অর্থ পাচারে ৪ প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করল বিজিএমইএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানির আড়ালে অর্থ পাচারে অভিযুক্ত মোট চার কারখানার সদস্যপদ বাতিল করছে পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। অভিযুক্ত বাকী ৬টি প্রতিষ্ঠান বিজিএমইএ’র সদস্য নয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিজিএমইএর একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

কারখানাগুলো হলো–আশুলিয়ার প্রজ্ঞা ফ্যাশন, রাজধানীর কচুক্ষেতের অনুপম ফ্যাশন ওয়্যার, টঙ্গীর হংকং ফ্যাশন ও উত্তর খানের ফ্যাশন ট্রেড।

শুধু সদস্যপদ বাতিল নয়, কারখানাগুলোর রপ্তানি-সংক্রান্ত সব ধরনের সেবাও বন্ধ হচ্ছে। এ দুই সিদ্ধান্ত কার্যকরের আগে কারখানাগুলোকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের সাত কর্মদিবস পর বিজিএমইএর সিদ্ধান্ত কার্যকর হবে। সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার অভিযুক্ত প্রতিটি কারখানাকে পৃথক নোটিশ দেওয়া হয়।

কারখানাগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবরে পাঠানো বিজিএমইএর নোটিশে বলা হয়, পণ্য চালানে জালিয়াতিতে আপনার প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে তৈরি পোশাক শিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় নির্দিষ্ট সময়ে লিখিত বক্তব্য দিতে হবে। এতে ব্যর্থ হলে বিজিএমইএর সব ধরনের সেবা বাতিল করা হবে।

বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, অর্থ পাচারে জড়িত কারখানাগুলোর ছয়টির সঙ্গে বিজিএমইএর কোনো সম্পৃক্ততা নেই। বাকি চারটি বিজিএমইএর সদস্য।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে খাদ্য ঘাটতি নেই, মজুদ সাড়ে ১৮ লাখ টন: খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই। গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি গুদামে ১৮ লাখ ৫৪ হাজার ৪১০ মে. টন খাদ্যশস্য মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের লিখিত উত্তরে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান। এ দিনের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই। গত ২০২২-২৩ অর্থ বছরে বিবিএসের তথ্যমতে, আউশ ২৯.০১ লাখ মে. টন ও আমন ১৫৪.২৬ লাখ মে. টন উৎপাদিত হয়েছে এবং কৃষি মন্ত্রণালয়ের দেওয়া পূর্বাভাস অনুযায়ী একই সময়ে সম্ভাব্য বোরো উৎপাদন ২০৭.২২ লাখ মে. টন এবং গম উৎপাদন ১১.৬০ লাখ মে. টন সর্বমোট খাদ্যশস্য উৎপাদন ৪০২.০৯ লাখ মে. টন।

খাদ্যমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থ বছরে দেশের মোট জনসংখ্যা ১৬.৯৮ কোটি হলে (প্রাক্কলিত) মোট খাদ্যশস্যের প্রয়োজন হয় ২১৮.০৪ লাখ মে. টন (চাল ২০৩.৮৪ লাখ মে. টন এবং গম ১৪.১৯ লাখ মে. টন), যা ২০২২-২৩ অর্থবছরের খাদ্যশস্যের মোট উৎপাদনের চেয়ে কম। দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২* বিবেচনায় ২০২৩ সালের ১ জুলাই দেশের মোট জনসংখ্যা দাঁড়াবে ১৭.১৮ কোটি (প্রাক্কলিত)। সে হিসাবে দেশে খাদ্যশস্যের মোট চাহিদা হবে ২২০.৬০ লাখ মে. টন। ২০২৩-২৪ অর্থ বছরে খাদ্যশস্যের উৎপাদন যদি পূর্ববর্তী বছরের মতো একই হয় তবুও দেশে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই।

কাজিম উদ্দিন আহম্মেদের আরেকটি প্রশ্নের উত্তরে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে সরকারি গুদামে ১৮,৫৪,৪১০ মে: টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে ১৬,৬০,৬৫১ মে: টন চাল ও ১,৯৩,৭৫৯ মে: টন গম। সরকার আপদকালীন খাদ্যশস্যের মজুদ বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপী নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম গ্রহণ করে থাকে। বর্তমানে বোরো সংগ্রহ মৌসুম চলমান। চলতি বোরো সংগ্রহ মৌসুমের আওতায় গত ০৭ মে থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

চীনের অর্থনীতি নিয়ে পশ্চিমা উদ্বেগ প্রত্যাখান বেইজিংয়ের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের অর্থনীতি স্থিতিশীল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে তারা পশ্চিমা দেশগুলোর উদ্বেগ প্রত্যাখ্যান করেছে।

আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স বলছে, সম্প্রতি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কর্মকর্তারা প্রকাশ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের অর্থনৈতিক পরিস্থিতিকে ‘সংকটময়’ বলে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ জিম চ্যামার বলেছেন, চীনের অর্থনীতির ধীরগতি অস্ট্রেলিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা মনে করি চীনকে নিয়ে এমন তথ্য প্রতিবারই ছড়ানো হয়।’

বাইডেন বা চ্যামারদের নাম উল্লেখ না করে মাও বলেন, ‘সত্যি কথা হচ্ছে, চীনের অর্থনীতি ধসে পড়েনি। আমাদের অর্থনীতির অনেক সম্ভাবনা আছে। আমরা টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আত্মবিশ্বাসী এবং তা অর্জনের সক্ষমতা রাখি।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছরের কঠোর করোনা বিধিনিষেধের পরে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রথম ত্রৈমাসিকে দ্রুত গতির হলেও পরে তা আবার শ্লথ হয়ে গেছে।

রয়টার্সের জরিপে বিশ্লেষকরা বলছেন, চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ, যা জুলাইয়ের জরিপের ৫ দশমিক ৫ শতাংশের চেয়ে কম।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনিয়ন ব্যাংকের গৃহসামগ্রী ও ত্রাণবিতরণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম বিভাগের অসহায়, দরিদ্র এবং গৃহহীন মানুষের মাঝে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের জোটপুকুরিয়া শাখার মাধ্যমে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরন করেন সাতকানিয়া উপজেলা কাঞ্চনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের লালদিঘী শাখার শাখা প্রধান এসভিপি মোঃ আরফানআলী এবং কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শফি। এছাড়াওউপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় মিরাকল ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৯ লাখ টাকা।

মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৭ কোটি ৬০ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১৭ কোটি ৩৭ লাখ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ১৬ কোটি ১৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৪ কোটি ৯২ লাখ, রূপালী ইন্সুরেন্সের ১৪ কোটি ৩৪ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৩ কোটি ১৬ লাখ ও ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

২৭০ কাস্টমস কর্মকর্তাকে একযোগে বদলি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদের বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এ ছাড়া দুজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানা স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে বলেন, দেশের রাজস্ব খাতে গতি আনতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বদলির আদেশে এই কর্মকর্তাদের ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ফু-ওয়াং ফুডস
  2. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  3. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  4. কন্টিনেন্টাল ইন্সুরেন্স
  5. ইস্টার্ন হাউজিং
  6. প্যারামাউন্ট ইন্সুরেন্স
  7.  সি পার্ল বিচ রিসোর্ট
  8. রূপালী ইন্সুরেন্স,
  9. রূপালি লাইফ ইন্সুরেন্স
  10. ইস্টার্ন ইন্সুরেন্স।

দুই এক্সচেঞ্জেই লেনদেন ও সূচকের বড় উত্থান 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩০০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৬ কোটি ২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৯টির আর দর অপরিবর্তিত আছে ১৫১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, প্যারামাউন্ট ইন্সুরেন্স,  সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, রূপালী ইন্সুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স ও ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৬.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ টাকা।গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৮৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

আলুর দাম অযৌক্তিক, ৩৫-৩৬ টাকার মধ্যে আসবে : ভোক্তার ডিজি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, কৃষকরা মাঠ পর্যায়ে এ মৌসুমে ১০ থেকে ১২ টাকার মধ্যে আলু বিক্রি করেছেন। যা অন্যান্য খরচসহ ব্যবসায়ীরা হিমাগারে ১৮ থেকে ২০ টাকা দামের মধ্যে সংরক্ষণ করেছিলেন। প্রতি কেজি আলুতে হিমাগারে সংরক্ষণের খরচ ৫ টাকা। এরপর সেটি রাজধানীতে পাইকারি ও খুচরা বাজার হয়ে ভোক্তা পর্যায় পর্যন্ত পৌঁছাতে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৬ টাকা হতে পারে।

কিন্তু বর্তমানে খুচরা বাজারে আলুর দাম ৪৮ থেকে ৫০ টাকা, যা অযৌক্তিক।

মঙ্গলবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আলুর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে পাইকারি, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য দেন। সভায় সভাপতিত্ব করেন তিনি। এসময় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে হিমাগার মালিক সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে মনিটরিং বাড়ানোর জন্য সব পক্ষের কাছে আগামীকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা যাবে। কৃষি মন্ত্রণালয় কাজ করছে, আমরা কাজ করছি, আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যে আলুর বাড়তি দাম কমিয়ে আনতে সক্ষম হবো।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা আলুর দাম বাড়ার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলেন, বাজারে অন্যান্য সবজির দাম বাড়ায় আলু ভোগের পরিমাণ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

একনেকে ১৮ হাজার ৬৬ কোটি টাকার ১৯ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///