স্টকমার্কেটবিডি ডেস্ক :
আজ সিএসইতে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে । এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ সাউথইস্ট ব্যাংক পিএলসি এর সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানান ।
স্বাগত বক্তব্যে জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন- ক্যাপিটাল মার্কেটে নতুন নতুন প্রোডাক্টগুলোতে যত বেশি লিস্টিং সংখ্যা বাড়বে মার্কেট তত গতিশীল হবে । বন্ড মার্কেট চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬টি লিস্টিং সম্পন্ন হয়েছে এবং এই লিস্টিং হলো সময় উপযোগী সিদ্ধান্ত। ব্যাংক এবং ব্যাংকের বন্ডগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও দৃঢ় করতে হবে।আস্থা বাড়ানোর জন্য এবং বন্ড সম্পর্কে আরও বিস্তৃতভাবে জানানোর জন্যও কাজ করতে হবে। সফলভাবে বন্ডটির লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে ক্যাপিটাল মার্কেটে আসার জন্য তিনি সউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদকে অভিনন্দন জানান ।
সউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ সাদেক হোসেইন বলেন – শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ও বন্ড মার্কেটের উন্নয়ন দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ । আমারা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীদের জন্য আস্থা আরও দৃঢ় করার জন্য অঙ্গিকারবদ্ধ । আমরাদের প্রচেষ্টা থাকবে স্টক এক্সচেঞ্জ এবং রেগুলেটর এর সাথে সমন্বিতভাবে কাজ করে আরও ফলপ্রসূ কর্মকাণ্ড অব্যাহত রাখা ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি এর উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিদুর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব জাহাঙ্গীর কবির, সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এয়ার কমোডোর (অব) মোঃ আবু বকর, এফসিএ, সিএসইর ডেপুটি জেনারেল মানেজার, জনাব হাসনাইন বারী, সিটি ব্যাংক ক্যাপিটাল এর এনালিস্ট, জনাব মুহিত মুজতবা, আইডিএলসি ফাইনান্স এর ডেপুটি হেড, মিস টুম্পা বড়ুয়া, ইউসিবি ইনভেস্টমেন্ট এর মিস জয়িতা ঘোষ ।এছাড়াও ছিলেন সাউথইস্ট ব্যাংক এবং সিএসই এর অন্যান্য কর্মকর্তাগণ ।
স্টকমার্কেটবিডি.কম////