ব্র্যান্ড-ক্রেতাদের কাছে বিজিএমইএর খোলা চিঠি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন ঘোষণা হওয়া মজুরি কাঠামো অনুযায়ী তৈরি পোশাকের দাম পুনঃনির্ধারণের আহ্বান জানিয়ে এবার ব্র্যান্ড, রিটেইলার ও ক্রেতা প্রতিনিধিদের কাছে খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এই চিঠি দেন।

চিঠিতে বলা হয়, কোভিড পরিস্থিতি ও পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে ব্যবসায় এসেছে নানা বাধা। দেশে বিদ্যুৎ বিল বেড়েছে ২৫ শতাংশ। গ্যাসের দাম বেড়েছে ২৮৬ দশমিক ৫ শতাংশ। ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে ৬৮ শতাংশ। সেই সঙ্গে ব্যাংক সুদের হারও বেড়েছে। এর মধ্যে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো শুরু হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তৈরি পোশাকের দাম পুনঃনির্ধারণের জন্য ক্রেতাদের কাছে বিজিএমইএ আহবান জানাচ্ছে।

চিঠিতে আরও জানানো হয়, অত্যাধুনিক মেশিনারিজ ও কর্মপরিবেশের উন্নয়ন ধারাবাহিকতা গার্মেন্টসগুলোতে বজায় রয়েছে। তাই পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে কর্মদক্ষতা ও অর্থনৈতিক উন্নয়ন সাধনে সবার সহযোগিতা চাওয়া হচ্ছে।

প্রসঙ্গত, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গত এপ্রিলে ন্যূনতম মজুর বোর্ড গঠন করে সরকার। প্রথম ৬ মাসে তিন দফা বৈঠক করে তারা। তবে মালিক ও শ্রমিকপক্ষ থেকে মজুরি প্রস্তাব দেয়া হয়নি। এরপর, গত ২২ অক্টোবর এক বৈঠকে ২০ হাজার ৩৯৩ টাকা মজুরির প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। বিপরীতে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয় মালিকপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম////

মার্কেন্টাইল ব্যাংক পার্পেচুয়াল বন্ডের লেনদেন শুরু মঙ্গলবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পার্পেচুয়াল বন্ডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা বন্ডটির ট্রেডিং কোড- “MBPLCPBOND” এবং ডিএসইতে বন্ড কোড নাম্বার- ২৬০১৪ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি বন্ডটি তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ইউনিট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে সিএনএ টেক্সটাইল; ২য় ফু-ওয়াং সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিএনএ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১৪ লাখ টাকা।

ইয়াকিন পলিমারের ১৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৭০ লাখ, সেন্ট্রাল ফার্মার ১৭ কোটি ২৯ লাখ, সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ১৫ কোটি ৫৯ লাখ, খুলনা পেপার এন্ড প্যাকেজিংর ১৪ কোটি ৯০ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১৪ কোটি ৩০ লাখ, প্যাসিফিক ডেনিমসের ১২ কোটি ৯২ লাখ ও অলিম্পিক এক্সসরিজের ৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

১৭ দিনে প্রবাস আয় এলো ১১৮ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি নভেম্বর মাসের ১৭ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ১২৪ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা)।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি ৮৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, কৃষিব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৫১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোট চার লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ মার্কিন ডলার।

রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেপ্টেম্বর মাসে গত ৪৪ মাসের মধ্যে ব্যাংকিং চ্যানেলে সবচেয়ে কম প্রবাস আয় দেশে আসে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঘোষিত ২ টাকা ৫০ পয়সা প্রণোদনার পাশাপাশি প্রবাস আয় সংগ্রহকারী ব্যাংকগুলো আরো ২.৫০ শতাংশ প্রণোদনা দিতে পারবে―এমন অনুমতি দেয়। এ ছাড়াও প্রবাস আয়ের ডলার সংগ্রহ করার ক্ষেত্রে প্রয়োজনে আরো বেশি দামে কেনারও অনুমতি দেয়।
এর ফলে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাস আয় বাড়তে থাকে। সেপ্টেম্বর মাসে সবচেয়ে কম প্রবাস আয় আসার পর অক্টোবর মাসে প্রবাস আয়ে বেড়ে যায়। যা নভেম্বর মাসেও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ছয় কোটি ৯৮ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার।

আগের বছরের নভেম্বর মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন প্রায় পাঁচ কোটি ৩২ লাখ ডলার। আর চলতি বছরের অক্টোবরে প্রবাসীরা প্রতিদিন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছিলেন প্রায় ছয় কোটি ৫৯ লাখ ১৯ হাজার মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

  1. সিএনএ টেক্সটাইল
  2. ফু-ওয়াং সিরামিকস
  3. ইয়াকিন পলিমার
  4. এমারেল্ড ওয়েল
  5. সেন্ট্রাল ফার্মা
  6. সী পার্লস রিসোর্ট এন্ড স্পা
  7. খুলনা পেপার এন্ড প্যাকেজিং
  8. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  9. প্যাসিফিক ডেনিমস
  10. অলিম্পিক এক্সসরিজ।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৪টির আর দর অপরিবর্তিত আছে ১৫১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিএনএ টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিকস, ইয়াকিন পলিমার, এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, খুলনা পেপার এন্ড প্যাকেজিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, প্যাসিফিক ডেনিমস ও অলিম্পিক এক্সসরিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৫.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৭৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৬৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মা ও সিএনএ টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সমতা লেদারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২১ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪:১৫ টায় কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জিপিএইচ ইস্পাতের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২৬ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪:১৫ টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

প্যারামাউন্ট টেক্সটাইলের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ১৮ নভেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফারইষ্ট নিটিংয়ের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আসন্ন এজিএম আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের দিন অনিবার্যকারণ কারণ:বশত পরিবর্তন করা হয়।

এর আগে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় ১৭ ডিসেম্বর । তবে কোম্পানিটির এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি