জাতির পিতার প্রতি ইউনিয়ন ব্যাংকের শ্রদ্ধা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ব্যাংকেরব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

১৫ আগস্ট ২০২৩ ইং এ উপলক্ষে বিভিন্ন এতিমখানা, অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপন, শোক সমাবেশএবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও নির্বাহীবৃন্দ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

বিএসসিতে জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।

সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনপূর্বক অর্ধনমিত রাখা হয়। সকাল ১০.০০ ঘটিকায় বিএসসির কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিবিএ ও নন-সিবিএ প্রতিনিধিগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

সকাল ১০.৩০ ঘটিকায় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো: জিয়াউল হক বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্ট ১৯৭৫ এর সকল শহিদের স্মরণে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক, কমডোর মো: জিয়াউল হক ।

সভায় তিনি বলেন যে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতা ও নির্দেশনায় ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারী গঠিত হয় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বর্তমানে বিএসসি সরকারের পরিবহন খাতে একটি লাভজনক প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিএসসির উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে সমুদ্র পরিবহনে জনগণ ও সরকারের অংশীদারিত্ব নিশ্চিতকরণের জন্য তিনি সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান। অফিসের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দেশ-বিদেশে অবস্থিত বিএসসির বিভিন্ন জাহাজে বঙ্গবন্ধুর জীবনী ও তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং স্থানীয় এজেন্ট ও স্টেক হোল্ডারদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবশেষে, বাদ জোহর বিএসসির ইবাদতখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। কর্মসূচির সার্বিক দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, উপ-সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন), বিএসসি, চট্টগ্রাম।

স্টকমার্কেটবিডি.কম////