রপ্তানির আড়ালে অর্থ পাচারে অভিযুক্ত মোট চার কারখানার সদস্যপদ বাতিল করছে পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। অভিযুক্ত বাকী ৬টি প্রতিষ্ঠান বিজিএমইএ’র সদস্য নয় বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিজিএমইএর একটি সূত্রে এই তথ্য জানা গেছে।
কারখানাগুলো হলো–আশুলিয়ার প্রজ্ঞা ফ্যাশন, রাজধানীর কচুক্ষেতের অনুপম ফ্যাশন ওয়্যার, টঙ্গীর হংকং ফ্যাশন ও উত্তর খানের ফ্যাশন ট্রেড।
শুধু সদস্যপদ বাতিল নয়, কারখানাগুলোর রপ্তানি-সংক্রান্ত সব ধরনের সেবাও বন্ধ হচ্ছে। এ দুই সিদ্ধান্ত কার্যকরের আগে কারখানাগুলোকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের সাত কর্মদিবস পর বিজিএমইএর সিদ্ধান্ত কার্যকর হবে। সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার অভিযুক্ত প্রতিটি কারখানাকে পৃথক নোটিশ দেওয়া হয়।
কারখানাগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবরে পাঠানো বিজিএমইএর নোটিশে বলা হয়, পণ্য চালানে জালিয়াতিতে আপনার প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে তৈরি পোশাক শিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় নির্দিষ্ট সময়ে লিখিত বক্তব্য দিতে হবে। এতে ব্যর্থ হলে বিজিএমইএর সব ধরনের সেবা বাতিল করা হবে।
বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, অর্থ পাচারে জড়িত কারখানাগুলোর ছয়টির সঙ্গে বিজিএমইএর কোনো সম্পৃক্ততা নেই। বাকি চারটি বিজিএমইএর সদস্য।
স্টকমার্কেটবিডি.কম/