রাত ২টার পরে বিঘ্নিত হবে ইন্টারনেট: বিএসসিপিএলসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কারিগরি কাজের জন্য (সিস্টেম আপগ্রেডেশন) দুই দিন ১০ ঘণ্টা করে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বাংলাদেশে। বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) এটা জানিয়েছে।

আজ রবিবার প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রম চলছে। এ কাজের জন্য সোম ও বুধবার দিবাগত রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেট গ্রাহকেরা ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে গত বৃহস্পতিবার আগুন লাগার ঘটনায় দেশজুড়ে গ্রাহকেরা ইন্টারনেট বিঘ্নের শিকার হচ্ছেন। ওই টাওয়ারে ইন্টারনেট সেবাদাতাদের ডেটা সেন্টার ছিল। আগুন লাগার তিন দিন পরও ইন্টারনেট পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশের ওষুধ ১৫৭ দেশে রপ্তানি হয়: স্বাস্থ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি করা হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হয়ে থাকে। চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) সেপ্টেম্বর/২০২৩ পর্যন্ত প্রায় তিন হাজার তিনশ পঞ্চান্ন কোটি, একান্ন লাখ বিরাশি হাজার তেষট্টি টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলবে ১ নভেম্বর থেকে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। খুলনা-ঢাকা-খুলনা পথে চলাচলকারী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি আগামী বুধবার থেকে বঙ্গবন্ধু রেল সেতুর পরিবর্তনে পদ্মা সেতু ব্যবহার করে চলাচল করবে।

ট্রেন চলাচল সংক্রান্ত ব্যবস্থা নিতে রাজশাহী রেলভবনে অবস্থিত পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের দপ্তর থেকে ঢাকায় একটি চিঠি দিয়েছে। গত বৃহস্পতিবার অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পশ্চিম) খালিদুন নেছা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।
নতুন ভাড়ায় ট্রেনের আসন বন্টনের নির্দেশ দেওয়া হয়।

চিঠি বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার কমলাপুর থেকে খুলনার দৌলতপুর পর্যন্ত ট্রেন চলবে। ট্রেনে মোট আসন রয়েছে ৮৬০টি। পুরো পথের দূরুত্ব ৫৩২ কিলোমিটার।
ঢাকা থেকে খুলনা পর্যন্ত সর্বনিন্ম ভাড়া ৪১৫ টাকা। শোভন চেয়ারের ভাড়া ৫০০ টাকা। প্রথম শ্রেণির আসনের ভাড়া ৬৬৫ টাকা। আর সর্বচ্চো শীততাপ নিয়ন্ত্রিত বার্থের ভাড়া ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে গেন্ডারিয়া-কেরানীগঞ্জ-পদ্মা সেতু-ভাঙ্গা জংশন-পাচুরিয়া-খোকসা-চুয়াডাঙ্গা হয়ে খুলনার দৌলতপুর পর্যন্ত যাবে সুন্দরবন এক্সপ্রেস। কমলাপুর ও দৌলতপুর বাস দিয়ে মাঝে থাকছে ২৮ রেলস্টেশন। মোট সাত শ্রেণিতে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

২৭ দিনে রেমিটেন্স এলো ১৬৪ কোটি ৯২ লাখ ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রণোদনার বাড়ানোর সুফল মিললো প্রবাসী আয়ে। চলতি মাসের ২৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৬৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ১৪২ কোটি ৮ লাখ টাকা। যা আগের মাস সেপ্টেম্বর ও ২০২২ সালের অক্টোবর মাসের চেয়ে বেশি।

রবিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আগের মাসে সর্বনিম্ন প্রবাসী আয় আসার পর সরকারের দেওয়া ২ টাকা ৫০ পয়সা প্রণোদনার সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর আরও ২ টাকা ৫০ পয়সা প্রণোদনা বৃদ্ধির সিদ্ধান্তে প্রবাসী আয় আবার বেড়েছে। প্রণোদনা বৃদ্ধির ফলে হুন্ডিকে অনেকাংশই দমানোর সম্ভব হয়েছে, আর এ কারণেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা সূচনা হয়েছে।

আগের বছরের অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ ৪ হাজার মার্কিন ডলারের। গত সেপ্টেম্বর মাসে এসেছিল ৪৪ মাসের সর্বনিম্ন ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে একই সঙ্গে আগের বছর অক্টোবর ও চলতি বছরের আগের মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এলো।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২৭ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৯০ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৬ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৭ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার এবং বাংলাদেশ ব্যবসারত বিদেশি ৯ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ ২৪ কোটি ৫৩ লাখ ডলার প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে, ১০ কোটি ৯ লাখ মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করল ভারত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত। মূলত পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ও দাম স্থিতিশীল রাখতে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ রবিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শীতে রোপণ করা ফসলের কথা উল্লেখ করে ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, দেশীয় ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, গত আগস্টে পেঁয়াজের অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছিল ভারত।

স্টকমার্কেটবিডি.কম/

তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের সম্পদ বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংক পিএলসি. এর তৃতীয় প্রান্তিকে সমন্বিত হিসেবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ১১ পয়সা। এক বছরের ব্যবধানে এনআরবিসি ব্যাংকের সম্পদ মূল্য ৯ শতাংশ বেড়েছে। এছাড়া এককভাবে শেয়ার প্রতি এনএভি ১৪ টাকা ৭১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৪ পয়সায়। রোববার পরিচালনা পর্ষদের ১৭৩তম সভায় অনুমোদিত তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির সমন্বিত হিসেবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। অন্যদিকে এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৫৬ পয়সায়।

অপরদিকে, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি, ২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির সমন্বিত হিসেবে ইপিএস হয়েছে ২ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত হিসেবে ইপিএস ছিল ৬ টাকা ৫৮ পয়সা। চলতি বছরের ৯ মাসের হিসেবে এককভাবে ইপিএস ১ টাকা ১ পয়সা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমন্বিত হিসেবে নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২৫২ কোটি টাকা। এককভাবে নিট সম্পদ মূল্য ১ হাজার ২১৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৩২১ কোটি টাকা।

চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের আমানত ২০ দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ১৮ হাজার ২১৪ কোটি টাকা। আগের বছর একই সময়ে ছিল ১৫ হাজার ১২৪ কোটি টাকা। ঋণের পরিমান ১৮ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১১২ কোটি টাকা। আগের বছর সেপ্টেম্বরে ঋণ ছিল ১২ হাজার ৭২৮ কোটি টাকা।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস পরিচালক এ এম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, লকিয়ত উল্লাহ, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা হারুনুর রশিদ, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম////

লাভেলো আইসক্রিমের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১২.৯৪ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত বীমাটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বীমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৩১ টাকা।

অপরদিকে, এবছর ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বীমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৭ টাকা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১.৫৬ টাকা।

একই সময়ে বীমাটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৯৬ টাকা। যা গত বছর একই সময় ছিল ১৯.৮৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

অগ্নিকাণ্ডের ঘটনায় সাইফ পাওয়ারটেকেট ব্যপক ক্ষতি; নিহত ১

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহাখালীর খাজা টাওয়ারে গত ২৬ অক্টোবরের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

গত ২৬ অক্টোবর সন্ধ্যায় আগুন লাগে মহাখালীর খাজা টাওয়ারে। এতে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সাইফ পাওয়ারটেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবনটির একাধিক ফ্লোরে এ কোম্পানির অফিস রয়েছে।

সাইফ পাওয়ারের অঙ্গ প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প সমন্বয়ক রফিকুল ইসলাম মারা যান। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক আমিনুজ্জামানসহ আহত হয়েছেন ১৮ জন। আহতরা হলেন- সেফটি অফিসার গোলাম রাব্বানী, এজিএম নাজমুল হাসান, হিসাব বিভাগের নূর হোসেন, জাহাঙ্গীর আলম, প্রশাসন বিভাগের সুফী সাব্বির আহমেদ, সিনিয়র ম্যানেজার মনিরুল ইসলাম, গোলাম রাব্বানী, অফিস এক্সিকিউটিভ নিজাম উদ্দিন, এইচ আর এক্সিকিউটিভ কায়সার আরাফাত এবং নিরাপত্তা প্রহরী চারজন যথাক্রমে- তারিকুল, শাকিল, আনোয়ার এবং মামুন প্রমুখ।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায় একাধিক ফ্লোরে সাইফ পাওয়ারের অফিসগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

আহতরা সবাই এখন ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যেই পরিচালক আমিনুজ্জামান ছাড়া বাকী সবাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোঃ হাসান রেজা জানান, ক্ষয়ক্ষতি এখনও নিরুপন করা সম্ভব হয়নি। পুড়ে যাওয়া ধ্বংসের স্তুপের কারণে ক্ষয়ক্ষতির হিসাবে কিছুটা সময় লাগছে।

উল্লেখ্য, প্রায় ২৭ বছর ধরে দেশে সুনামের সাথে ব্যবসা করছে সাইফ পাওয়ারটেক। প্রকৌশল খাতে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনাম রয়েছে। চট্টগ্রাম ও দুবাইয়ের বন্দরের মালামাল হ্যান্ডেলিং, নদী খনন, ব্যাটারি, বিদ্যুৎ উৎপাদন, পুনঃ নবায়নযোগ্য জ্বালানী, এলইডি লাটিং সল্যুশন, ফার্মাসিউটিক্যালসের প্লাস্টিক পণ্য উৎপাদনসহ নানাবিধ মৌলিক ব্যবসা রয়েছে তাদের।

স্টকমার্কেটবিডি.কম////