আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও আমানতের সুদ বাড়ছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুদের ভিত্তি হার বেড়ে যাওয়ায় মার্জিন কমলেও বাংলাদেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণের সুদহার বেড়েছে।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) দেওয়া আমানতের ওপর সর্বোচ্চ সুদ বা মুনাফার হার হবে স্মার্ট প্লাস ২ দশমিক ৫ শতাংশ, যা নভেম্বরে ছিল ২ দশমিক ৭৫ শতাংশ।

ঋণ, ইজারা বা বিনিয়োগের বিপরীতে ঋণের সুদহার হবে স্মার্ট প্লাস ৫ দশমিক ৫ শতাংশ, যা আগে ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ।

স্মার্ট রেট বলতে ট্রেজারি বিলের ছয় মাসের মুভিং এভারেজ রেটকে বোঝায়। বর্তমান স্মার্ট ৯ দশমিক ৬১ শতাংশ, যা নভেম্বরে ছিল ৭ দশমিক ৭২ শতাংশ।

ফলে আমানতের সুদহার এখন সর্বোচ্চ ১২ দশমিক ১১ শতাংশ হবে, যা নভেম্বরে ছিল ১০ দশমিক ৪৭ শতাংশ। একইভাবে ঋণের সুদহার হবে ১৫ দশমিক ১১ শতাংশ, যা আগের ১৩ দশমিক ৪৭ শতাংশ থেকে বেশি।

নতুন আমানত ও ঋণ বিতরণের ক্ষেত্রে নতুন সুদের হার প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম///

বাজারে পর্যাপ্ত চিনির সরবরাহ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আইন বাস্তবায়নে প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিদপ্তরকে আরো শক্তিশালী করা হবে। বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে হবে। উৎপাদন, আমদানি সব পর্যায়ে পণ্যের দাম যৌক্তিক হতে হবে। দেশে কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে। কেউ বাজারে যেন কোনো ধরনের নেতিবাচক অবস্থার সৃষ্টি করতে না পারে।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘স্বাধীনতার পরে অর্থনৈতিক ভঙ্গুর দেশকে সমৃদ্ধশালী করতে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা দরকার।’

চট্টগ্রামে চিনির ফ্যাক্টরিতে দুর্ঘটনার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের প্রত্যুত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘এ কারণে বাজারে কোনো প্রভাব পড়ার কথা না। বাজারে পর্যাপ্ত চিনির সরবরাহ আছে। যদি কোনো মিল দাম বাড়ায় বা যোগ সাজোস করে তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

স্টকমার্কেটবিডি.কম//

চামড়া শিল্পনগরীর কোনো দূষণই গ্রহণযোগ্য হবে না : পরিবেশমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনস্বাস্থ্য বিবেচনায় সাভার চামড়া শিল্পনগরীর আর কোনো দূষণই গ্রহণযোগ্য হবে না। এখানকার শিল্পকারখানা গুলোতে ইটিপি চালু করতে টাইমলাইন দিতে হবে। কোরবানির পর আর ছাড় দেওয়া হবে না। অবৈধ কারখানাগুলোর পরিবেশের ছাড়পত্র বাতিল কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, মানুষের মৃত্যুর লাইসেন্স আমরা দিতে পারি না। দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একমত, যৌক্তিক সীমানার বাইরে যাওয়া সম্ভব না।

বুধবার বিকালে হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীর দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে শিল্পনগরীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রীর বেসরকারিখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা, বিসিক চামড়া শিল্প নগরীর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ শিল্পনগরীর বর্তমান অবস্থা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।

এ সময় সংশ্লিষ্ট চামড়া কারখানার মালিকেরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিটি গ্রুপ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় প্রায় ৯৩ একর জমিতে পূর্বগাঁও ইকোনমিক জোন করছে সিটি গ্রুপ। এতে প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান। এতে প্রায় ১১ হাজার লোকের কর্মসংস্থানের আশা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সিটি গ্রুপের আওতাধীন পূর্বগাঁও ইকোনমিক জোনকে লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এতে বিনিয়োগের বিষয়ে কথা বলেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান। সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, ‘আমরা এর আগে অত্যন্ত সফলতার সঙ্গে সিটি ইকোনমিক জোন ও হোসেন্দী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছি। সেই সঙ্গে প্রায় ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

একই ধারায় পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের কাজ অবিলম্বে শুরু হবে। এখানে পরিবেশবান্ধব একটি শিল্প এলাকা গড়ে তোলা হবে, যেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থা থাকবে। এরই মধ্যে চীন, জাপান ও থাইল্যান্ড থেকে বিনিয়োগের বিষয়ে একাধিক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তবে গ্যাস-বিদ্যুৎ না পেলে বিনিয়োগকারীরা আগ্রহ হারায়।

টি গ্রুপ সূত্র জানায়, পূর্বগাঁও ইকোনমিক জোনে স্টিল মিলস, কেমিক্যালস এবং সিরামিক খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। ঢাকা-সিলেট মহাসড়কের অদূরে প্রাথমিকভাবে প্রায় ৯৩ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে, যা ভবিষ্যতে ১৫০ একরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চলটি শীতলক্ষ্যা নদীর তীরে এবং ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় নৌপথ ও সড়কপথে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। অর্থনৈতিক অঞ্চলটির অবস্থান রাজধানী থেকে ২৫ কিলোমিটার ও চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই গ্রুপের সিটি ইকোনমিক জোনের লাইসেন্স দেওয়া হয়েছে ২০১৮ সালে। সেখানে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আর মুন্সীগঞ্জের গজারিয়ায় ১০৮ একর জমিতে হোসেন্দী ইকোনমিক জোন গড়ে তুলেছে সিটি গ্রুপ।

স্টকমার্কেটবিডি.কম//

হু হু করে বাড়ছে বিটকয়েনের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। তাতে রেকর্ড মূল্যবৃদ্ধির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এই ডিজিটাল মুদ্রার দর।

মঙ্গলবার একপর্যায়ে ভার্চুয়াল এ মুদ্রাটির দর গিয়ে দাঁড়ায় ৬৮ হাজার ৮১৮ ডলারে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

এর আগে, ২০২১ সালের নভেম্বরে বিটকয়েনের দাম ৬৮ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছিল। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আজ বিটকয়েনের দাম সেই রেকর্ড মূল্যের পাশে এসে দাঁড়ায়।

করোনা মহামারীর সংকট কাটিয়ে বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন কমতে শুরু করে বিটকয়েনের দাম। তাতে অনেকে আবারও এ মুদ্রার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। ২০২২ সালে এফটিএক্সের পতনের পর বিটকয়েনের দাম ১৬ হাজার ডলারে নেমে গিয়েছিল। ২০২৩ সালের প্রায় পুরোটা সময়জুড়েই বিটকয়েনের দাম ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে স্থির ছিল।

তবে মার্কিন কর্তৃপক্ষ বিটকয়েনের স্পট ইটিএফের অনুমোদন দিতে পারে এমন সম্ভাবনার মধ্যে ডিসেম্বরের মধ্যেই এই মুদ্রার দাম হু হু করে বাড়তে শুরু করে। ২০২৪ সালে এখন পর্যন্ত বিশ্ববাজারে বিটকয়েনের দর বেড়েছে ৫০ শতাংশ। যার মধ্যে গেল ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪২ শতাংশ।

এ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি ক্রিপ্টো মুদ্রার জন্য উল্লেখযোগ্য অগ্রগতি।

জানা গেছে, ইটিএফের অনুমোদন পাওয়ার পর বিটকয়েনের দাম হঠাৎ করে ৩৮ হাজার ডলারে নামে। পরে তা আবারও বাড়তে শুরু করে। স্পট ইটিএফের মাধ্যমে মূলত ক্রিপ্টোকারেন্সির মূল্য নির্ধারিত হয়। সূত্র: সিবিএস নিউজ, রয়টার্স, ডেইলি মেইল

স্টকমার্কেটবিডি.কম//

ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানির মোট ২৬ কোটি ৪০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এইচ. আর. টেক্সটাইলের ৫ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকা, দ্বিতীয় স্থানে বাংলাদেশ স্টিলের ২ কোটি ৫২ লাখ টাকা ও তৃতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সোনালী পেপারের ২ কোটি ০১ লাখ ২৫ হাজার টাকা, ফাইন ফুডসের ১ কোটি ৭২ লাখ ৩৮ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ১ কোটি ০৪ লাখ ৫৪ হাজার টাকা, ন্যাশনাল টি’র ৯৭ লাখ ৬৫ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৮৮ লাখ ২০ হাজার টাকা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

স্বর্ণের দামে রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে বর্তমানে স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ৭ মার্চ থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি ৪৪৯ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৪৯ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

জানা গেছে, আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় এটি ১৩ দশমিক ৯৩ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ফেব্রুয়ারিতে এত তৈরি পোশাক রপ্তানি হলো।

এর আগে, জানুয়ারিতে পোশাক রপ্তানি ৪৯৭ কোটি ডলার হওয়ায় তা নতুন রেকর্ড সৃষ্টি করে। চলতি বছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯৪৭ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবছরের হিসাবে জুলাই থেকে ফেব্রুয়ারি তৈরি পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার ২৮৬ কোটি ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় চার দশমিক ৭৭ শতাংশ বেশি।

মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, এটি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে অনেক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। ২০২৪ সাল আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

  1. ফু-ওয়াং সিরামিক
  2. ফরচুন সুজ
  3. আফতাব অটোমোবাইলস
  4. সেন্ট্রাল ফার্মা
  5. বিকন ফার্মা
  6. এডভেন্ট ফার্মা
  7. ওরিয়ন ইনফিউশন
  8. বেস্ট হোল্ডিংস
  9. মুন্নু ফেব্রিক্স
  10. গ্রামীনফোন লিমিটেড।

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক; ২য় স্হানে ফরচুন সুজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকার।

২৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা, বিকন ফার্মা, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, মুন্নু ফেব্রিক্স এবং গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/