Day: January 22, 2025
রংপুর ডেইরির লভ্যাংশ ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিকের আয় বেড়েছে
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত বীমাটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বীমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৮৫ টাকা।
অপরদিকে, এবছর ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বীমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৬ টাকা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৩.০৯ টাকা।
একই সময়ে বীমাটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৫৫ টাকা। যা গত বছর একই সময় ছিল ২৩.৮০ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
AGM Notice of Rahima Food Corporation Ltd.
Invalid Data
Financial Statements of Bangladesh National Insurance Co. Ltd.
Invalid Data
আলু আমদানি করবে সরকার
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাজার পরিস্থিতি বিবেচনায় আলুর বাজারদর স্থিতিশীল রাখতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হলো।
সম্প্রতি আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রতিবেদন পাঠিয়েছে ভোক্তা অধিদপ্তর। সেখানে আমদানির এই সুপারিশ করা হয়।
গত ১৪ সেপ্টেম্বর আলু, দেশি পিয়াজ ও ডিমের দাম বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে নির্ধারিত সেই দাম সরকার কার্যকর করতে পারেনি। দেড় মাস ধরে বাড়তি দামেই এসব পণ্য কিনেছেন ক্রেতারা। এবার বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লভ্যাংশ দেওয়ায় ‘এন’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।
জানা গেছে, বিমাটি সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
তালিকাভুক্তির পরে নতুন কোম্পানি হিসাবে বিমাটির শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হতো।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
গোল্ডেন সনের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড বাৎসরিক বোর্ড সভা আগামী ৬ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ প্রদান করেনি।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
- এমারেল্ড অয়েল
- ওরিয়ন ইনফিউশন
- জেমিনী সী ফুড
- ফু-ওয়াং ফুডস
- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ
- সিভিও পেট্রোাকেমিক্যালস
- সী পার্ল বিচ রিসোর্ট
- দেশবন্ধু পলিমার
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
- সমরিতা হসপিটাল লিমিটেড।
ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪১৩ কোটি ৪৩ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৬টির আর দর অপরিবর্তিত আছে ১৭৪টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, জেমিনী সী ফুড, ফু-ওয়াং ফুডস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রোাকেমিক্যালস, সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও সমরিতা হসপিটাল লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৬২৩ কোটি ৫ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসবি