ওয়ালটন দেশের বৃহৎ ও সফল প্রাইভেট হাই-টেক পার্ক: জুনাইদ পলক

ওয়ালটনের নতুন মডেলের স্মার্টফোন, এসএসডি ও ক্যাশব্যাক অফারের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পলক ওয়ালটনকে দেশের সবচেয়ে সফল ও বৃহৎ প্রাইভেট হাই-টেক পার্ক হিসেবে অভিহিত করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি জানান, হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিক্স পণ্য দিয়ে শুরু করে ওয়ালটন এখন ফ্রিজ, টেলিভিশনসহ অনেক স্মার্ট ডিভাইসে বিশ্বের সবচেয়ে ইউনিক ও ইনোভেটিভ সলিউশন এনেছে। যা বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতি হিসেবে পরিণত করতে খুবই সহায়ক। ইলেকট্রনিক্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদনে বাংলাদেশকে আত্ম-নির্ভরশীল ও রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার অনুপ্রেরণা যুগিয়েছে ওয়ালটন।

সরকারি প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় দেশে উৎপাদিত পণ্যের প্রতি গুরুত্বারোপ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, গত জনশুমারি প্রকল্পে ওয়ালটনের প্রায় ৪ লাখ ট্যাব ব্যবহৃত হয়েছিলো। ওই প্রকল্পে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাব ব্যবহার করায় সরকারের প্রায় ১৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছিলো। ওয়ালটনের ওই ট্যাবগুলোর মান খুবই ভালো হওয়ায় জনশুমারি প্রকল্প শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে ওয়ালটনকে ধন্যবাদ পত্র দেয়া হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে ট্যাবগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণের অনুমোদন দেন। সরকারি প্রকিউরমেন্টে এরকম সাহসী পদক্ষেপ নেয়া হলে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

পরিদর্শনকালে দেশে প্রথমবারের মতো ওয়ালটন ডিজি-টেকের এসএসডি প্রোডাক্টের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি তিনি ওয়ালটন-ল্যাপটপ ক্যাশব্যাক অফারের উদ্বোধন ঘোষণা করেন এবং নেক্সজি সিরিজের নতুন মডেলের স্মার্টফোন ‘এন৭২’ এর মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বঙ্গবন্ধু হাই-টেক পার্কের ম্যানেজিং ডিরেক্টর জি এস এম জাফরউল্লাহ্, এটুআই’র প্রজেক্ট ডিরেক্টর মো. মামুনুর রশীদ ভূঁইয়া, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক ও ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর রাইসা সিগমা হিমা।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

স্টকমার্কেটবিডি.কম////

বাজার সিন্ডিকেট ভাঙার প্রক্রিয়া উদ্ভাবন করে কাজ করছি: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি- তা উদ্ভাবন করে কাজ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে এ তথ্য জানান কৃষিমন্ত্রী।

আব্দুস শহীদ বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। হাটবাজারে যারা মজুতদারি করে তাদের অনুরোধ করবো তারা যেন এ হারাম ব্যবসা না করেন। অনুরোধ করি রমজান মাসে যাতে আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি সেজন্য সহযোগিতা করবেন।

এ সময় বাজার সিন্ডিকেট ভাঙার কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি- তা উদ্ভাবন করে কাজ শুরু করেছি যাবে বাজার নিয়ন্ত্রণে রাখা যায়।

স্টকমার্কেটবিডি.কম//////

আইএমএফের সব লক্ষ্যমাত্রা পূরণ ক‌রেছে বাংলাদেশ : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া প্রায় সব লক্ষ্যমাত্রা বাংলাদেশ পূরণ ক‌রেছে। বাংলা‌দেশ ভা‌লো কর‌ছে ব‌লে ম‌নে করছে সংস্থা‌টি।

বৃহস্পতিবার স‌চিবাল‌য়ে বাংলা‌দে‌শে আইএমএফের আবা‌সিক প্রতি‌নিধি জ‌য়েন্দু দে’র স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা জানান তিনি।

মন্ত্রী ব‌লেন, তৃতীয় কি‌স্তির অর্থ ছা‌ড়ের আগে সাম‌নে মা‌র্চে আইএমএফের মিশন বাংলা‌দে‌শে আস‌বে। ওরা দেখ‌বে আমরা ঠিকভা‌বে সব কিছু কর‌ছি কি না। পরীক্ষায় পাশ করলে আমরা কি‌স্তির টাকা পাব।

বিনিময় হার বাজার ভি‌ত্তিক করার বিষ‌য়ে আইএমএফ কিছু ব‌লে‌ছে কি না জান‌তে চাই‌লে অর্থমন্ত্রী ব‌লেন, আপাতত ক্রলিং পেগনী‌তি অনুসা‌রেই বি‌নি‌ময় হার নির্ধা‌রিত হ‌বে।

স্টকমার্কেটবিডি.কম//////

চাল-তেল-চিনি-খেজুরে কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন রমজান উপলক্ষে চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর আমদানির ওপর শুল্ক-কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত পৃথক চারটি আদেশে এ তথ্য জানানো হয়।

এনবিআর চেয়ারম্যানের সই করা আদেশে বলা হয়, পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল ও পরিশোধিত পাম তেলে আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

২৯ জানুয়ারি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তখন প্রধানমন্ত্রী বলেন, রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়। তখন থেকেই রমজানে অতি ব্যবহৃত এই চার পণ্য আমদানিতে শুল্ক কমানো কার্যক্রম শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম//////

লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা; ২য় স্থানে আইএফআইসি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে আইএফআইসি ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ টাকা।

ওরিয়ন ইনফিউশনের ৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিংর ৫১ কোটি ৪ লাখ, ফরচুন সুজের ৫০কোটি ২৯ লাখ, ফুয়াং সিরামিকসের ৪০ কোটি ৬২ লাখ, ফুয়াং ফুডসের ৩৬ কোটি ৩৫ লাখ, অলিম্পিক এক্সেসরিজের ৩৪ কোটি ২৪ লাখ, এ্যাডভেন্ট ফার্মার ৩৩ কোটি ৭৩ লাখ ও বিডি থাই এলুমিনিয়ামের ৩৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. সেন্ট্রাল ফার্মা
  2. আইএফআইসি ব্যাংক
  3. ওরিয়ন ইনফিউশন
  4. মালেক স্পিনিং
  5. ফরচুন সুজ
  6. ফুয়াং সিরামিকস
  7. ফুয়াং ফুডস
  8. অলিম্পিক এক্সেসরিজ
  9. এ্যাডভেন্ট ফার্মা
  10. বিডি থাই এলুমিনিয়াম।

ডিএসইতে ১৮৫৭ ও সিএসইতে ৩৬ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৭৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৫৭ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭৩০ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সেন্ট্রাল ফার্মা, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, ফরচুন সুজ, ফুয়াং সিরামিকস, ফুয়াং ফুডস, অলিম্পিক এক্সেসরিজ, এ্যাডভেন্ট ফার্মা ও বিডি থাই এলুমিনিয়াম।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২০.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৯৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১২০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে এবি ব্যাংক ও লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেকে লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল রবিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা আগের বছর ছিল ১০ শতাংশ।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আইডিএলসি ফাইন্যান্সের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

আগামী রবিবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আর্থিক প্রতিবেদনে ওয়েব কোটসের তথ্য-বিভ্রান্তি

ওয়েব কোটসের লোগো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ওয়েব কোটস পিএলসির পেশ করা আর্থিক প্রতিবেদনের তথ্য নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদনটি পর্যালোচনা করে কোম্পানিটির এমন কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো—-

কিউআইও অনুমোদন পাওয়ার আগের বছর ওয়েব কোট পিএলসির সম্পত্তি, কারখানা ও মেশিনাদির আর্থিক মূল্য ধরা হয়েছিল ১৫ কোটি ৯২ লাখ টাকা। পরের বছর ২০২৩ সালে এই মূল্য দেখানো হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটি জমি, কারখানা ও মেশিনাদিবাবদ এই মূল্য বেড়েছে সাড়ে ১১ কোটি টাকা।

উক্ত সময়ে কোম্পানিটির কারখানা ও মেশিনাদি বৃদ্ধি পেলেও তেমনটি বাড়েনি ব্যবসা। ২০২৩ সালের জুন মাসে কোম্পানিটির টার্ণওভার দেখানো হয়েছে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা। যা ২০২২ সালে ছিল ৪৮ কোটি ৬১ লাখ কোটি টাকা। বিনিয়োগকারীদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে উক্ত বছরে কোম্পাটির মুনাফা কমে যাওয়ায়। ২০২৩ সালে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা এসেছে ৪ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকা। যা আগের বছর ছিল ৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা।

সর্বশেষ বছরে অর্থ্যাৎ ৩০ জুন ২০২৩ সালে ওয়েব কোটস পিএলসির স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৫১ লাখ টাকা। যা আগের বছর ২০২২ সালের ৩০ জুন ছিল ২২ কোটি ৮৯ লাখ টাকা। কোম্পানির হিসাব অনুযায়ী, ২০২২-২৩ অর্থ বছরে কেমাম্পানিটি ১৮ কোটি টাকার বেশি এই ঋণ পরিশোধ করেছে। ঋণ পরিশোধের এসব অর্থের উৎস নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ধোয়াশা সৃষ্টি করেছে।

কোম্পানিটির শেয়ার মানি এক বছর আগেও ছিল মাত্র ২.৮০ কোটি টাকা। মাত্র এক বছরের ব্যবধানে শেয়ার মানি বেড়ে হয়েছে ২৮ কোটি টাকা করা হয়েছে। শেয়ারবাজারে আসার আগের বছরেই এত বড় অংকের মূলধন বাড়ানোর অনুমতি দিয়ে বিনিয়োগকারীদের প্রশ্নের সম্মূখীন হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি কাগজে কলমে তাদের নামে ১১ কোটি টাকার রি-ভ্যালুয়েশন সারপ্লাস ও ৮ কোটি টাকা রিটেইন আর্নিং হিসাবে দেখিয়ে নিজেদের আর্থিক স্বক্ষমতাকে বাড়ানো চেষ্টা করেছে। অথচ শেয়ারহোল্ডারদের ইক্যুইটিবাবদ ২২ কোটি টাকা ছাড়া আর কোনো আর্থিক উৎস এখানে দেখানো হয় নাই। তবে প্রতিবেদন বইয়ের ১১৬ নম্বর পাতায় কোম্পানিটি শেয়ারহোল্ডার ইক্যুটিতে হিসাবে ৪৪ কোটি ৬১ লাখ টাকা দেখানো হয়েছে। রি-ভ্যালুয়েশন সারপ্লাস ও রিটেইন আর্নিং কি তাহলে শেয়ারহোল্ডার ইক্যুটি?

শেয়ারবাজার থেকে নেওয়া অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার জন্য অত্যাধুনিক দুটি মেশিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে। ২.০৬ কোটি টাকা দিয়ে কোম্পানিটি দুটি কাষ্ট কোটিং মেশিন ১০৯২ এম এম কিনবে তারা। তবে মেশিনটির যে মূল্য দেখানো তা বিভ্রান্তিকর। এই মেশিনগুলো কোন দেশ থেকে কিনবে আর ভেন্ডার কোম্পানি সম্পর্কে তথ্য প্রতিবেদনে না থাকায় বিষয়টি নিশ্চিত হওয়া কঠিন। তবে বিশ্বখ্যাত অনলাইন মার্কেট প্লেস আলিবাবায় এ ধরণের মেশিন ১০,০০০ থেকে ২ লাখ ডলারে বিক্রি হচ্ছে বলে প্রতিবেদকের অনুসন্ধানে উঠে এসেছে। আর ভারত থেকে কিনলে এই মেশিনের দাম আরো কম পরবে।

কোম্পানিটি সর্বশেষ বছরের প্রতিবেদনে জমির মূল্য দেখিয়েছে ২৫ কোটি টাকা। যা আগের বছর ছিল ১৫ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানির যুক্তি হলো, তারা দীর্ঘদিন পরে ভ্যালুয়েশন করায় জমির দাম বেড়েছে। এজন্য কোম্পানিটির সম্পত্তি, কারখানা ও মেশিনাদির রি-ভ্যালুয়েশন মূল্য আগের বছরের চেয়ে ১১ কোটি টাকা বেশি মল্যায়িত হয়েছে। কোম্পানিটি কেরানিগঞ্জের রুহিতপুরে লাকিরচের ১৭০ ডেসিমল জমি মূল্য দেখিয়েছি ২৫ কোটি টাকা। এর মধ্যে ১৪৭ ডেসিমল জমি খালি পরে আছে। মাত্র ২৩ ডেসিমল জমিতে কারখানা হিসাবে ব্যবহার করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/সিআর