টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করলো সরকার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়। বুধবার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এ তথ্য জানান। আগামীকাল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করা হয়।

মঙ্গলবার জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম ই-মেইলের মাধ্যমে আবেদন ও প্রেেয়াজনীয় তথ্য-প্রমাণ পাঠান। বুধবার মন্ত্রণালয়ে হার্ড কপি জমা দেওয়া হয়। এর প্রেক্ষিতে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এই স্বীকৃতি প্রদান করে। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম///

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম তিন বছরে সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমে তিন বছরে সর্বনিম্ন হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, গত জানুয়ারি মাসে বিশ্ববাজারে খাদ্যশস্য, মাংসসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে, যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন। সংস্থা জানায়, গত মাসে খাদ্যপণ্যের সূচক কমে হয় ১১৮.০ পয়েন্ট, যা আগের মাসের ১১৯.১ পয়েন্ট থেকে ১ শতাংশ কম এবং এক বছর আগের একই সময়ের তুলনায় ১০.৪ শতাংশ কম।

এফএও জানায়, রপ্তানিকারক দেশগুলোর ব্যাপক প্রতিযোগিতার কারণে গত মাসে বিশ্ববাজারে গমের দাম কমেছে।

এ ছাড়া হ্যাম্পশায়ার অঞ্চলের দেশগুলো থেকেও সাম্প্রতিক সরবরাহ বেড়েছে। এর পাশাপাশি ভুট্টার দামও কমেছে। আর্জেন্টিনায় মৌসুম শুরু হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরবরাহ বেড়েছে। এর বিপরীতে গত মাসে চালের দাম বেড়েছে ১.২ শতাংশ।

থাই ও পাকিস্তানি উন্নত মানের চালের রপ্তানি চাহিদা বৃদ্ধি পেয়েছে ইন্দোনেশিয়ার বাড়তি ক্রয়ের কারণে।

অন্যদিকে গত মাসে ভোজ্য তেলের দাম ০.১ শতাংশ বেড়েছে ডিসেম্বর থেকে। যদিও এ দাম এক বছর আগের একই সময়ের তুলনায় ১২.৮ শতাংশ কম। দুগ্ধ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

তবে এ দাম এক বছর আগের একই সময়ের চেয়ে ১৭.৮ শতাংশ কম। গত মাসে মাংসের দাম কমেছে ১.৪ শতাংশ। এর মধ্য দিয়ে টানা সপ্তম মাস কমল মাংসের দাম। এর বিপরীতে বেড়েছে চিনির দাম। জানুয়ারিতে চিনির দাম বাড়ে ০.৮ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////

রপ্তানি লক্ষ্যমাত্রার অর্ধেক আয় সাত মাসে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা সংকটের মধ্যেও রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশের তৈরি পোশাক শিল্প। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-জানুয়ারি) পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ২৮.৩৬ বিলিয়ন ডলার।

যদিও গত টানা তিন মাস পোশাক রপ্তানির প্রবৃদ্ধি নেতিবাচক ছিল, তবে সর্বশেষ জানুয়ারি মাসে পোশাক রপ্তানির আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.৪৫ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইপিবির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয় ২৭.৪১ বিলিয়ন মার্কিন ডলারের। চলতি অর্থবছরের ছয় মাসে ৩.৪৫ শতাংশ প্রবৃদ্ধিতে হয়েছে ২৮.৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে নিটওয়্যার খাতে রপ্তানি আয় হয়েছে ১৬.১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৮.১৫ শতাংশ এবং ওভেন গার্মেন্টস থেকে আয় হয় ১২.১৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি কমে হয় ২.২০ শতাংশ। আর একক মাস হিসাবে চলতি ২০২৪ সালের জানুয়ারিতে পোশাক থেকে রপ্তানি আয় হয়েছে ৪.৯৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩ সালের জানুয়ারির তুলনায় ১২.৪৫ শতাংশ বেশি।

পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল এ বিষয়ে বলেন, ‘পণ্যে বৈচিত্র্য আনার কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ভালো করছে বাংলাদেশ। এখন আমরা নতুন নতুন বাজার খুঁজছি। আশা করছি, আগামী দিনগুলোতেও রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।’

এদিকে বছরের প্রথম মাস জানুয়ারিতে পণ্য রপ্তানি করে ৫৭২ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। একক মাস হিসেবে এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ রপ্তানি আয়।

ইপিবির তথ্য বলছে, জানুয়ারিতে ৫৭২ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১.৪৫ শতাংশ বেশি। ২০২৩ সালের জানুয়ারিতে রপ্তানি আয় হয়েছিল ৫১৩ কোটি ৬২ লাখ ডলার। এর আগে এক মাসে সর্বোচ্চ রপ্তানি হয়েছিল গত ডিসেম্বরে, তখন মোট রপ্তানি আয় হয়েছিল ৫৩৬ কোটি ৫২ লাখ ডলার।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ পাঁচ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল।

স্টকমার্কেটবিডি.কম////

বিদ্যুৎ সাশ্রয়ে সেচ কার্যক্রম অফ-পিক আওয়ারে চালানোর অনুরোধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সাশ্রয়ে কৃষকদের অফ-পিক আওয়ারে (রাত ১১টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত) সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে জানানো হয়, চলতি মৌসুমে কৃষকদের রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এখনও শীত ঠিকমতো শেষ হওয়ার আগেই এমন পরিস্থিতি অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই মূলত মন্ত্রণালয় থেকে কৃষকদের এই ৮ ঘণ্টা সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম//////

ইউনিয়ন ব্যাংকের ১৫ দিন ব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাúনা পরিচালক শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন ভাইস প্রেসিডেন্টমোঃরফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপালমোঃ হেদায়েত উল্লাহ।

প্রধান অতিথি উপ-ব্যবস্থাúনা পরিচালক প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সাথে কাজ করার এবং সঠিকভাবে ইসলামী ব্যাংকিং পদ্ধতি পরিপালনের পরামর্শ প্রদান করেন।

স্টকমার্কেটবিডি.কম////

বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে চায় সৌদি আরব: সালমান এফ রহমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সৌদি আরবের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিন দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘আমরা বাংলাদেশে সৌদি আরবকে একটি অর্থনৈতিক অঞ্চল দিতে চাই। তাদের বিনিয়োগমন্ত্রী পায়রাতে অর্থনৈতিক অঞ্চল করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও সৌদি আরবে দুই দেশের যৌথ মালিকানায় ইউরিয়া সার কারখানা স্থাপন করতে চায় বাংলাদেশ।’ দেশে কৃষি উৎপাদন বাড়াতে সারের নিরবচ্ছিন্ন চাহিদা পূরণে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা৷

বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘সৌদিতে জয়েন্ট ভেনচারে আমরা একটি ইউরিয়া সার কারখানা করব৷ উৎপাদিত ইউরিয়ার শতভাগ আমরাই আমদানি করে নিয়ে আসব। তারা প্রস্তাবটি নিয়ে আগাতে চায়। মার্চ মাসের মধ্যে এটার সম্ভাব্যতা যাচাই শেষ হবে। শুধু সরকার টু সরকার নয়, এখানে বেসরকারি খাতেরও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম////

সিঙ্গাপুর থেকে ১২৭৪ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান থেকে তিন কার্গো লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ১ হাজার ২৭৪ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৫২০ টাকা।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির তৃতীয় বৈঠকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০- এর (সংশোধনী ২০২১) আওতায় মাস্টার সেল অ্যান্ড পার্সেস অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) সই করা প্রতিষ্ঠানগুলো থেকে কোটেশন সংগ্রহ করে কার্গো এলএনজি আমদানি করা হবে।

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সিঙ্গাপুরের এমএস গুলবার সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪২৫ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৯৪০ টাকা।

অপর এক প্রস্তাবে সিঙ্গাপুরের একই প্রতিষ্ঠান এমএস গুলবার সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতেও ব্যয় হবে ৪২৫ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৯৪০ টাকা। প্রতি এমএমবিটিইউ এর মূল্য পড়বে ৯ দশমিক ৮৪৭০ মার্কিন ডলার। আগে ছিল ৯ দশমিক ৯৩০ ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

শ্যামপুর সুগারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি শেয়ারটিরদর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ৩১ জানুয়ারি শেয়ার দর ছিল ১৯৪ টাকা। গতকাল ৬ ফেব্রুয়ারি সর্বশেষ তা ২৫৪ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় শ্যামপুর সুগার মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় স্থানে ওরিয়ন ইনফিউশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১০০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৮ লাখ টাকা।

খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজের ৪৩ কোটি ৪৪ লাখ, বিডি থাই এলুমিনিয়ামের ৩৯ কোটি ৬০ লাখ, ফুয়াং ফুডসের ৩৬ কোটি ৫৩ লাখ, সেন্ট্রাল ফার্মার ৩৬ কোটি ২২ লাখ, আইএফআইসি ব্যাংকের ৩৩ কোটি ৪৩ লাখ, এমারেল্ড ওয়েলের ৩১ কোটি ৯৩ লাখ ও মালেক স্পিনিংর ২৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ফার্মা
  2. ওরিয়ন ইনফিউশন
  3. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  4. অলিম্পিক এক্সেসরিজ
  5. বিডি থাই এলুমিনিয়াম
  6. ফুয়াং ফুডস
  7. সেন্ট্রাল ফার্মা
  8. আইএফআইসি ব্যাংক
  9. এমারেল্ড ওয়েল
  10. মালেক স্পিনিং।