শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ইসির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ব্যয় নির্বাহের লক্ষ্যে ভোটের আগের দুই দিন (শুক্রবার ও শনিবার) তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের আগের দুই দিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির উল্লিখিত দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বা কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে।

ফলে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তবে যে ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীকে ভোটগ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনি দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম///

ই-ভ্যালিকে অভিযোগ নিষ্পত্তি করতে নোটিস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) সম্প্রতি আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ক্রেতাদের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নিতে বলেছে।

গত ১ জানুয়ারি ই-ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে ওই নোটিশ পাঠানো হয়। তাকে নোটিশের জবাব দিতে সাত দিন সময় দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
এর আগে, গত ১৮ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান মোহাম্মদ রাসেল।

ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেন, ‘ই-ভ্যালির বিরুদ্ধে দায়ের করা মামলার মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার মামলা নিষ্পত্তি হয়নি। কিন্তু কারাগার থেকে বেরিয়ে তিনি আবার ব্যবসা শুরু করেছেন। তার উচিত আগে গ্রাহকদের বকেয়া পরিশোধ করা।’

তিনি আরও বলেন, ‘ই-ভ্যালি ইতোমধ্যে বিগ ব্যাং নামে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে। আমরা জানি না নতুন কোনো কেলেঙ্কারি হতে যাচ্ছে কি না।’

নোটিশের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ রাসেল দ্য ডেইলি স্টারকে জানান, তারা নোটিশের জবাব দেবেন।

স্টকমার্কেটবিডি.কম///

পদ্মা ব্যাংকের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার পদ্মা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুসারে ২ জানুয়ারি থেকে দেশের তপশিলি ব্যাংকগুলোর তালিকায় ‘পদ্মা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ২ জানুয়ারি থেকে দেশের তপশিলভুক্ত ‘পদ্মা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম////

গ্যাস সংকট চরমে, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নগরে প্রায় এক সপ্তাহ ধরে গ্যাস সংকট চরমে। ভোগান্তিতে পড়েছেন লাখো গ্রাহক। সরবরাহ কম থাকায় শুধু বাসাবাড়ি নয়, সিএনজি পাম্প, ফিলিং স্টেশন ও শিল্প কারখানায়ও গ্যাস সরবরাহে বিঘ্ন হচ্ছে। এতে ফিলিং স্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইন দেখা গেছে।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে নগরের, টাইগারপাস ফিলিং স্টেশন, কদমতলী, গণি বেকারীস্থ কিউসি ফিলিং স্টেশনের সামনে দেখা যায়, ছোট-বড় যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস নেওয়ার জন্য এত চাপ, ফিলিং স্টেশনের চত্বর মাড়িয়ে প্রধান সড়কেও অনেক যানবাহন ছিল। যার কারণে নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজটের।

নগরের কদমতলী ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসেন সিএনজি অটোরিকশা চালক আব্দুল আলীম। স্টেশনের দীর্ঘ লাইন সিআরবির সামনে পর্যন্ত চলে আসে। তিনি বলেন, ৩ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, গ্যাস পাবার সম্ভাবনা নাই মনে হচ্ছে

সিএনজি চালক খোরশেদ বলেন, গত এক সপ্তাহ ধরে গ্যাসের জন্য আসছি । দিনের বেলা হচ্ছে ব্যবসার আসল সময়, আজও গ্যাস না নিয়ে ফিরতে হচ্ছে। কেন গ্যাস নেই কেউ নির্দিষ্ট করে তা বলতে পারছে না।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) শীর্ষ এক কর্মকর্তা বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। কলকারখানার পাশাপাশি সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং আবাসিক গ্রাহকদের বিদ্যমান সংকট চরম আকার ধারণ করবে। এর থেকে কমানো হলে গ্যাস সরবরাহ নেটওয়ার্কের স্বাভাবিক প্রবাহ টিকিয়ে রাখা কঠিন হবে।

স্টকমার্কেটবিডি.কম////

কক্সবাজারগামী নতুন ট্রেন পর্যটক এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রথম ট্রেন যাত্রীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় আগামী ১০ জানুয়ারি থেকে চলবে দ্বিতীয় ট্রেন। নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’। নতুন এই আন্তঃনগর ট্রেনের ৪ দিনের আগাম টিকিটের বিক্রি শুরু হয়েছে। ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারির টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ও টিকিট কাউন্টারে।

বুধবার (৩ জানুয়ারি) ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, আজ সকাল ৮টা থেকে কক্সবাজার রুটের নতুন আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যেহেতু বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে ১০ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি করে, সেই হিসাবে সময় অতিবাহিত হওয়ায় আজ ১০, ১১ ও ১৩ জানুয়ারির আগাম টিকিট বিক্রি করা হবে।

এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানা যায়।

চিঠিতে জানানো হয়, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলের জন্য সদ্য আমদানি করা নতুন করিয়ান কোচ দিয়ে একজোড়া ননস্টপ আন্তঃনগর (পর্যটক এক্সপ্রেস) ট্রেন পরিচালনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে এই ট্রেন চলাচল করবে।

ট্রেনটি (৮১৫) কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। অন্যদিকে ৮১৬ নাম্বার ট্রেনটি ঢাকা ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে।

স্টকমার্কেটবিডি.কম////

১৭৬০ কোটি টাকা দিচ্ছে এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত এবং জ্বালানি সরবরাহ বাড়াতে ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে মাটির নিচ দিয়ে টানা হবে বিদ্যুৎ সংযোগ। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এডিবির এই ঋণের পরিমাণ ১৬ কোটি ডলার।

প্রতি ডলার সমান ১১০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় হয় এক হাজার ৭৬০ কোটি টাকা।

এই ঋণবিষয়ক চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং। গতকাল মঙ্গলবার ইআরডি থেকে এ তথ্য জানানো হয়।

ইআরডি জানায়, ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আটটি সাবস্টেশন নির্মাণ করা হবে।

১০০ কিলোমিটারের বেশি জলবায়ু এবং দুর্যোগ প্রতিরোধী ভূগর্ভস্থ তার এবং ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করবে। প্রকল্পটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডকে (ডেসকো) সহায়তা করবে।

এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং বলেন, প্রকল্পের মাধ্যমে দুই লাখ নতুন এবং ১.১ মিলিয়ন বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক এবং শিল্পগ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশাপাশি ঢাকার নতুন বিমানবন্দর টার্মিনালের জন্য নির্ভরযোগ্য, দক্ষ এবং উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

এটি সহায়তা করবে বিদ্যুতের অপচয় কমাতে। প্রতিবছর কমপক্ষে ১৪ হাজার ৭০০ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমাতে সহায়তা করে জলবায়ু সহায়ক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম////

ব্যবসা বিকাশে ডিজিটাল ট্রান্সফরমেশন: হুয়াওয়ে ও ইজেনারেশন’র যৌথ সেমিনার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্রমবর্ধ্মান প্রযুক্তির এই যুগে, হুয়াওয়ে দক্ষিণ এশিয়া এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন লি. যৌথভাবে “ডিজিটাল ট্রান্সফর্মেশন ফর কন্টিনিউয়াস বিজনেস গ্রোথ” শীর্ষক একটি সেমিনার এর আয়োজন করে। উক্ত সেমিনারে ডিজিটাল ট্রান্সফরমেশনের সাম্প্রতিক উদ্ভাবনগুলিকে প্রদর্শন করার পাশাপাশি হুয়াওয়ের অত্যাধুনিক প্রযুক্তি সলিউশন যথা আইপি ও ডেটাকম, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) ও ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) এবং মডুলার ডেটা সেন্টারে (এমডিসি) সম্পর্কেও বিষদ আলোচনা হয়।

সম্প্রতি ঢাকার হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে অনুষ্ঠিত এই সেমিনারে আইসিএক্স প্রতিষ্ঠানসমূহ থেকে কর্মকর্তাগণ, সিদ্ধান্ত গ্রহণকারী এবং তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা একত্রিত হয়।

যেহেতু ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ব্যবসার ক্রমাগত বৃদ্ধির লক্ষ্য পূরণে হুয়াওয়ে এবং ইজেনারেশন লি. বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং আইসিএক্স প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহে ডেটা সেন্টার সলিউশন প্রদান করছে, সেই অভিজ্ঞতার আলোকে হুয়াওয়ে এবং ইজেনারেশন-এর উল্লেখযোগ্য সলিউশন’র মূল দিকগুলি নিয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে হুয়াওয়ে ও ইজেনারেশন এর তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা “ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ হুয়াওয়ে সলিউশন: আইপি ও ডাটাকম”; “ডিজিটাল ট্রান্সফরমেশন ফর কন্টিনিউস বিজনেস উইথ হুয়াওয়ে সলিউশন: আইসিএক্স ও আইজিডব্লিউ” এবং “ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ হুয়াওয়ে সলিউশন: এমডিসি” এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

ইজেনারেশন লি এর স্ট্রাটেজিক সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ বলেন , “অনুষ্ঠানটিতে প্রেজেন্টেশনগুলি খুবই তথ্যবহুল ছিল এবং আমরা নিশ্চিত যে, এই সলিউশনগুলি অবশ্যই বাংলাদেশের ব্যবসায় সার্বিক উন্নয়নে অবদান রাখবে।”

ইজেনারেশন লিমিটেডের চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম বলেন, “এই সেমিনারটি নতুন-নতুন উদ্ভাবন ও পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতার একটি অনন্য উদাহরণ। তিনি আরোও বলেন হুয়াওয়ে আজ যে সলিউশনগুলি উপস্থাপন করেছে তা ব্যবসায়ের পরিবেশকে সুগঠিত করতে এবং আগের তুলনায় অনেক বেশি লাভজনক ও সাশ্রয়ী হয়ে উঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।”

হুয়াওয়ে দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ডেপুটি সিইও ঝ্যাংচেং (জাস্টিন) বলেন, “ডিজিটাল ট্রান্সফরমেশন এর মাধ্যমে হুয়াওয়ে পুরো শিল্পখাতকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসায় বৃদ্ধির জন্য ডিজিটাল অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং উৎপাদন থেকে শুরু করে ব্যবসায়’র বিভিন্ন পর্যায়ে এটি চালু করার সুযোগ রয়েছে। সেমিনারে হুয়াওয়ে তার প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সক্ষমতা প্রদর্শন করেছে, তা বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।”

স্টকমার্কেটবিডি.কম////

বিবিএস ক্যাবলসের শেয়ার অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস রাজধানীর মহাখালী বাণিজ্যিক এলাকায় এডভান্স নূরানী টাওয়ারের ৯ম তলায় নেওয়া হয়েছে।

আজ ৩ জানুয়ারি থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স; ২য় সী পার্লস রিসোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ টাকা।

বিডি থাই এলুমিনিয়ামের ১০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজের ৯ কোটি ২৮ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৫ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ৮ কোটি ৮৩ লাখ, জেএলডিএনজে মি. ফান্ডের ৭ কোটি ৯৩ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৭ কোটি ৩৫ লাখ, সেন্ট্রাল ফার্মার ৭ কোটি ১৬ লাখ ও সমরিতা হসপিটালের ৫ কোটি ৯৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
  2. সী পার্লস রিসোর্ট
  3. বিডি থাই এলুমিনিয়াম
  4. অলিম্পিক এক্সেসরিজ
  5. ওরিয়ন ইনফিউশন
  6. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  7. জেএলডিএনজে মি. ফান্ড
  8. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  9. সেন্ট্রাল ফার্মা
  10. সমরিতা হসপিটাল।