এক দিন পরেই চিনির বর্ধিত দাম প্রত্যাহার করল টিসিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির আজ সকালে এক অডিও বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, টিসিবির চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই থাকবে।

বিষয়টি হলো, টিসিবি পরিবার কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে যে চিনি বিক্রি করে থাকে, তার দাম গতকাল কেজিতে ৩০ টাকা বাড়িয়েছিল। কিন্তু রোজার আগে একধাপে চিনির দাম এতটা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে দাম আগের ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, ভর্তুকি কমাতে চিনির দাম সমন্বয় করতে হয়েছে; এরপরও সরকার আগের চেয়ে বেশি পরিমাণে ভর্তুকি দিচ্ছে।

এদিকে চট্টগ্রামভিত্তিক একটি চিনি কারখানার গুদামে আগুন লাগার ঘটনাকে অজুহাত হিসেবে দেখিয়ে ব্যবসায়ীরাও বাজারে চিনির দাম কিছুটা বাড়িয়েছেন, যদিও সে কারণে দেশের বাজারে এখনো চিনির বড় কোনো সংকট হয়নি। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সম্প্রতি চিনির দাম কিছুটা কমে এসেছিল।

এদিকে গত ২২ ফেব্রুয়ারি সরকারি মিলের লাল চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়ানো ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ২২ ফেব্রুয়ারি রাতেই মন্ত্রণালয়ের নির্দেশে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা।

স্টকমার্কেটবিডি.কম//////

চিনির দাম ১ টাকাও বাড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চিনির পর্যাপ্ত মজুত আছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, চিনির দাম এক টাকাও বাড়বে না।

আজ বৃহস্পতিবার সকালে সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজারের পাশে পলিটেকনিক মাঠে তিনি এ কথা বলেন।

রমজান মাস উপলক্ষে এদিন তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য যারা নির্দিষ্ট আয়ের মানুষ, যারা অর্থনীতির চাপের মধ্যে আছে—তাদের চাপটা একটু লাঘব করা। এক কোটি পরিবারকে আমরা পাঁচটা নিত্যপ্রয়োজনীয় দিয়ে দেবো, তখন কিন্তু বাজারে চাপটা কমবে। বাজারে চাহিদাটা কমবে, চাহিদা কমলে সাধারণ ভোক্তা কিন্তু সহজে বাজার থেকে কিনতে পারবে; দামটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।’

গতকাল বুধবার প্রতি কেজি চিনির দাম ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করার পরে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ব্যাপারে ক্ষমা চেয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এটা আমাদের নিজস্ব একটি ত্রুটি হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম//////

রমজান মাসের লেনদেনের সময়সূচী নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আসন্ন রমজান মাসের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের সময়সূচী নির্ধারণ করেছে। ডিএসই ও সিএসই সূত্র থেকে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, প্রতিদিন ১০টায় শুরু হবে আর এই লেনদেন বেলা ১:৩০ টা পর্যন্ত চলবে।

আর রমজানে ডিএসই অফিস একই সময়ে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে। ঈদুল ফিতরের পর লেনদেন ও অফিসের নিয়মিত সময়সূচিতে ফিরে আসবে ডিএসই।

এমসয় পোষ্ট ক্লোজিং সেশন নির্ধারণ হয়েছে বেলা ১:২০ মিনিটি থেকে ১:৩০ টা পর্যন্ত।

বর্তমানে ডিএসইতে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। স্টক এক্সচেঞ্জটির দাফতরিক কাজ চলে সকাল ৯টা থেকে বিকাল ৩:৩০ টা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ই-জেনারেশনের ৪ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের চার পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শামীম আহসান নামে এক পরিচালক কোম্পানিটির ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১,৭০,৩৩,৬৮৩টি শেয়ার রয়েছে।

এসএম আশরাফুল ইসলাম নামে এক পরিচালক কোম্পানিটির হাতে থাকা সব শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ২,৮২,০৮০টি শেয়ার রয়েছে।

সাঈদা কামরুন নাহার নামে এক পরিচালক কোম্পানিটির ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৬০,০৩,২৮৩টি শেয়ার রয়েছে।

ই জেনারেশন সোর্সিং নামে এক করপোরেট পরিচালক কোম্পানিটির ২৫ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৪০,১৪,০৮২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এসব পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লাফার্জ হোলসিমের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বিডি গত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.১৩ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬৭.২০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

টিসিবির চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভর্তুকি মূল্যের চিনির দাম এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফলে চিনির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০০ টাকা। এর আগে টিসিবিতে চিনির সর্বোচ্চ দর ছিল ৭০ টাকা।

বুধবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। রমজান উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি শুরু হবে।

সরবরাহ না থাকায় গত বছর আগস্টে চিনি বিক্রি করেনি টিসিবি। পরের ২-৩ মাস কিছু কিছু এলাকায় ৭০ টাকা দরে চিনি বিক্রি করে সংস্থাটি।

স্টকমার্কেটবিডি.কম///