পাবনাতেই হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাবনাতেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক/বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে ৫৪ গবেষকের হাতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদানের চেক দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ১৯ জনকে বিশেষ গবেষণা অনুদান এবং ২৫ জনকে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোশিপ দেওয়া হয়।

বিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞানে গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, গবেষণা ছাড়া কোনো কিছুতেই উৎকর্ষ লাভ করা যায় না। বিজ্ঞানকে বঙ্গবন্ধুই বেশি গুরুত্ব দিতেন। শিক্ষা-গবেষণাসহ একটি স্বাধীন সার্বভৌম দেশে যা যা প্রয়োজন, সবই করে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭৫ সালের পর স্বৈরশাসকরা গবেষণায় গুরুত্ব দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম///

ভারতের ১০০ বিলিয়ন ডলারের মুক্ত বাণিজ্য চুক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চারটি ইউরোপীয় দেশের সঙ্গে ভারত মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। দেশগুলো হল– নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন। ১৬ বছর আলাপ আলোচনার পর এই চুক্তি করল দুই পক্ষ।

ভারতের বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, ইউরোপীয় মুক্ত বাণিজ্য অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পেতে চলেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেছেন, এই যুগান্তকারী চুক্তি অর্থনৈতিক অগ্রগতি বাড়ানো এবং যুবকদের জন্য কাজের সুযোগ তৈরি করতে তার সরকারের প্রতিশ্রুতির নিদর্শন। তিনি বলেন, আমরা যেহেতু ইএফটিএ ভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধনকে শক্তিশালী করেছি, তা সামনের সময়গুলোতে আরও সমৃদ্ধি নিয়ে আসবে।

বিবিসির খবর অনুসারে, এমন এক সময় এই ঘোষণা এলো যখন একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারত এবং যুক্তরাজ্য গত দুই বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ভারত এই চুক্তির আওতায় চারটি দেশ থেকে অধিকাংশ শিল্প পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার করবে।

বিপরীতে এই চার দেশ আগামী ১৫ বছর ধরে ভারতে বিনিয়োগ করে যাবে। ফার্মাসিউটিক্যালস, যন্ত্রপাতি ও ম্যানুফ্যাকচারিং খাতসহ একাধিক খাতে এই বিনিয়োগ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

অফশোর বিডিংয়ে অংশ নেওয়া কোম্পানিকে ট্যাক্স থেকে দায়মুক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর বিডিংয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে সব ধরনের ট্যাক্স থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও অনেক সুবিধা দেওয়া হচ্ছে। এতে বিডিংয়ে বিদেশি কোম্পানি আগ্রহী হবে।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর পেট্রোবাংলা অডিটোরিয়ামে অফশোর বিল্ডিং রাউন্ড সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, এবারের বিডিংয়ে কতগুলো আকর্ষণীয় দিক রয়েছে। এবার ব্রেন্ট ক্রুডের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে।

ক্রুডের দাম বেড়ে গেলে তারা কিছুটা সুবিধা পাবে আর দাম কমে গেলে আমরা সুবিধা পাবো। ফ্যাক্টর আর রাখা হয়েছে।

এতে তারা উৎপাদন বাড়াতে আগ্রহী হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, গাফিলতির জন্য কোনো রকম দুর্ঘটনার দায়ভার তাদের বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা চাইছি, বিশ্বের খ্যাতনামা কোম্পানিগুলো এতে অংশ নিক। তাহলে প্রতিযোগিতামূলকভাবে কাজটি দিতে পারবো। রমজানের পর প্রমোশনাল সেমিনার করা হবে। সেখানে বিদেশিরা অংশগ্রহণ করবে।

স্টকমার্কেটবিডি.কম///

পুরান ঢাকায় জুতার ফ্যাক্টরিতে আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর পুরান ঢাকার সোয়ারি ঘাট এলাকায় একটি জুতার ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, দুপুর ১টার দিকে চকবাজার থানাধীন কামালবাগ এলাকার ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্টকমার্কেটবিডি.কম///

দিনশেষে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৫৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৭৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ১৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৭৮ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত আছে ৫৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফুয়াং সিরামিকস, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেষ্ট হোল্ডিংস, বিকন ফার্মা, ফাইন ফুডস ও আফতাব অটোস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩৮৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৭৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম ও ইষ্টার্ণ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ফুয়াং সিরামিকস
  2. লাভেলো আইসক্রিম
  3. ওরিয়ন ইনফিউশন
  4. গোল্ডেন সন
  5. সেন্ট্রাল ফার্মা
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. বেষ্ট হোল্ডিংস
  8. বিকন ফার্মা
  9. ফাইন ফুডস
  10. আফতাব অটোস।

লেনদেনের শীর্ষে ফুয়াং সিরামিকস; ২য় স্থানে লাভেলো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুয়াং সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রিম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৩ লাখ টাকা।

ওরিয়ন ইনফিউশনের ৩৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গোল্ডেন সনের ২৮ কোটি ১৩ লাখ, সেন্ট্রাল ফার্মার ২১ কোটি ৭ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৪৯ লাখ, বেষ্ট হোল্ডিংসের ১৫ কোটি ৪১ লাখ, বিকন ফার্মার ১৩ কোটি ৮৪ লাখ, ফাইন ফুডসের ১৩ কোটি ৫৪ লাখ ও আফতাব অটোসের ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মালেক স্পিনিংয়ের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের নাম পরিবর্তন করার সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় ডিএসইর পরিচালনা বোর্ড। আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে।

কোম্পানিটির নতুন নাম হয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির আগের নাম ছিল মালেক স্পিনিং মিলস লিমিটেড।

যথাযথ আইন মেনে কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরও সম্মতি নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন পরিচালক প্রতি জন ২০ লাখ করে শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, তপন চৌধুরী নামে এই পরিচালক কোম্পানিটির ২০ লাখ শেয়ার ক্রয় করবেন।

আগামী ৩০ দিনের মধ্যে এই পরিচালকদের উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক ও পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বেক্সিমকো আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড আবাসন প্রকল্পে ১০০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকার অদূরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থিত “মায়ানগর” নামে এই প্রকল্পে অন্য আরেকটি কোম্পানির সাথে যৌথ বিনিয়োগ করবে কোম্পানিটি।

আধুনিক সকল সুযোগ-সুবিধাসহ এই প্রকল্পে প্রায় ১৮ হাজার এপার্টমেন্ট তৈরি করা হবে।

এই প্রকল্পের ৭৫ শতাংশ জমির মালিক বেক্সিমকো লিমিটেড ও ২৫ শতাংশ মালিকানায় রয়েছে শ্রীপুর টাউনশিপ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি