১৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেড ১৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

এটি হবে একটি নন কনভারটেবল, নন ট্রেডএবল জিরো কুপন বন্ড। বন্ডের নাম হবে “বেক্সিমকো ফার্ষ্ট জিরো কূপন বন্ড”।

সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির উল্লেখিত এই প্রস্তাবটি সর্বপ্রথম শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ফ্লোর প্রাইস ও জেড ক্যাটাগরির গুজব ভিত্তিহীন : বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে ফ্লোর প্রাইস ও জেড ক্যাটাগরির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজবের বিষয়ে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে ফ্লোর প্রাইস ও জেড ক্যাটাগরির বিষয়ে বিএসইসি জানিয়েছে, এ রকম কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে এ মুহূর্তে কমিশনের বিবেচনায় নেই। এ রকম গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাই অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, ৪ মার্চ নতুন করে ছয় কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। এরপর গুজব ওঠে আরো বেশকিছু কোম্পানি জেড ক্যাটাগরিতে যাচ্ছে এবং যেসব কোম্পানির শেয়ারে এখনো ফ্লোর প্রাইস বহাল রয়েছে, সেগুলোর ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে। এর প্রভাব পড়ছে শেয়ারবাজারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। এ পরিপ্রেক্ষিতে বিএসইসি তার অবস্থান স্পষ্ট করল।

স্টকমার্কেটবিডি.কম///

জুট স্পিনার্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৩০২.২০ টাকা। গতকাল ১০ মার্চ সর্বশেষ তা ৩৯০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় জুট স্পিনার্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইষ্টার্ণ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৭ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৩.৫৭ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি