পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ভারত।

অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের নয়াদিল্লি সংবাদদাতা জানিয়েছেন, আজ শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

স্টকমার্কেটবিডি.কম/////।

ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৫৫ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে দশমিক ৫৫ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৪১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪ দশমিক ৩৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম////

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড; ২য় সী পার্ল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ৮৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের ৩৪ লাখ ১৮ হাজার ১৬৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৬১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের ৭ লাখ ৫৪ হাজার ২৯৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ৪০ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৪০ কোটি ৭ লাখ ১০ হাজার টাকার, বিএসসির ৩৪ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকার, রূপালী লাইফের ৩৩ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৩২ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার, আরডি ফুডের ২৯ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার এবং এমারেল্ড ওয়েলের ২৯ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

৪ দিনে ডিএসইতে মূলধন কমলো ২ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে ২০০ কোটি ১৬৪ টাকা বাজার মূলধন কমেছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৪৯৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ কোটি ১৬৪ টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫৮১ কোটি ৮ লাখ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৮ পয়েন্টে এবং ২ হাজার ২২১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭টির , কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৮ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৩৩ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১ কোটি ৭৬ লাখ টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির দর বেড়েছে, ১০৬টির দর কমেছে এবং ১৩৪ টির দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////