Day: November 21, 2024
লেনদেনের শীর্ষে জেমিনী সী ফুড; ২য় ফু-ওয়াং ফুডস
স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা।
সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার ২১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সমরিতা হসপিটালের ১৯ কোটি ২ লাখ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ১৮ কোটি ৪৩ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৮৭ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৪৫ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ৮ কোটি ২৮ লাখ, আলিফ ইন্ডান্ট্রিজের ৮ কোটি ১৪ লাখ ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
- জেমিনী সী ফুড
- ফু-ওয়াং ফুডস
- সী পার্ল বিচ রিসোর্ট
- সমরিতা হসপিটাল
- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ
- ইষ্টার্ণ হাউজিং
- আলিফ ইন্ডান্ট্রিজ
- মিরাকল ইন্ডাস্ট্রিজ।
চট্টগ্রাম এক্সচেঞ্জে ৬২৩ কোটির টাকার লেনদেন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক সামান্য কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়ে ৬২৩ কোটির টাকা হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৭৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৪৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৭৮ কোটি ১৫ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯১টির আর দর অপরিবর্তিত আছে ১৫০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেমিনী সী ফুড, ফু-ওয়াং ফুডস, সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, সমরিতা হসপিটাল, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইষ্টার্ণ হাউজিং, আলিফ ইন্ডান্ট্রিজ ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৩৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২৩ কোটি ৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ২৯ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আজ রবিবার বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্হিত বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
সিমটেক্সের নতুন সিএস সাদ্দাম হোসেন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন কোম্পানি (সিএস) নিয়োগ পেয়েছেন সাদ্দাম হোসেন। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে সাদ্দাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৭ অক্টোবর থেকে এই নতুন সিএস কোম্পানিটির দ্বায়িত্ব পালন শুরু করেছেন।
স্টকমার্কেটবিডি.কম////
Price Sensitive Information regarding Adoption of Audited FS 30 June 2023 as Corporate Declaration of Hwa Well Textiles (BD) PLC.
ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড বাৎসরিক বোর্ড সভা আগামী ৪ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
এডিএন টেলিকমের ঋণমান প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের এডিএন টেলিকম লিমিটেডের ঋণমান ‘এএ-’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআর।
স্টকমার্কেটবিডি.কম/বি
প্রথম প্রান্তিকে এলসি নিষ্পত্তি আরও কমেছে
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ডলার সংকটের কারণে চাহিদামতো ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। এলসি নিষ্পত্তি করতে গিয়েও নানা সমস্যায় পড়ছেন তারা। এর প্রভাবে আমদানি কমছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এলসি নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৬৫০ কোটি ডলারের পণ্যের। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫ দশমিক ৪০ শতাংশ কম। একই সময়ে এলসি খোলা কমেছে ১৮ শতাংশের বেশি।
ডলার সংকটের এ সময়ে এলসি খোলায় বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। এলসি খোলায় শতভাগ পর্যন্ত মার্জিন, শুল্ক বাড়ানো, পণ্য ধরে ধরে তদারকিসহ বিভিন্ন ব্যবস্থা চলমান আছে। ডলার সংকট কাটাতে নানা উদ্যোগ নিলেও তেমন কাজ হচ্ছে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হুহু করে কমে গত বৃহস্পতিবার ২০ দশমিক ৯০ বিলিয়ন ডলারে নেমেছে। থেমে থেমে ডলারের দর বাড়ানোর পরও আরও বাড়বে এমন প্রত্যাশায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স কমেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স কমেছে ১৩ দশমিক ৩৪ শতাংশ। আবার রপ্তানি আয়ের উল্লেখযোগ্য অংশ সময়মতো দেশে আসছে না। গত অর্থবছর ৫৫ বিলিয়ন ডলার রপ্তানি হলেও দেশে এসেছে ৪৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ১ হাজার ৫৮৯ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৬৫০ কোটি ডলার। উৎপাদন ও কর্মসংস্থান বাড়ছে কিনা তা বোঝার সবচেয়ে বড় উপায় মূলধনি যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি। এই দুটি পণ্যের আমদানিই বেশি কমছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে মূলধনি যন্ত্রপাতির এলসি নিষ্পত্তি কমেছে প্রায় ৪০ শতাংশ। শিল্পে ব্যবহৃত কাঁচামালের এলসি নিষ্পত্তি কমেছে ৩৬ দশমিক ৬০ শতাংশ। পর্যায়ক্রমে– পেট্রোলিয়ামে ১৯ দশমিক ৫৩ শতাংশ, মধ্যবর্তী পণ্য ১৬ দশমিক ৩১ শতাংশ এবং ভোগ্যপণ্যের এলসি নিষ্পত্তি কমেছে ১৫ দশমিক ৯১ শতাংশ। অন্যান্য খাতে কমেছে ১৬ দশমিক ২২ শতাংশ।
স্টকমার্কেটবিডি.কম////