দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৯৩ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪২২ কোটি ৩০ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির আর দর অপরিবর্তিত আছে ১৪৫টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, ফু-ওয়াং ফুডস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এ্যাপেক্স ফুডস, লাফার্জহোলসিম বাংলাদেশ ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৬০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৭২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮৩ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইস্টার্ন ব্যাংক ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/রাজু