কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করায় অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমানের কাছ থেকে সুপার-সমকাল ‘আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড-২০২৩’ গ্রহণ করছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস. এম. শোয়েব হোসেইন নোবেল এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুপার-সমকাল ‘আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড-২০২৩’ পেলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.। কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত ও ভূমিকম্প সংক্রান্ত প্রস্তুতি গ্রহণ এবং কমপ্লায়ান্স নিশ্চিত করায় বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট, ২০২৩) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনসহ আরো দুটি প্রতিষ্ঠান এবং তিনজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারের ক্রেস্ট ও চেক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস. এম. শোয়েব হোসেন নোবেল এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম।

এবারের বিজয়ী নির্বাচন প্যানেলে বিচারক ছিলেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, উন্মুক্ত বিশ্বিবদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মাহবুবা নাসরীন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী।

স্টকমার্কেটবিডি.কম/////

মতিঝিলে বিনিয়োগকারী ঐক্য পরিষদের আলোচনা সভা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, কোরআন খতম, আলোচনা সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পূঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

আজ বুধবার (২৩ আগষ্ট) বিকালে মতিঝিলে ডিএসই ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন মহানগর আওয়ামী-লীগের সভাপতি মো: আবু আহমেদ মান্নাফী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পূঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।

আলােচনায় সভায় বাংলাদেশ পূঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ও ঢাকা মহানগর আওয়ামী-লীগের নেতৃবৃন্ধ বক্তব্য প্রদান করেন।

স্টকমার্কেটবিডি.কম///

নতুন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার

অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খায়েরুজ্জামান মজুমদার।

আগামী ২৮ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মো. খায়েরুজ্জামান মজুমদার বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে কর্মরত আছেন।

স্টকমার্কেটবিডি.কম/

এস আলমের সম্পদ অনুসন্ধান ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করে এই আদেশ দেন বিচারপতি ইনায়েতুর রহিমের চেম্বার বেঞ্চ।

এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে বিদেশে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগের অনুসন্ধানে আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থায় আদেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করে এই আদেশ দেন বিচারপতি ইনায়েতুর রহিমের চেম্বার বেঞ্চ।

মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন ও আহসানুল করিম। বিচারপতি আদেশ দিয়েছেন যে পরবর্তী শুনানি পর্যন্ত এটি স্থিতাবস্থায় থাকবে।

তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মোহাম্মদ সাইফুল আলমের করা আবেদন অনুযায়ী গণমাধ্যমে এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশের নিষেধাজ্ঞার বিষয়ে বিচারক কোনো মন্তব্য করেননি।

স্টকমার্কেটবিডি.কম/

পোল্ট্রি শিল্পে অস্থিরতা নিরসনে ফিডের দাম নির্ধারণের দাবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোল্ট্রি শিল্পে অস্থিরতা নিরসনে ফিডের দাম নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। পাশাপাশি মুরগির বাচ্চার দাম কমানোরও দাবি জানিয়েছে প্রান্তিক খামারিদের এ সংগঠন।

বুধবার (২৩ আগস্ট) পোল্ট্রি ফিড ও মুরগির বাচ্চার দাম কমানোর দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিএ’র সভাপতি মো. সুমন হাওলাদার এসি দাবি জানান।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিপিএ এবং তেজগাঁও ও কাপ্তান বাজার ডিম ব্যবসায়ী সমিতি।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সুমন হাওলাদার বলেন, বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর আধিপত্য পোল্ট্রি শিল্পকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তাদের টার্গেট ছোট ছোট খামরিদের না রাখা। তারা কখনও মুরগির বাচ্চার দাম ১০ টাকা রাখে আবার কখনো ১০০ টাকায় বিক্রি করে। এতে পোল্ট্রি শিল্পে চরম অস্থিরতা চলছে। ঠিক এ সময় সরকার পোল্ট্রি নীতিমালা ২০০৮ সংশোধন করে মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ ও চুক্তিভিত্তিক খামারকে বৈধতা দিতে যাচ্ছে। এর ফলে প্রান্তিক খামারি ও পোল্ট্রি শিল্প পুরোপুরি করপোরেটদের কাছে জিম্মি হয়ে পড়বে।

তিনি আরও বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলো বলে, মুরগির বাচ্চা ও ফিডের ব্যবসায় লস করে অনেক হ্যাচারি ও ফিড মিল বন্ধ হয়ে গেছে। এটি ভুল তথ্য। আসলে করপোরেটদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ছোট ছোট ফিড মিলগুলো ঝরে গেছে।

তিনি আরো অভিযোগ করেন, করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের খেয়াল-খুশি মতো ফিডের দাম বাড়িয়ে দিয়ে ডিম ও মুরগির উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। তারা ফিড ইন্ডাস্ট্রি ও ব্রিডার অ্যাসোসিয়েশনকে নিয়ন্ত্রণ করে। যার কারণে খুচরা বাজারে ডিম ও মুরগির দাম বেড়ে যাচ্ছে। তাই সরকারের উচিত বাজারে অভিযান না চালিয়ে বড় বড় মিল ও হ্যাচারিতে অভিযান করে ফিডের দাম কমানোর উদ্যোগ নেওয়া ও ফিডের দাম নির্ধারণ করে দেওয়া।

স্টকমার্কেটবিডি.কম/

বাড়বে বাণিজ্য সুবিধা, কর্মসংস্থানও বাড়বে : এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থনৈতিক করিডোরে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা কাজে লাগাতে পারলে বাড়বে বাণিজ্য সুবিধা এবং ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ৭ কোটি ১৮ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া ২০৪০ সালের মধ্যে ৪ কোটি ৬২ লাখ এবং ২০২৫ সালের মধ্যে ১ কোটি ২৭ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি এই সুবিধা কাজে লাগানো গেলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ২৮৬ বিলিয়ন ডলার বাণিজ্য সুবিধা বাড়বে।

বুধবার ‘বাংলাদেশ ইকোনমিক কোরিডোর ডেভেলপমেন্ট হাইলাইটস’ শীর্ষক এক প্রতিবেদনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এসব তথ্য জানিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোস্তাফিজার রহমান ও বাংলাদেশ ইকোনমিক জোনের (বেজা) চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুন চ্যাং হোং। আলোচক ছিলেন এডিবির ডিরেক্টর সব্যসাচী মিত্র, প্রান আরএফএলের ডিরেক্টর উজমা চৌধুরী এবং পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ। এতে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি করিডোর সুবিধা ব্যবহার করা না যায় তা হলে ২০৫০ সালে কর্মসংস্থান হবে ৩ কোটি ১১ লাখ। আর এই সুবিধা ব্যবহার করা গেলে হবে ৭ কোটি ১৮ লাখ কর্মসংস্থান। এছাড়া ২০২৫ সালে সুবিধা ব্যবহার করা না গেলে হবে ১ কোটি ৩৪ লাখ, ব্যবহার করা গেলে ১ কোটি ৫৭ লাখ।

২০৩০ সালে সুবিধা ব্যবহার করা না গেলে ১ কোটি ৭০ লাখ, আর ব্যবহার করা গেলে হবে ২ কোটি ৩৪ লাখ কর্মসংস্থান। ২০৩৫ সালে সুবিধা কাজে না লাগানো গেলে ২ কোটি ১০ লাখ, সুবিধা কাজে লাগালে হবে ৩ কোটি ৪৭ লাখ কর্মসংস্থান হবে। এছাড়া ২০৪০ সালে কর্মস্থান হবে ২ কোটি ৪৮ লাখ। তবে করিডোর সুবিধা কাজে লাগানো গেলে হবে ৪ কোটি ৬২ লাখ কর্মসংস্থান।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় সোনালী পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫২ লাখ টাকা।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৮ কোটি ১০ লাখ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ২৮ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৮২ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিসের ১০ কোটি ৭৫ লাখ, জেমিনী সী ফুডের ৯ কোটি ৩২ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ৯ কোটি ২ লাখ ও রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. সোনালী পেপার এন্ড বোর্ড
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. রূপালি লাইফ ইন্সুরেন্স
  5. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  6. এমারেল্ড অয়েল
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. জেমিনী সী ফুড
  9. লাফার্জহোলসিম
  10. রংপুর ডেইরী এন্ড ফুড।

দিনশেষে দুই এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৭৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার  সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫০৩ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৭টির আর দর অপরিবর্তিত আছে ১৭৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, সোনালী পেপার এন্ড বোর্ড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, রূপালি লাইফ ইন্সুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ ও রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৬১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার  সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩০টায় রাজধানীর বাংলামোটরে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ প্রদান করেনি।

একই দিনে কোম্পানিটির চলতিবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আরেকটি বোর্ড সভা আহবান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু