স্মার্ট শেয়ারবাজার গঠনে সহযোগিতার আশ্বাস নতুন অর্থমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্মার্ট শেয়ারবাজার গঠনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু নতুন অর্থমন্ত্রীর সাথে দেখা করে তার ফেইসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন।

হিরু তাঁর ফেইসবুকে লিখেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার স্মার্ট অর্থনীতি ও শেয়ারবাজার। সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির মেধাবী ছাত্র,সাবেক আমলা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্যারকে। স্যার আপনার দক্ষ নেতৃত্বে এ দেশের শেয়ারবাজার ও অর্থনীতি সঠিক পথ খুঁজে পাবে।

মাননীয় প্রধানমন্ত্রীর এ মেয়াদে দেশের অর্থনীতি ও আর্থিক খাতে ব্যাপক সংস্কার সাধিত হবে ।

এ বিষয়ে আবুল খায়ের হিরুর সাথে যোগাযোগ করা হলে তিনি সানবিডিকে বলেন, আজকে অর্থমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছিলাম। এ সময়ে দেশের অর্থনীতি ও শেয়ারবাজার নিয়ে কথা হয়েছে। তিনি স্মার্ট শেয়ারবাজার গঠনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিডি থাই; ২য় সী পার্লস রিসোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ৩৮ লাখ টাকার।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেডের ৬৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী ব্যাংকের ৬৪ কোটি ২৮ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫৯ কোটি ৮১ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৫৬ কোটি ২২ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ৪৮ কোটি ১৬ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ৪৬ কোটি ৩৮ লাখ, অলিম্পিক এক্সেসরিজের ৪৪ কোটি ৪৬ লাখ ও দেশবন্ধু পলিমারের ৪৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৪ দিনে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৫ হাজার কোটি টাকা বেড়েছে। তবে এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৩৭.৬০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৯৭ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৭.৬০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৫৪৯ কোটি ৪৬ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৩১ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৩৭.৬০ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৩.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৩.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টির শেয়ার ও ইউনিটের দর। আর ২৬টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫১১৯ কোটি টাকা অর্থ্যাৎ ০.৬৬ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি