সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮.০২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাতিষ্ঠানিক আমানতকে অগ্রাধিকার শেয়ারে পরিণত করবে পদ্মা ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা ব্যাংক পিএলসি প্রাতিষ্ঠানিক আমানতকে অগ্রাধিকার শেয়ারে রূপান্তর করতে যাচ্ছে এবং যেসব গ্রাহক আমানত তুলে নিতে ইচ্ছুক তাদের সরবরাহ করবে।

কোনো কোম্পানির লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে সাধারণ শেয়ারের চেয়ে অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার পায়।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অর্থসহ পদ্মা ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানত আছে প্রায় তিন হাজার কোটি টাকা।

গত জানুয়ারিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদে বিষয়টির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তর করতে যাচ্ছি।’

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত সমন্বয়কের পর্যবেক্ষণের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ আমানতকে শেয়ারে রূপান্তরের নির্দেশনা দিয়েছে।

‘আমানত থেকে শেয়ারে রূপান্তর একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আমরা এ লক্ষ্যে কাজ শুরু করেছি,’ বলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

পণ্যের মূল্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য মন্ত্রণালয় মার্চের প্রথম সপ্তাহ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারভিত্তিক খুচরা ও পাইকারি মূল্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। যেন ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।

মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয় প্রতিদিন একটি করে মূল্য তালিকা বাণিজ্য মন্ত্রণালয়কে সরবরাহ করবে এবং বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন বাজারের এই মূল্য পর্যালোচনা করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে, কোনো বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি, তাহলে তারা পণ্যটির দাম নির্ধারণ করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে।

তিনি আরও বলেন. অন্যথায় তারা কোনো পণ্যের দাম নির্ধারণ বা পরিবর্তন করবে না বলে জানান ওই কর্মকর্তা।

মূল্য নির্ধারণী পদ্ধতির আওতায় থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেশিরভাগ চাল, আটা, ভোজ্যতেল ও কিছু মসলা পণ্য

গত বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে টাস্কফোর্সের সভা শেষে ওই কর্মকর্তা এসব তথ্য জানান।

স্টকমার্কেটবিডি.কম////