স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩১৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ২৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৯৪ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত আছে ১৬৯টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইউফিউশন, পাওয়ার গ্রিড, দেশবন্ধু পলিমার, বিএসসি, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী ব্যাংক।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৯৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৪৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।
স্টকমার্কেটবিডি.কম/এসবি