রবি আজিয়াটার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫ টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গতবছর ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

লংকাবাংলা ফাইন্যান্স ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে বিইএফটিএন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ক্রেডিট কার্ড গ্রাহকদের দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-র সহযোগিতায় জন্য বিশেষ সুবিধাজনক বিইএফটিএন সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ড গ্রাহকরা এখন প্রিমিয়ার ব্যাংকের বিইএফটিএন সেবার মাধ্যমে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই তাদের কার্ড বিল পরিশোধ করতে পারবেন।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাহকদের অনন্য সুবিধা সম্বলিত, নির্ভরযোগ্য এবং নিরাপদ একটি ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করা। বিইএফটিএন সেবার মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ড গ্রাহকরা সহজেই ক্রেডিট কার্ড এর বিল পরিশোধ করতে পারবেন, যা তাদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। বিইএফটিএন সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানটি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর রিটেইল বিজনেস বিভাগের প্রধান জনাব খুরশেদ আলম এবং দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর চিফ ইনফরমেশন টেকনলজি অফিসার জনাব আবু মোঃ সাব্বির হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের অপারেশনস বিভাগের প্রধান জনাব এ. কে. এম. কামরুজ্জামান, এফসিএমএ; ট্রেজারি ও এফআই বিভাগের প্রধান জনাব কামরুল ইসলাম, মানব সম্পদ বিভাগ প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, আইসিটি প্রধান জনাব শেখ মোহাম্মদ ফুয়াদ। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি থেকে উপস্থিত ছিলেন কার্ড ও এডিসি প্রধান জনাব মোঃ মারুফুর রহমান খান, ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ তারেক উদ্দিন এবং কর্পোরেট ব্যাংকিং বিভাগের এসএভিপি জনাব মোহাম্মদ শহিদুজ্জামান। যেকোনো ব্যাংক থেকে বিইএফটিএন সেবার মাধ্যমে ক্রেডিট কার্ড এর বিল পরিশোধ এর এই বিশেষ উদ্যোগ লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতায় উৎকর্ষতা অর্জনে আন্তরিকতার স্বাক্ষর বহন করবে।

স্টকমার্কেটবিডি.কম////

বিডি থাইয়ের লোকসান বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.১৫ টাকা।

চলতি বছরের ৬ তিন মাসে (জুলাই-ডিসেম্বর,২৩)  কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৬ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭.৪৩ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ২৭.৮৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের নতুন সিএস জাকিরুল আলম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের নতুন কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাকিরুল আলম। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির ভারপ্রাপ্ত সিএস হিসাবে মোহাম্মদ জাকিরুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

এখন থেকে তিনি কোম্পানিটির সচিবের দ্বায়িত্ব পালন শুরু করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা ৪টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) গত ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ফুয়াং সিরামিকসের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০৭ টাকা।

চলতি বছরের ৬ তিন মাসে (জুলাই-ডিসেম্বর,২৩)  কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১২ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.০৪ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১১.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিএটিবিসির লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩.১১ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৯৯.৩৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম////