শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের অর্থনৈতিক গতিশীলতা বিবেচনায় ও নিজেদের মর্যাদাপূর্ণ জীবনের কথা চিন্তা করে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিকরা।

রবিবার (৩ সেপ্টেম্বর) নিম্নতম মজুরি বোর্ডে স্মারকলিপি পেশপূর্বক সমাবেশে এই দাবি জানান তারা।

জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সংগঠনের সভাপতি নাজমা আক্তার বলেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি বহুবিধ যুক্তি ও ন্যায্যতা বিবেচনায় নিয়ে শ্রম আইনের ১৩৯ ধারা মোতাবেক প্রতি ৫ বছর অন্তর নিম্নতম মজুরি হার বৃদ্ধির সুপারিশ ও বাস্তবায়নের বিধান রয়েছে। যার প্রথম ধাপ হিসাবে ইতোমধ্যে একটি নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং সর্বশেষ ২০১৮ সালের ২৫ ডিসেম্বর গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করা হয়।

এ সময় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তারসহ অর্ধশতাধিক গার্মেন্টস কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিতে যান।

স্টকমার্কেটবিডি.কম///

আগস্টে রেমিট্যান্স কমেছে ১৯ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্যবিদায়ী আগস্ট মাসে ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে) দাঁড়ায় ১৭ হাজার ৫১৩ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪৭ শতাংশ কম এবং এ বছরের জুলাইয়ের চেয়ে ১৯ শতাংশ কম।রবিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ কথা জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্ট মাসে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৩১ লাখ ৯০ হাজার ডলার।

আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৭ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৬ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স।

স্টকমার্কেটবিডি.কম///

সাউথ বাংলা ব্যাংকের ১৭০তম বোর্ড সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালনা বোর্ডের ১৭০তম সভা রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময়ে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব ও অন্যান্য পরিচালক বৃন্দসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধাননির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় ইস্টার্ন হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৩২ লাখ টাকা।

ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ২৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ৭৫ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৫১ লাখ, জেমিনী সী ফুডের ১৮ কোটি ৯০ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৭ কোটি ৫২ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৩০ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৬ কোটি ২২ লাখ ও এডেফোডিল কম্পিউটারস লিমিটেডের ১৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ক্রিস্টাল ইন্সুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

গত ২৮ আগস্ট এই শেয়ারটির দাম ছিল ৫৯.২০ টাকা। আজ ৩ সেপ্টেম্বর এই শেয়ারটির দর বেড়ে ৬৭.৮০ টাকা দাঁড়িয়েছে।

প্রতিষ্ঠানটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

আইএমএফের শর্তে বিদ্যুতের মূল্যবৃদ্ধি পাকিস্তানে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তানুযায়ী বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও চলমান উচ্চ মূল্যস্ফীতির প্রতিবাদে গতকাল শনিবার দেশব্যাপী দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন পাকিস্তানের ব্যবসায়ীরা।

আইএমএফের ঋণের শর্ত হিসেবে পাকিস্তান সরকারকে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। গত জুলাই মাসে অর্থনৈতিক পুনরুদ্ধারে (বেইলআউট) পাকিস্তানের জন্য ৩ বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দেশটির ডানপন্থী রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামী ও বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর আহ্বানে এ ধর্মঘট পালিত হয়। ব্যবসায়ীদের এ কর্মসূচিতে সমর্থন দেন আইনজীবীরা।

এ ধর্মঘটে করাচি, লাহোর ও পেশোয়ার শহরের বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সেই সঙ্গে অন্যান্য শহরের ব্যবসা-বাণিজ্যও বন্ধ হয়ে যায়। সড়কে গণপরিবহন ছিল না।

স্টকমার্কেটবিডি.কম///

  1. ফু-ওয়াং ফুডস
  2. ইষ্টার্ণ হাউজিং
  3. ক্রিস্টাল ইন্সুরেন্স
  4. খান ব্রাদার্স ওভেন ব্যাগ
  5. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  6. জেমিনী সী ফুড
  7. রূপালি লাইফ ইন্সুরেন্স
  8. এমারেল্ড ওয়েল
  9. নাভানা ফার্মা
  10. ডেফোডিল কম্পিউটার।

প্রথম কার্যদিবসে লেনদেন ও সূচকের উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম দিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩১১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৫৬ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৫টির আর দর অপরিবর্তিত আছে ১৭৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, ইষ্টার্ণ হাউজিং, ক্রিস্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ,  জেমিনী সী ফুড, রূপালি লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড ওয়েল, নাভানা ফার্মাসিউটিক্যালস ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৬৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডেফোডিল কম্পিউটারস ও ফু-ওয়াং ফুডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ১৪৪ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। সেপ্টেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বেড়ে এক হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগস্ট মাসে ছিল এক হাজার ১৪০ টাকা। আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

আজ রবিবার বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চেৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০৭ টাকা ০১ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে।

যদিও বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে ভোক্তাকে কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। বাজার ঘুরে সে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহূত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ৮৭ পয়সা।

যা গত মাসে ছিল ৫২ টাকা ১৭ পয়সা।গত জুলাই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৯৯৯ টাকা, জুনে ছিল এক হাজার ৭৪ টাকা, মে মাসে ছিল এক হাজার ২৩৫ টাকা ও এপ্রিলে ছিল এক হাজার ১৭৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

আকু পেমেন্টের পর রিজার্ভ দাঁড়াবে ২২০০ কোটির নিচে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধ করতে হবে বাংলাদেশ ব্যাংককে। এবার জুলাই-আগস্ট সময়ের জন্য সুদসহ ১১০-১২০ কোটি ডলার আমদানি দায় পরিশোধ করতে হবে।

গত বুধবার আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ২ হাজার ৩০৬ কোটি ডলার। ফলে আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ২ হাজার ২০০ কোটি ডলারের নিচে নেমে যাবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংক অনুযায়ী, গত মাসে মে-জুন সময়ের জন্য ১১০ কোটি ডলারের আকু বিল পরিশোধ করা হয়। জুলাই-আগস্ট সময়ে আমদানি এর সমপরিমাণ ছিল। ফলে এবারও প্রায় সমপরিমাণ দায় শোধ করতে হবে। এ দায়ের জন্য ৫ শতাংশের বেশি হারে সুদ পরিশোধ করতে হয়।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আকু দেশগুলো থেকে যে পণ্য আমদানি হয়, ব্যাংকগুলো তার মূল্য হিসেবে প্রতি সপ্তাহেই ডলার বাংলাদেশ ব্যাংকে জমা দেয়। প্রতি দুই মাস শেষে ব্যাংকগুলোর পক্ষে কেন্দ্রীয় ব্যাংক এ দায় পরিশোধ করে থাকে। তখন রিজার্ভ হঠাৎ কমে যায়।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৩২ কোটি ডলারের ঋণপত্র খুলেছেন ব্যবসায়ীরা। গত বছরের একই মাসে ঋণপত্র খোলা হয়েছিল ৬৩৫ কোটি ডলারের। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় গত জুলাইয়ে ঋণপত্র খোলা কমেছে ৩১ দশমিক ১৯ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরে আমদানি ১৫ দশমিক ৮১ শতাংশ কমে গিয়েছিল। ওই অর্থবছরে আমদানিতে খরচ হয় ৭ হাজার ৫০৬ কোটি ডলার। তার আগে ২০২১-২২ অর্থবছরে আমদানিতে খরচ হয়েছিল ৮ হাজার ৯১৬ কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম////