স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ নেই বলে মনে করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেছেন, “বাংলাদেশে স্বতঃস্ফূর্ত বিনিয়োগে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা কোনো ধরনের ঝুঁকি দেখছেন না, বরং বাংলাদেশের সম্ভাবনায় আশাবাদী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা।
“চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো সংশয় থাকলে নির্বাচনের আগে এত বড় ব্যবসায়ী প্রতিনিধি দল আসত না।”
মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন সালমান রহমান।
দ্বিপাক্ষিক বাণিজ্যিক অংশীদারত্বকে আরও গতিশীল করতে যুক্তরাষ্ট্রের ৪০ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে।
ইক্যুইটি কোম্পানি ব্ল্যাক স্টোন, প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি, শেভরন, এক্সনমবিল, উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের প্রতিনিধিরা সফরকারী দলে রয়েছে।
সালমান রহমান বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের সম্ভাবনা দেখছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও আরও বিনিয়োগে আগ্রহী।
এর আগে যুক্তরাষ্ট্রের এত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেনি জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বিশ্বের সবচেয়ে বড় ট্রিলিয়ন ডলারের মার্কিন ইক্যুইটি কোম্পানি ব্ল্যাক স্টোন। স্বাস্থ্য, প্রযুক্তি, জ্বালানিসহ নানা খাতে বিনিয়োগ বাড়াতেও চায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো।”
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল ক্যাশপ বলেন, “কয়েক দশক ধরেই আমেরিকান কোম্পানি এখানে কাজ করছে। এ দেশে কর্মসংস্থান ও জিডিপির উন্নয়নে সহায়তা করছে।”
স্টকমার্কেটবিডি.কম//////