৪১ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স এলো সেপ্টেম্বরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ডলারের সঙ্কট কাটেনি। সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। এতে টান পড়েছে রিজার্ভে। এরই মধ্যে বড় ধাক্কা লেগেছে প্রবাসী আয়ে (রেমিট্যান্স)।

বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (এক টাকা সমান ১০৯.৫০ টাকা ধরে) এর পরিমাণ ১৪ হাজার ৭১২ কোটি টাকা। এটি গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স বা প্রবাসী আয়।

এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার।

এরপর সেপ্টেম্বরের আগে আর কোনো মাসে এত কম রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, বিদায়ী সেপ্টেম্বর মাসের পুরো সময়ে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার এসেছে, যা গত বছরের একই মাস (সেপ্টেম্বর) থেকে ১৯ কোটি ৬০ লাখ ডলার কম। গত বছরের সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার।

এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকে এসেছে ৩ কোটি ৫১ লাখ ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৮ কোটি ৪৮ লাখ ৪০ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫০ লাখ ৬০ হাজার ডলার।

এর আগে গত জুলাই মাসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের (১.৯৭ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আগস্টে এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলারের প্রবাসী আয়। গত জুন মাসে রেকর্ড ২১৯ কোটি ৯০ লাখ ডলার (২.১৯ বিলিয়ন ডলার) প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছিল দেশে। একক মাস হিসেবে যেটি ছিল প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড প্রবাসী আয় এসেছিল।

স্টকমার্কেটবিডি.কম////

পোশাকশ্রমিকদের ২৩ হাজার টাকা মজুরি দাবি : নতুন কর্মসূচি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে পোশাকশ্রমিকদের সংগঠিত হওয়ার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করারও দাবি জানিয়েছে তারা। এসব দাবি আদায়ে মিছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

একই সঙ্গে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন শ্রমিকদের মূল মজুরি ৬৫ শতাংশ নির্ধারণ এবং প্রতিবছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানোর দাবি জানান।

১৫ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন আজ রোববার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি তখন শ্রমিকদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিরুল হক। এ ছাড়া কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জানিয়েছে, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন কারখানা, এলাকায় সংগঠিত হওয়া ও মিছিল-সমাবেশ করা হবে। এ কর্মসূচি শেষে আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন পোশাকশ্রমিকেরা।

আজকের কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৮ সালে পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ৮ হাজার টাকা মজুরি ছিল ওই সময়ে ১০০ ডলারের সমান। বর্তমানে ১০০ ডলারের বাজারদর দাঁড়িয়েছে ১১ হাজার টাকার বেশি। অন্যদিকে গত পাঁচ বছরে দেশে দ্রব্যমূল্য অনেক বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা দু-তিন গুণ বেড়েছে। বর্তমান বাজারদরের সঙ্গে সমন্বয় করলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার বেশি হওয়া উচিত।

শ্রমিক নেতারা আরও বলেন, পোশাক কারখানার মালিকদের মুনাফা ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এ ছাড়া মালিকেরা রপ্তানির বিপরীতে সরকারের কাছ থেকে ১০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনাও পান। এ বিষয়গুলোও মজুরি নির্ধারণে আমলে নেওয়া দরকার।

স্টকমার্কেটবিডি.কম////

সংসদে কোরাম সংকটে ব্যয় ৮৯.২৮ কোটি টাকা: টিআইবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টিআইবির সর্বশেষ ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০ সালে যুক্তরাজ্যের পার্লামেন্ট আইন প্রণয়নে ৪৯ দশমিক ৩ শতাংশ সময় ব্যয় করেছে এবং ২০১৮-১৯ সালে ভারতের সপ্তদশ লোকসভায় এটি ছিল ৪৫ শতাংশ।

টিআইবির কার্যালয়ে আজ রবিবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

টিআইবি ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত একাদশ জাতীয় সংসদের প্রথম থেকে ২২তম অধিবেশন নিয়ে প্রতিবেদনটি তৈরি করে। এই সময়কালে সংসদের কার্যক্রমের মোট ৭৪৪ ঘণ্টা ১৩ মিনিট সময় ব্যয় হয়।

১২টি বাজেট সংক্রান্ত বিল ছাড়া, মোট উত্থাপিত বিলের সংখ্যা ছিল ১০৮টি এবং এর মধ্যে ৬৮টি নতুন বিল, ২৬টি সংশোধনী বিল এবং ২টি বাতিল বিল–– সংসদে পাস হয়েছে।

জাতীয় সংসদে বিল পাস করতে গড়ে প্রায় ৭০ মিনিট সময় লেগেছিল, যেখানে ন্যূনতম সময় ছিল প্রায় ২৮ মিনিট এবং সর্বোচ্চ সময় ছিল প্রায় ৩ ঘণ্টা ২৫ মিনিট।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে সংসদীয় কার্যক্রমে একতরফা ক্ষমতা চর্চার প্রাধান্য একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার অন্যতম প্রধান প্রতিবন্ধকতা। প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদীয় কর্মকাণ্ডে দ্বৈত ভূমিকা পালন করেছে, সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তাদের ঘাটতি ছিল।

স্টকমার্কেটবিডি.কম////

তেলের দাম কমাল পাকিস্তান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম কমানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার ক্ষমতায় আসার পর এই প্রথম দেশটিতে এই দুই ধরনের জ্বালানি তেলের দাম কমানো হলো। এর ফলে প্রতি লিটার পেট্রলের দাম কমবে ৮ রুপি ও ডিজেলের ১১ রুপি। ১৫ অক্টোবর পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

পাকিস্তানের সংবাদপত্র ডনের খবরে বলা হয়েছে, ১৫ আগস্ট পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর পর এখন দাম কমানো হলো। তখন লিটারপ্রতি পেট্রলের দাম বেড়েছিল ৫৯ রুপি ও ডিজেলের ৫৬ রুপি।

পেট্রল ও ডিজেলের দাম কমলেও পাকিস্তানে অবশ্য তরল গ্যাস বা এলপিজির দাম বাড়ানো হয়েছে। এবারে দাম বেড়েছে ৯ শতাংশ। এর ফলে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়, এমন ১১ দশমিক ৮ কেজির একটি সিলিন্ডারের দাম বাড়বে ২৪৬ রুপি। গত মাসেই এলপিজির দাম ২০ শতাংশ বাড়ানো হয়েছিল। নতুন মূল্য নির্ধারণের ফলে এক সিলিন্ডার গ্যাসের দাম হবে ৩ হাজার ৮০ রুপি।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় গতকাল শনিবার মধ্যরাতের আগে পেট্রল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দেয়। এক বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা ও বিনিময় হার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ভোক্তা পর্যায়ে পেট্রোলিয়াম পণ্যের দাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।’

নতুন মূল্য নির্ধারণের ফলে ডিপোতে প্রতি লিটার পেট্রলের দাম হবে ৩২৩ রুপি। অন্যদিকে, ডিজেলের দাম পড়বে ৩১৮ রুপি। খুচরা পর্যায়ে দাম কিছুটা বেশি পড়বে বলে জানায় ডন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

টপ টেকসই আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্বিতীয় বারের মতো বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পর এবার;বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংকম্যানেজমেন্ট-বিআইবিএম থেকে দ্বিতীয় বার স্বীকৃতি গ্রহণ করলো বাংলাদেশ ফাইন্যান্সলিমিটেড।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধাননির্বাহী কর্মকর্তা মোঃ কায়সারহামিদ এ পুরস্কার গ্রহণকরেন।এ সময় তাঁর সঙ্গে ছিলেন, হেড অব সাসটেইন্যাবলফাইন্যান্স- মো. কোহিনুর হোসেন।

শনিবার বিকেলে (৩০সেপ্টেম্বর, ২০২৩) ঢাকার মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে আয়োজিত সাসটেইন্যাবিলিটি রেটিংপ্রাপ্তব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এপুরস্কার দেনবাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির এবং অর্থনৈতি কসম্পর্ক বিভাগের সচিব,শরিফাখান।

অনুষ্ঠানটির সহ-আয়োজক প্রতিষ্ঠান দ্য জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন বা জিআইজেড বাংলাদেশ।এই তালিকায় বেসরকারি খাতের সেরা ৭ব্যাংককে এবং সেরা চার আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই মানের স্বীকৃতি দেয়া হয়।

টেকসইকোর ব্যাংকিং সূচকের মধ্যে প্রতিষ্ঠানের ঋণেরমান, মূলধন পরিস্থিতি,সিএসআর, রুরাল ব্যাংকিংকার্যক্রমকে বিবেচনায় নিয়ে গেলো ২৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক এ পুরস্কার দেয়।

এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বিবেচনাকে নিয়ামকধরে পুরস্কার দেয়া হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুইয়া সহঅন্যরা।

স্টকমার্কেটবিডি.কম////

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নানা চড়াই–উতরাই শেষে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার সকালের দিকের লেনদেনে এই চিত্র দেখা যায়। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২১ সেন্ট কমে ৯৫ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়। তা ছাড়া ব্রেন্ট ডিসেম্বরের দাম ১০ সেন্ট কমে ৯৩ ডলারে দাঁড়িয়েছে। অপরদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডেয়েটের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট কমে ৯১ দশমিক ৬৩ ডলার হয়েছে।

এর আগে বৃহস্পতিবার তেলের দাম কমে প্রায় এক শতাংশ। সম্প্রতি তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে লাভবান হয়েছেন ব্যবসায়ীরা। এদিকে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে ভারতের কাছে জ্বালানি তেল বিক্রি করছে রাশিয়া। যদিও এই দাম পশ্চিমাদের বেঁধে দেওয়া মূল্যসীমা থেকে অন্তত ২০ ডলার বেশি।

এর আগে রাশিয়ার তেলের মূল্যসীমা ৬০ ডলারে নির্ধারণ করে পশ্চিমারা। কিন্তু তাদের এই নিয়মের তোয়াক্কা না করেই বেশি দামে তেল বিক্রি করছে রাশিয়া।

উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লিন্ডে বিডিকে জমি বরাদ্দ দিল ইপিজেড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের নামে মিরশরায় ইকোনমিক জোনে ৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, লিন্ডে বিডির কারখানা নির্মানসহ ব্যবসা সম্প্রসারণের জন্য এই জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটি (বেজা)।

বেজার চুক্তি অনুযায়ী, কোম্পানিটি এই জমি নিজেদের মেনুফেকচার কারখানা ব্যবহার করতে পারবে। তবে এজন্য কোম্পানিটিকে বিধি মোতাবেক ভাড়া প্রদান করতে হবে ।

বেজার সাথে জমি বরাদ্দের সকল প্রক্রিয়া সম্পন্ন প্রক্রিয়াধীন রয়েছে বলে কোম্পানি সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

তিন বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিবে না পিপলস লিজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড বিগত তিন বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই নো ডিভিডেন্ট লভ্যাংশ দেয় কোম্পানিটি।

সর্বশেষ ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৪.৪০ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদের দায় (এনএভি) দাঁড়িয়েছে ১১৫.৩৪ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী অক্টোবর ডিজিটাল প্লাটফর্মে আহবান করা হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

লেনদেনের শীর্ষে সোনালী পেপার; ২য় ক্রিস্টাল ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৩৩ লাখ টাকা।

খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৮৫ লাখ, জেমিনী সী ফুডের ১৬ কোটি ৭০ লাখ, ফু-ওয়াং ফুডসের ১৬ কোটি ৬৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৪ কোটি ৮১ লাখ, এ্যাপেক্স ফুডসের ১৩ কোটি ৮৭ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ১৩ কোটি ৪ লাখ ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. সোনালী পেপার
  2. ক্রিস্টাল ইন্স্যুরেন্স
  3. খান ব্রাদার্স ব্যাগ ইন্ডাস্ট্রিজ
  4. ইউনিয়ন ইন্স্যুরেন্স
  5. জেমিনী সী ফুড
  6. ফু-ওয়াং ফুডস
  7. সি পার্ল বিচ রিসোর্ট
  8. এ্যাপেক্স ফুডস
  9. লাফার্জহোলসিম
  10. এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ।