ কেজি ৫২২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজি ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজি ১ হাজার ৭০৯ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজি ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজি ২ হাজার ৮৯৪ টাকায় বিক্রি হবে।

এছাড়া, ৩৩ কেজি ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৩২৪ টাকা ও ৪৫ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৪ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

জুলাই মাসে রপ্তানি বেড়েছে ১৫.২৬ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে রপ্তানিকারকদের আয় ৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার।

রপ্তানি বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

জুলাইয়ে পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

এদিকে গতকাল বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জুলাইয়ে প্রবাসী আয় প্রায় ৬ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল; ২য় ফু-ওয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩০ কোটি ২৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ১৭ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ২১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)র ২০ কোটি ৩৮ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১৮ কোটি ২৮ লাখ, জেমিনি সী ফুডসের ১৭ কোটি ৯০ লাখ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১৫ কোটি ৮৯ লাখ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৫ কোটি ৭১ লাখ, মেট্রো স্পিনিং মিলসের ১৫ কোটি ৩৪ লাখ ও খান ব্রাদার্স পি.পি. এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. জেএমআই হসপিটাল রিকুইসিট
  2. ফু-ওয়াং ফুডস
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. বিএসসি
  5. খান ব্রাদার্স পি.পি. ওভেন
  6. জেমিনি সী ফুডস
  7. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  8. কন্টিনেন্টাল ইন্সুরেন্স
  9. মেট্রো স্পিনিং মিলস
  10. এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ।